West Bengal News Live: বৃষ্টি কমলেও দুর্ভোগ অব্যাহত ঘাটাল ও চন্দ্রকোনায়
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
LIVE
Background
দুর্গাপুজো-কালীপুজো মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করা যাবে না। করোনা বিধিনিষেধ মেনেই পুজো, বহাল গতবছরের নির্দেশ। জানাল হাইকোর্ট। বিধিনিষেধে আপত্তি নেই, আদালতে জানাল রাজ্য।
এক লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত রাজ্যের একাধিক জেলা। দুর্গতদের উদ্ধারে নামল সেনা। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণেই ছাড়তে হয়েছে জল। দাবি ডিভিসির।
দীর্ঘদিন ড্রেজিং হয় না। ম্যান মেড ফ্লাড, না বলে জল ছেড়েছে ডিভিসি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যকে জানিয়েই ছাড়া হয়েছে জল। পাল্টা ডিভিসি। আগে চিঠি দিয়েছে ডিভিসি, প্রমাণ আছে, দাবি সুকান্তর।
বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী, ঝুমি নদী। প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম, ভাঙল বাড়ি। বাড়িতে জমা জলে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যুর অভিযোগ। গোঘাটে দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার।
জল বাড়ায় কাটোয়ায় বন্ধ ফেরিঘাট। মঙ্গলকোটে অজয় নদের বাঁধ ভেঙে জলমগ্ন গ্রাম। আরামবাগে জলের নিচে রাস্তা। প্লাবিত নানুর। দুবরাজপুরে নদী বাঁধে ভাঙন। ময়ূরাক্ষীর জলে প্লাবিত মুর্শিদাবাদের ভরতপুর।
প্লাবিত রাজ্যের একাধিক জেলা। আজ দুর্গত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। বাঁকুড়ায় যাচ্ছেন সুব্রত, পূর্ব বর্ধমানে অরূপ, হুগলিতে ফিরহাদ-বেচারাম, মেদিনীপুরে থাকবেন মানস ভুঁইয়া।
আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। আশঙ্কা বাড়িয়ে দেশের নিরিখে এবার বর্ষা বিদায়ও বিলম্বে। পুজোয় কাঁটা হবে না তো বৃষ্টি? আশঙ্কায় রাজ্যবাসী।
রাজ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও মালদা মেডিক্যালে ৩ শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদা মেডিক্যালে করোনা পরীক্ষার পর ১৭ জনের রিপোর্ট পজিটিভ।
ফের উত্তরবঙ্গ মেডিক্যাল শিশু মৃত্যু। জ্বর-শ্বাসকষ্টে মৃত ১ শিশু। জটিল রোগে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু। জানালেন হাসপাতাল সুপার। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ৫৪ জন শিশু।
ফের বিজেপিতে ভাঙন। এবার দলত্যাগ রায়গঞ্জের বিজেপি বিধায়কের। ফের ফিরবেন তৃণমূলে ? জিইয়ে রাখলেন জল্পনা। আবেদন করলে দেখা হবে, প্রতিক্রিয়া পার্থর। ব্যক্তিগত স্বার্থে দলত্যাগ, পাল্টা সুকান্ত।
দেবশ্রী চৌধুরীর ষড়যন্ত্র। মীরজাফর পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করছে। বিজেপি ত্যাগ করে আক্রমণ কৃষ্ণ কল্যাণীর। কোনও ষড়যন্ত্র করিনি, পাল্টা রায়গঞ্জের সাংসদ। দলের কিছু ক্ষতি হবে না। প্রতিক্রিয়া শুভেন্দুর।
কালিয়াচকে তৃণমূলের বিজয় মিছিলে ধুন্ধুমার। জাতীয় সড়ক অবরোধ করে মিছিল। পুলিশ বাধা দিলে হামলার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের। গুলি চালানোর অভিযোগ অস্বীকার পুলিশ সুপারের।
ইডির বিরুদ্ধে অভিষেক-রুজিরার আবেদনের শুনানি স্থগিত। ৬ অক্টোবর দিল্লি হাইকোর্টে ফের শুনানি। কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করুক ইডি, আবেদন রুজিরার। দিল্লিতেই আসতে হবে জিজ্ঞাসাবাদের জন্য, পাল্টা ইডি।
আরবিআইয়ের ২০২০-২১ সালের রিপোর্টে মাথাপিছু আয়ের নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ। বাংলায় মাথা পিছু আয় বৃদ্ধি ৭.১৬ শতাংশ, দেশে ৩.৯৯ শতাংশ হ্রাস। সফল মমতা, ব্যর্থ মোদি। ট্যুইট অমিত মিত্রর।
বেসরকারি স্কুলের বেতন নিয়ে বিতর্ক থাকলেও কোনও পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। দুই ভাগে দেওয়া যাবে বকেয়া বেতন। স্কুল ফি মামলায় নির্দেশ হাইকোর্টের।
West Bengal News Live: ফলপ্রকাশের পর হিংসা রুখতে পুলিশকে নির্দেশের আর্জি জানিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কার
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। ভবানীপুরের ফলপ্রকাশের আগে চিঠি বিজেপি প্রার্থীর।‘ফল প্রকাশের পর হিংসা রুখতে ব্যবস্থা নিতে কলকাতা পুলিশকে নির্দেশ দিন। প্রয়োজনীয় সবরকম পদক্ষেপের জন্য কঠোর নির্দেশ দিন’। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি ভবানীপুরের বিজেপি প্রার্থীর
WB News Live Updates: বৃষ্টি কমলেও দুর্ভোগ অব্যাহত ঘাটাল ও চন্দ্রকোনায়
বৃষ্টি কমলেও দুর্ভোগের ছবিতে বদল আসছে না পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনায়। শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল পুরসভা ও ব্লকের বিস্তীর্ণ এলাকা। শনিবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া।
West Bengal News Live: ডিভিসির ছাড়া জলে ভাসছে উদয়নারায়ণপুরের ৮৫টি গ্রাম, জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর
ডিভিসির ছাড়া জলে ভাসছে উদয়নারায়ণপুরের ৮৫টি গ্রাম। জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। চরম দুর্ভোগে মানুষ। জল পেরিয়েই চলছে ঝুঁকির পারাপার। জলমগ্ন ত্রাণশিবিরও।
WB News Live Updates: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, কাল ঘোষণা হবে ভবানীপুর সহ তিন বিধানসভা আসনের ফল
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। কাল ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনের ফল। জানা যাবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটের ফলও। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে চলবে ভোট গণনা।
West Bengal News Live: দেগঙ্গায় ব্যবসায়ীদের পথ অবরোধে ASI-কে নিগ্রহের অভিযোগ
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ব্যবসায়ীদের পথ অবরোধে ASI-কে নিগ্রহের অভিযোগ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে।