West Bengal News LIVE Updates: কাল রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: পুলিশের (Police) খাতায় তৃণমূল (TMC) নেতা শেখ শাহাজাহান (Seikh Shahjahan) এখনও অধরা। তার জন্য় এবার ED-র ঘাড়ে দায় চাপালেন রাজ্য় পুলিশের (West Bengal Police) ডিজি রাজীব কুমার। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, একটি মামলা রয়েছে, যেটি ED করেছে। তারা কি তাঁকে গ্রেফতার করেছে? বিরোধীরা অবশ্য় শাহজাহান প্রসঙ্গে রাজ্য় পুলিশের ব্য়র্থতাকেই দায়ী করছে।
রাজ্যের অন্যান্য খবর-
শিবু হাজরার গ্রেফতারির দিনেই তৃণমূল নেতা দিলীপ মল্লিক সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার। সন্দেশখালিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিতও দিলেন তিনি।
সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজুর পরই, শনিবার গ্রেফতার করা হল তৃণমূল নেতা শিবু হাজরাকে। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করা হচ্ছে না কেন? পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
কোনও বিষয়ে বিরুদ্ধমত রাখলেই, বাড়িতে চলে আসবে ইডি! দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটের মঞ্চ থেকে রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে উঠে আসে - এক দেশ, এক ভোট, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রপতি শাসন এবং মণিপুরের মতো জ্বলন্ত ইস্যু। নাম না করে নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WB News LIVE Updates: বারাসাতের নবপল্লিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্তের সঙ্গে কথা CBI-এর
লোকসভা নির্বাচনের মুখে, ২০২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় ফের তৎপর হল সিবিআই। ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছিল একাধিক, সন্ত্রাসের অভিযোগ উঠেছিল অহরহ। আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলির তদন্তে নামে CBI। তারপর কেটে গেছে আড়াই বছর। যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছেন বহু অভিযুক্ত। একাধিক পরিবার এখনও পায়নি সুবিচার। বারাসাতের নবপল্লিতে বিজেপি কর্মী খুনের ঘটনায়, আজ এক অভিযুক্তের সাথে কথা বলে CBI। এরপর CBI-এর তরফ থেকে একটি চিঠি ধরানো হয় তাঁকে। তার আগে নিহতের পরিবারের সাথে কথা বলেন CBI আধিকারিকরা।
West Bengal News LIVE Updates: সন্দেশখালির ৪টি জায়গা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা
সন্দেশখালির ৪টি জায়গা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা । ১৯টি জায়গার মধ্যে ৪টি জায়গা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা। মণিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালের ঘাট, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর। বেরমজুর ২ গ্রাম পঞ্চায়েতের আতাপুর ও পুলেপাড়া থেকে ১৪৪ ধারা প্রত্যাহার। সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫টি জায়গায় ১৪৪ ধারা জারি থাকবে। ২১ ফেব্রুয়ারি বেলা ১২ পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে ১৫টি জায়গায়।
WB News LIVE Updates: জামালপুরের পর কৃষ্ণগঞ্জেও আধার বাতিলের অভিযোগ !
জামালপুরের পর কৃষ্ণগঞ্জেও আধার বাতিলের অভিযোগ ! কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন, নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি, কাদিপুর-সহ কয়েকটি গ্রামের ৫০ জনের বেশি বাসিন্দার অভিযোগ, তাঁদের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে চিঠি এসেছে বাড়িতে। এপ্রসঙ্গে কৃষ্ণগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত রায়কে ফোন করা হলে, তিনি জানিয়েছেন, আমরা চিঠি দেখেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা আমাদের কাছে এসে পৌঁছয়নি।
West Bengal News LIVE Updates: কাল রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা
কাল রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । সন্দেশখালির ঘটনার পরিপ্রেক্ষিতে দুদিনের সফরে বাংলায় আসছেন রেখা শর্মা । কাল যাবেন সন্দেশখালি, বৈঠক করবেন ডিএম ও এসপি-র সঙ্গে। পরশু মুখ্যসচিব ও ডিজির সঙ্গে বৈঠক করবেন রেখা শর্মা। কাল সকাল ৯.৫০ মিনিটে আসছেন কলকাতায়, যাবেন সন্দেশখালিতে।
WB News LIVE Updates: রাজ্য সরকারের ক্যাম্পে প্রথম দিনেই অভিযোগের প্রায় 'ডবল সেঞ্চুরি', জমা পড়ল ১৯৬টি অভিযোগ
রাজ্য সরকারের ক্যাম্পে প্রথম দিনেই অভিযোগের 'ডবল সেঞ্চুরি' । প্রথম দিনেই ১৯৬টি অভিযোগ জমা দিলেন সন্দেশখালির বাসিন্দারা।
সন্দেশখালির বাসিন্দাদের অভিযোগ শুনতে রাজ্য সরকারের ৬টি ক্যাম্প। সন্দেশখালি ২ নম্বর ব্লকে সরকারের ক্যাম্পে প্রথম দিন জমা পড়ল ১৯৬টি অভিযোগ। জোর করে জমি দখল, কৃষিজমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি, জমি নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। অভিযোগের বেশিরভাগই জমি সংক্রান্ত। সকালে অভিযোগ জমা না পড়লেও দিনের শেষে ১৯৬টি অভিযোগ।