WB News Live: শীতের দাপট উধাও, দক্ষিণবঙ্গের একাংশে অকাল বর্ষণ
WB News Live Updates: মকর সংক্রান্তির ৩দিন আগে কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টা বৃষ্টি চলবে কলকাতা, উঃ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া চলবে হাওড়া, নদিয়ায়
LIVE
Background
সোমনাথ মিত্র, সিঙ্গুর: আবারও বৃষ্টির (Rain) ভ্রুকূটি, ঘুম উড়েছে হুগলির (Hooghly) আলু চাষিদের। মাইকে প্রচার করে সর্তক করার পাশাপাশি বৃষ্টির হাত থেকে ফসলকে রক্ষা করতে কৃষকদের (Famers) কী কী করণীয়, তাও বোঝানো হচ্ছে কৃষি দফতরের পক্ষ থেকে। বিলি করা হচ্ছে লিফলেটও।
ঘূর্ণিঝড় জওয়াদের কারণে এমনিতেই একমাস পিছিয়ে গেছে হুগলির আলু চাষ। বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির জেরে এখনও দিশেহারা কৃষকরা। তারপরেও চড়া দামে সার, বীজ কিনে আলু চাষের কাজ শুরু করেছেন হুগলির কৃষকেরা। তারই মধ্যে পশ্চিমী ঝঞ্জার কারণে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত অবধি দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ঘুম উড়েছে চাষিদের। কয়েকদিন আগেই বৃষ্টির জলে আলু চাষ নষ্ট হয়েছে। জল শুকিয়ে পুনরায় আলু বসাতে প্রায় এক মাস পিছিয়ে গেছে আলুর চাষ। এখনও চলছে আলু বসানোর কাজ। আবার মাটি ভিজে থাকায় এখনও কিছুই করা যায়নি অনেক জমিতে। ফলে সব মিলিয়ে উদ্বেগে কৃষকেরা।
কৃষি দফতর থেকে হুগলির সিঙ্গুর, হরিপাল, জাঙ্গিপাড়া সহ বিভিন্ন ব্লকের কৃষিপ্রধান এলাকায় চলছে মাইকে প্রচার। বৃষ্টির হাত থেকে ফসলকে বাঁচাতে আল কাটার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। সেই সঙ্গে বৃষ্টিজনিত কারণে ফসলে ছত্রাক বা পোকার উৎপাত হলে কী ধরনের কীটনাশক কত পরিমাণে দিতে হবে তাও প্রচার করা হচ্ছে কৃষি দফতর থেকে।
WB News Live Updates: কলকাতায় বিভিন্ন এলাকায় বিধি অমান্য
রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। তা সত্ত্বেও কলকাতায় বিভিন্ন এলাকায় বিধি অমান্যের সেই চেনা ছবি ধরা পড়ল। মাস্ক না পরায় চলে ধরপাকড়। মাইকে করা হয় সচেতনতার প্রচার।
West Bengal News Live Updates: বন্ধ হল হুগলির চাঁপদানির নর্থব্রুক জুটমিল
নতুন বছর পড়তে না পড়তে পরপর কারখানায় তালা। এবার বন্ধ হল হুগলির চাঁপদানির নর্থব্রুক জুটমিল। একের পর এক কারখানা বন্ধ হতেই রাজ্য সরকারকে বিঁধে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
WB News Live Updates: গোয়ার জন্য নতুন গান বাঁধল তৃণমূল
গোয়ায় এবার নতুন ভোর। সমুদ্রে ঘেরা রাজ্যে ভোটের প্রচারে নতুন গান বেঁধেছে তৃণমূল। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের গোয়া রাজ্য সংগঠনের ট্যুইটার হ্যান্ডলে ওই অফিসিয়াল প্রচার সঙ্গীত প্রকাশ করা হয়েছে। গানের প্রথম দুটি কলি হল ‘দোন ফুলঞ্চ কাল, গোয়েনচি নভি সকাল’। অর্থাৎ এবার ‘নতুন ভোর দেখবে গোয়া’। ৩ মিনিট ৪২ সেকেন্ডের গানে ভিডিও ও কথায় গোয়াকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে গোয়াবাসীর যাবতীয় সমস্যা সমাধানের। তৃণমূলের অফিসিয়াল প্রচার সঙ্গীতের ভিডিও-তে গোয়ার অপরূপ নিসর্গ শোভার পাশাপাশি সেখানকার স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে যুবশক্তিকে। ১৪ ফেব্রুয়ারি ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট।
West Bengal News Live Updates: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার
রাজ্যে একদিনে ২১ হাজার ৯৮জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় বাড়ল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৯জনের মৃত্যু। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬৫। কলকাতায় একদিনে করোনায় ৬জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ১৬জন সংক্রমিত। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৫জনের মৃত্যু। দঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ১ হাজার ৪৩৫জন সংক্রমিত। দঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৩জনের মৃত্যু। হাওড়ায় একদিনে ১ হাজার ৮১৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩৮৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু।
WB News Live Updates: মকর সংক্রান্তির ৩দিন আগে কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি
শীতের দাপট উধাও, দক্ষিণবঙ্গের একাংশে অকাল বর্ষণ। মকর সংক্রান্তির ৩দিন আগে কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টা বৃষ্টি চলবে কলকাতা, উঃ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া চলবে হাওড়া, নদিয়ায়। পঃ মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমেও বৃষ্টি। পশ্চিমাঞ্চলের জেলায় আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েক জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে ফের পারদ নামার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।