West Bengal News Live: আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি বেপরোয়াভাবে চালানোর অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: জেলা থেকে শহর, রাজ্যের নানা কোণে কী ঘটে চলেছে? লাইভ আপডেটের জন্য চোখ রাখুন এখানে...
LIVE
Background
ভোরের নির্জন রাস্তায় জয়নগরের (Jaynagar Incident) নিহত তৃণমূল নেতার (TMC Leader) পিছনে দুটি বাইক। নেতাকে অনুসরণ ৫ আততায়ীর। তারপরেই গুলি। খুনের ঠিক আগের মুহূর্তের সিসি ক্যামেরার (CCTV Footage) এক্সক্লুসিভ ছবি প্রকাশ্যে।
তৃণমূল নেতা খুনে ধৃত সাহরুলের ১০ দিনের পুলিশ হেফাজত। খুনের পর এলাকায় আতঙ্ক, স্থানীয়দের দৌড়োদৌড়ি। আতঙ্কের ছবি ক্যামেরাবন্দি।
ধরা পড়ার পর অভিযুক্ত সাহাবুদ্দিনকে প্রকাশ্যে বেপরোয়া মারধর। উনি শাসক দলেরই সমর্থক, দাবি নিহতর স্ত্রী-র। গুলি চালাতে বলেছিল সাহাবুদ্দিনই, দাবি ধৃত সাহরুলের। ।
তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পর থমথমে জয়নগর। খুনের জন্য লক্ষাধিক টাকার সুপারি দেওয়া হয়েছিল, দাবি পুলিশের। আগেই এলাকায় এসে রেকি করে ভাড়াটে খুনিরা, খবর পুলিশসূত্রে।
৪ দিন ধরে ভোরে বেরোচ্ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সেই খবর কে পৌঁছে দিল আততায়ীদের কাছে? কে দিল খুনের সুপারি? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
ঘটনার রাতে ঘরেই ছিলেন স্বামী। সকালে পুলিশ এলে পালিয়ে যান। তারপরেই তাণ্ডব চালায় তৃণমূল নেতার দলবল। পরনের কাপড় ছাড়া লুঠ করা হয়েছে সবই, অভিযোগ সিপিএম নেতা আনিসুরের স্ত্রী-র।
তৃণমূল বনাম তৃণমূল। লড়াই ঘিরে ফের উত্তপ্ত ভাটপাড়া। গুলি চালানোর অভিযোগ। দু’পক্ষের গন্ডগোল থামাতে গিয়ে ইটের ঘায়ে জখম কয়েকজন পুলিশ কর্মী। স্বতঃপ্রণোদিত মামলা রুজু।
মন্ত্রী আমি, জেলে থাকব না। এসএসকেএমে (SSKM) যাব। আবদার জ্যোতিপ্রিয়র (Jyotipriyo Mallick)। ভর্তির প্রয়োজন নেই, জানালেন জেল হাসপাতালের চিকিৎসকরা। ক্ষুব্ধ বালু। জেল সূত্রে খবর।
পরিমাণের থেকে কম মিলছে রেশনের চাল-গম, অভিযোগ গ্রামবাসীদের। রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চলাকালীন উত্তর ২৪ পরগনার বাগদা-মুর্শিদাবাদের রেজিনগরে রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ।
WB News Live Updates: আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি বেপরোয়াভাবে চালানোর অভিযোগ
আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি বেপরোয়াভাবে চালানোর অভিযোগ। প্রতিবাদ করায় হাইকোর্টের এক বিচারপতির গাড়িচালককে চড়, অভব্য ব্যবহারের অভিযোগ। নৌশাদের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে বিচারপতির গাড়িচালককে চড়, অভব্য ব্যবহারের অভিযোগ। কালিকাপুর কানেক্টরের সামনে বিচারপতির গাড়িচালককে মারধরের অভিযোগ। আইএসএফ বিধায়কের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের বিচারপতির গাড়িচালকের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে গড়ফা থানার পুলিশ।
West Bengal News Live: তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াইয়ে ফের উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া
তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াইয়ে ফের উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জয় সিংয়ের সঙ্গে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংহের ছেলে নমিত সিংয়ের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। নমিত সিংহ-সহ দু’পক্ষের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
WB News Live Updates: বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরে পালিত হল অন্নকূট উৎসব
বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরে পালিত হল অন্নকূট উৎসব। রান্না করা ভোগ, নোনতা ভোগ, সব্জি, ফল ও মিষ্টি মিলিয়ে ৩৮০ রকমের পদ নিবেদন করা হয়। নব বৃন্দাবন মন্দিরের অন্নকূট উৎসব এবার ৮৩ বছরে পড়ল। এই উপলক্ষ্যে মন্দিরে ভিড় জমান অসংখ্য ভক্ত।
West Bengal News Live: বাগুইআটির জগৎপুরে বন্ধ ফ্ল্যাটে অজ্ঞাতপরিচয় তরুণীর পচাগলা দেহ উদ্ধার
৪ মাস ধরে ভাড়াটে সেখানে না থাকলেও, নিয়মিত টাকা দিচ্ছিলেন, দাবি ফ্ল্যাট মালিকের। কিছুদিন আগে ভাড়াটে জানান, আর থাকবেন না, দাবি ফ্ল্যাট মালিকের। তরুণীকে খুন করে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ সিল, প্রাথমিক অনুমান পুলিশের।
WB News Live Updates: বাগুইআটির জগৎপুরে বন্ধ ফ্ল্যাটে অজ্ঞাতপরিচয় তরুণীর পচাগলা দেহ উদ্ধার
বাগুইআটির জগৎপুরে বন্ধ ফ্ল্যাটে অজ্ঞাতপরিচয় তরুণীর পচাগলা দেহ উদ্ধার। তরুণীকে খুন করে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ সিল! পুলিশ সিমেন্টের আস্তরণ ভাঙতেই উদ্ধার তরুণীর পচাগলা মৃতদেহ!