West Bengal News Live Updates: পিছু ছাড়ছে না নিম্নচাপ, অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ সজল ঘোষের।
পুজো বন্ধে চক্রান্তের অভিযোগ। প্রয়োজনে প্রতিমার মুখ কালো কাপড়ে ঢেকে দেব। দশমীর আগেই নিরঞ্জন হতে পারে। সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে হুঁশিয়ারি সজলের। সুরক্ষার সঙ্গে আপোস নয়, বললেন পুলিশ কমিশনার।
পুজো বন্ধের পরিকল্পনা। দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের ওপর দায় চাপানোর ছক। বিস্ফোরক অভিযোগ সজলের। পুলিশের কাছে মানুষের নিরাপত্তা আগে, পাল্টা দেবাংশুর।
পঞ্চমীতে রাত বাড়তেই মণ্ডপে-মণ্ডপে ভিড়। উত্তর থেকে দক্ষিণে আলোয় সেজেছে শহর। থিম আর সাবেকিয়ানার মেলবন্ধনে জমজমাট পুজো।
কলকাতার দুই পুজোয় জাতীয় মহিলা কমিশনের প্যাভিলিয়ন। অত্যাচারিত, নিপীড়িত মহিলাদের কথা শুনবে কমিশন। 'উন্নাও, হাথরস, বিলকিসের কথাও রাখুন' কটাক্ষ তৃণমূলের।
পিছু ছাড়ছে না নিম্নচাপ। অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দশমী থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা।
আবু ধাবিতে অসুস্থ, কলকাতার ন্যাশনাল মেডিক্যালে ওড়িশার যুবকের মৃত্যু ঘিরে রহস্য। কারা, কীভাবে আনল? ধোঁয়াশার মধ্যেই দেহ হস্তান্তর নিয়ে টানাপোড়েন।
West Bengal News Live: চিত্তরঞ্জন কলোনিতে মহিলার মৃত্যু ঘিরে রহস্য
চিত্তরঞ্জন কলোনিতে মহিলার মৃত্যু ঘিরে রহস্য। বৃষ্টির পর জলমগ্ন ছিল বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনি। জল নামার পর ঘর পরিষ্কার করার সময় মৃত্যু। ফ্রিজের পিছনের অংশ পরিষ্কার করার সময় মৃত্যু। মৃতের নাম নমিতা পাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, নাকি অসুস্থতার কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। মৃতার হাতে কালো দাগ থাকায় সন্দেহ ঘনীভূত।
WB News Live: পুজো ঘিরে বেনজির সংঘাত, এবার সরব অমিত মালব্য
পুজো ঘিরে বেনজির সংঘাত, এবার সরব অমিত মালব্য। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ সজলের। পুলিশি চক্রান্তের অভিযোগে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর।






















