West Bengal News Live: সুপ্রিম কোর্টে শুরু হল আর জি কর মামলার শুনানি
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
পরপর ২দিন। ফের পিছোল আর জি কর-শুনানি। আজ মামলা শুনবেন, দেখবেন CBI-এর স্টেটাস রিপোর্ট। জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টে ফের পিছোল শুনানি, হতাশ নিহত নির্যাতিতার পরিবার।
আর জি কর-কাণ্ডের প্রায় ৩ মাস পার, অধরা বিচার।
বারবার পিছোচ্ছে শুনানি, হতাশ দিলীপও।
নিরাপত্তা থেকে টাস্ক ফোর্সের বৈঠক। এখনও অনেক প্রতিশ্রুতিই পূরণ হয়নি। দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের।
এবার বাঁকুড়ার কোতুলপুরে টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। পুরুলিয়ায় শ্লীলতাহানির অভিযোগে ধৃত পুরকর্মী।
অক্টোবরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হল নভেম্বরে! জেলাশাসকের কাছে নালিশ পুরাতন মালদার মৌলপুর হাসপাতালের রোগীর। ভুল স্বীকার সিএমওএইচের। তদন্তে বিএমওএইচ।
লেকটাউনে তরুণীকে কটূক্তির অভিযোগ। প্রতিবাদ করায় বনধুকে মার, বাঁচাতে গিয়ে আক্রান্ত তরুণী। হোটেলে গিয়ে অভিযুক্তদের মার তৃণমূল কাউন্সিলরের। গ্রেফতার ২, আদালতে জামিন।
বিজেপিকে ফের কোকিল বলে খোঁচা মমতার। ওদের ভোট দিলেও পাশে থাকি আমরাই। রাজ্যে বসবসকারী অবাঙালিদেরও বাংলাকে আপন করে নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর।
সৌগতর পর এবার অভিষেকের হয়ে ব্যাটিং কুণালের। আমার নেতা, পরের মুখ্যমন্ত্রী বলে পোস্ট। একই সুর সওকতেরও। সুযোগ পাবে না, খোঁচা শমীকের।
অভিষেকের হয়ে সওয়াল সৌগতর। কটাক্ষ মদনের।
বিজেপি ছেড়ে তৃণমূলের পথে প্রাক্তন সাংসদ জন বার্লা? জল্পনা বাড়িয়ে ফের একের পর এক তৃণমূল নেতার সঙ্গে বৈঠক। প্রার্থীর সঙ্গেও কথা।
মিঠুনের বিরুদ্ধে ফের FIR। ২৭ অক্টোবর, EZCC-র অনুষ্ঠানে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় নালিশ। FIR রুজু করে তদন্তে পুলিশ।
সন্দেশখালি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন ফিরহাদ।মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে ভিডিও পোস্ট করে আক্রমণে শুভেন্দু।
বিডিও থেকে সমীক্ষক দল। আবাস-প্রকল্পে ভুরিভুরি দুর্নীতির অভিযোগে ফের বিক্ষোভ। ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ।
২দিন পরে রেশন নিতে বলায় ডিলারকে পিটিয়ে খুন! চাঞ্চল্য উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। পলাতক অভিযুক্ত ২ গ্রাহক।
অন্যের অ্যাকাউন্টে পডুয়াদের ট্যাবের টাকা! পূর্ব মেদিনীপুরে ৪ প্রধান শিক্ষকের বিরুদ্ধে FIR। এটাও থ্রেট কালচার, FIR না তুললে আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক সংগঠনের।
West Bengal News Live: ২ দিনে ৩ বার পিছোনোর পর সুপ্রিম কোর্টে শুরু হল আর জি কর মামলার শুনানি
২ দিনে ৩ বার পিছোনোর পর সুপ্রিম কোর্টে শুরু হল আর জি কর মামলার শুনানি
WB News Live Updates: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ অভিষেকই' মন্তব্য কল্যাণের
'মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ অভিষেকই'
'কিন্তু মমতার পর কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা ঠিক করবে দল ও দলনেত্রী'
অভিষেককে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়ে কুণাল ঘোষের পোস্ট নিয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
'রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়'
ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কল্যাণের
সময়ের নিয়মে মমতার পর মুখ্যমন্ত্রী হবে অভিষেকই, সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল
West Bengal News Live: কলকাতা মেডিক্যালে ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রির অভিযোগ, তথ্য প্রমাণ পেল না হাসপাতাল গঠিত তদন্ত কমিটি
কলকাতা মেডিক্যালে ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রির অভিযোগ
অভিযোগের সপক্ষে কোনও তথ্য প্রমাণ পেল না হাসপাতাল গঠিত তদন্ত কমিটি
১১ সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন ৪ জুনিয়র ডাক্তারও
তবে বেড বিক্রি ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপের সুপারিশ
রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় ও টিএমসি-র কর্মী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অভিযোগ
সুদীপ্ত ও জয়ন্তর বিরুদ্ধে হাসপাতালের ল্যাব-কিট বেসরকারি ল্যাবে পাচারের অভিযোগ
সোমবার হাসপাতালে তদন্ত রিপোর্ট জমা দেবে পৃথক তদন্ত কমিটি
WB News Live Updates: দুপুর ২টোয় নয়, মধ্যাহ্নভোজনের পর তালিকায় দ্বিতীয় মামলা 'আর জি কর'
দুপুর ২টোয় নয়, মধ্যাহ্নভোজনের পর তালিকায় দ্বিতীয় মামলা 'আর জি কর'
West Bengal News Live: খড়গপুরে হোটেলের আড়ালে মধুচক্র!
খড়গপুরে হোটেলের আড়ালে মধুচক্র!