West Bengal News Live: বিচার না মেলা পর্যন্ত লড়াই চলবে, অঙ্গীকার নিয়ে 'অভয়ার নামে শপথ দিবস' পালন
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। ফেরার পথে হামলার অভিযোগ। আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই।
পুলিশের সামনেই গুন্ডামি। গড়েই আক্রান্ত আরাবুল। গাড়ি লক্ষ্য করে উড়ে এল ইট-পাথর। ছেলেকে নিয়ে কোনওমতে গাড়ি চড়ে উধাও প্রাক্তন বিধায়ক।
পিছন থেকে কলকাঠি নেড়েছে আরাবুলই। তোলা পতাকা নামিয় ফের তুলেছেন উনিই। নালিশ জানাব নেতৃত্বকে। পাল্টা অভিযোগ সওকতের।
পরিকল্পনা করে আক্রমণ করা হয়েছে, সওকতের উপস্থিতিতে হামলার অভিযোগ আরাবুলের।
বর্ষবরণের রাতে উত্তরপাড়ায় মার খেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আর জি কর হাসপাতালে। আহত ২ তৃণমূলকর্মীও। মাদক ব্যবসার কারণে দুষ্কৃতী দৌরাত্ম্য
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার আরও ১। নদিয়া থেকে গ্রেফতার ধীরেন ঘোষ। কিংপিন মনোজ গুপ্তকে জেরা করে মিলল খোঁজ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার বেশ কিছু নথি।
ধীরেন ঘোষকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখা। নদিয়ার চাকদায় বাড়ি ভাড়া নিয়ে থাকত অভিযুক্ত ধীরেন ঘোষ। ধীরেন ঘোষের চাকদার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৮। ধৃত মনোজ গুপ্তকে জেরা করেই খোঁজ মিলেছে ধীরেনের, খবর সূত্রের
আপনজনের জন্য কেনা ওষুধ জাল নয় তো? বিপদ বাড়ছে না তো? কলকাতায় পর্দাফাঁস জাল জীবনদায়ী ওষুধ চক্রের! সবচেয়ে ক্ষতি হচ্ছে কিডনি-লিভারের, মত চিকিৎসকদের।
খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। গড়ফায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ কলেজ পড়ুয়ার বিরুদ্ধে। ফ্ল্যাটে ডেকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত।
হাওড়া-সিঙ্গুর লোকালের রুট বাড়ানোয় আপত্তি। মন্ত্রী বেচারামের নেতৃত্বে রেল রোকো। বিক্ষোভের দাপটে সিঙ্গুর পেরিয়ে যেতে পারল না ট্রেন। ফিরতে হল হাওড়ায়।
চব্বিশের শেষ পঁচিশের শুরু। নতুন সকালকে স্বাগত জানাল ভোরের সূর্য। ভিড় জমছে শহরের পর্যটকপ্রিয় স্থানগুলিতে। কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে ভিড়।
West Bengal News Live: প্রতিষ্ঠা দিবসেই সংঘর্ষ, সওকতের বিরুদ্ধে থানায় আরাবুল
প্রতিষ্ঠা দিবসেই সংঘর্ষ, সওকতের বিরুদ্ধে থানায় আরাবুল
WB News Live Updates: বিনা বিচারে একমাসেরও বেশি জেলবন্দি সন্ন্যাসী, কাল মিলবে জামিন?
বিনা বিচারে একমাসেরও বেশি জেলবন্দি সন্ন্যাসী, কাল মিলবে জামিন? চট্টগ্রাম কোর্টে শুনানির আগে সংশয়ে ইসকন।
West Bengal News Live: বিচার না মেলা পর্যন্ত লড়াই চলবে, অঙ্গীকার নিয়ে 'অভয়ার নামে শপথ দিবস' পালন
৫ মাস হতে চললেও আর জি কর কাণ্ডে এখনও মেলেনি বিচার। কিন্তু বিচার না মেলা পর্যন্ত লড়াই চলবে। এই অঙ্গীকার নিয়ে 'অভয়ার নামে শপথ দিবস' পালন করল চিকিৎসক ও নার্সদের সংগঠন। নতুন বছরের প্রথম দিন আর জি কর মেডিক্যাল চত্বরে বিচার চেয়ে শপথ কর্মসূচি ও মিছিল করলেন চিকিৎসক ও নার্সরা।
WB News Live Updates: যাদবপুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে বিক্ষোভ
বছরের প্রথম দিনই যাদবপুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে বিক্ষোভ। ৫১ জন অস্থায়ী কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ডিরেক্টরের ঘরের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ আন্দোলনকারীদের।
West Bengal News Live: পড়াশোনা করানোর নামে অনুমোদনহীন মাদ্রাসায় জঙ্গিদের বৈঠক?
পড়াশোনা করানোর নামে অনুমোদনহীন মাদ্রাসায় জঙ্গিদের বৈঠক? মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির সঙ্গে, অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর, এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। সূত্রের দাবি, মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাসের মাদ্রাসায় নিজের ছেলেকে ভর্তি করেছিল মিনারুল। নিয়মিত সেখানে যাতায়াত ছিল তার।