West Bengal News Live: রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্যের সাফাই দিলেন ফিরহাদ হাকিম
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

Background
আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু। বেসরকারি লজে উদ্ধার অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। দেহের পাশে উদ্ধার সিরিঞ্জ, ওষুধ।
মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ। স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। মেসেজে উল্লেখ দীপ্রর।
আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের। ৪ সপ্তাহের মধ্যে সপ্তম স্টেটাস রিপোর্ট তলব। বাংলা থেকে মামলা সরানোর আর্জি খারিজ প্রধান বিচারপতির।
পুলিশ যা বলেছিল, সিবিআই চার্জশিটে একই উল্লেখ, সওয়াল ফিরোজ এডুলজির। আরও তদন্ত প্রয়োজন মনে করলে নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা আছে, মন্তব্য সুপ্রিম কোর্টের।
হাসপাতালে নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট পেশ জাতীয় টাস্ক ফোর্সের। যৌন হেনস্থা ও শারীরিক হিংসা বন্ধে সব রাজ্যকে প্রস্তাব গ্রহনের পরামর্শ, জানালেন প্রধান বিচারপতি।
'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা। শনিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলের ডাক। জনতার চার্জশিট কর্মসূচি পালনের ডাক অভয়া মঞ্চের।
প্রশ্নফাঁস থেকে নম্বরে কারচুপি। স্নাতক ও স্নাতকোত্তরে ডাক্তারি পরীক্ষায় বেনিয়ম রুখতে এবার উত্তরপত্রে পরীক্ষার্থীর নামের বদলে থাকবে কোড। পরীক্ষাকেন্দ্রের লাইভ স্ট্রিমিং হবে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে।
প্রসূতির মৃত্যু ঘিরে লালবাগে ধুনধুমার। ভুল চিকিৎসায় মৃত্যু, অভিযোগ পরিবারের। পাল্টা কম্পাউন্ডারের বিরুদ্ধে মারধরের অভিযোগ মৃতের পরিবারের।
হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালের একাংশে খাটাল। পরিত্যক্ত ঘরে ও বাইরে বাঁধা রয়েছে গরু। জানেই না হাসপাতাল কর্তৃপক্ষ। গরু রাখর কথা স্বীকার খাটাল মালিকের।
ক্যানিং ১ নম্বর ব্লকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। হাইকোর্টে মানল রাজ্য। উপভোক্তার টাকা গেছে অন্যের অ্যাকাউন্টে, জানাল রাজ্য। ইচ্ছাকৃত জালিয়াতি, মন্তব্য বিচারপতির।
ক্যানিংয়ে আবাসের একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে। বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের।
বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে কমবে তাপমাত্রা। ১৫ নভেম্বরে থেকে বইবে উততুরে হাওয়া, আসবে শীতের আমেজ। রবিবার পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, দার্জিলিংয়ে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
West Bengal News Live: তালডাংরায় দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর
তালডাংরায় দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর
WB News Live Updates: তৃণমূল কংগ্রেসের সংগঠনে কি এবার বড়সড় রদবদল হতে চলেছে?
তৃণমূল কংগ্রেসের সংগঠনে কি এবার বড়সড় রদবদল হতে চলেছে? ১০-এর বেশি জেলা সভাপতি বদলের সুপারিশ দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতা পুরসভা বাদে সমস্ত পুরসভা স্তরেও দেদার বদলের প্রস্তাব দিলেন তিনি। সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।






















