West Bengal News Live Updates:'সেদিন অভিনয় করেছিলেন?' সিঙ্গুরের অনশন নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: কেন্দ্রের (Central) বকেয়া বিতর্কে নতুন মোড়। ধর্মতলায় বিজেপির (BJP) সভার দু'দিন আগেই 'বঞ্চিত'দের অর্থসাহায্য তৃণমূলের (TMC)। বকেয়া চেয়ে দিল্লিতে (Delhi) যাঁরা ধর্না দিয়েছেন, সেই 'বঞ্চিত'দের চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চিঠির পাশাপাশি পাঠানো হচ্ছে আর্থিক সাহায্যও। কেন্দ্র বকেয়ার টাকা না দিলে, তৃণমূলই দেবে, দিল্লি গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
তৃণমূল পার্টি ডাকলে আর কোনও নেতা-কর্মী আসছে না। ঘুষ দিয়ে আনতে হচ্ছে। একশ দিনের কাজে টাকা আদায়ের দাবিতে যাঁরা দিল্লি গেছিলেন তাঁদের বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ দিলীপ ঘোষের। অভিষেক কথা দিলে কথা রাখেন। পাল্টা কুণাল ঘোষ।
'মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তাই ধর্মতলায় সভার অনুমোদন বাতিল করেছে পুলিশ। সরকারের পিটিশন খারিজ করে হাইকোর্ট সভার অনুমতি দিয়েছে। আসল চোরকে ধরতে কলকাতায় যেতে হবে', রামপুরহাটে ধর্মতলায় বিজেপির সমাবেশের প্রচারসভায় গিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
'ধর্মতলায় বিজেপির সভায় যেতে বাধা দিলে, তৃণমূল কর্মীদের টুঁটি চেপে গাড়িতে তুলে, গঙ্গায় চুবিয়ে দেবেন। তৃণমূলের কেউ গালে চড় মারলে, পাল্টা মারে তাঁর দাঁত ফেলে দিন', ২৯ নভেম্বর ধর্মতলার সমাবেশের আগে পুঞ্চায় প্রস্তুতি সভায় বিতর্কিত মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বিধায়কের সঙ্গে সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ধর্মতলার সভার জন্য লোক জোগাড় করতে পারবে না বুঝেই এ ধরনের মন্তব্য, প্রতিক্রিয়া তৃণমূলের।
সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ইডি। চলতি সপ্তাহেই নমুনা সংগ্রহে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিঠি পাঠানো হল ইএসআই হাসপাতাল, এসএসকেএম ও সিএফএসএল-কে। সুজয়কৃষ্ণর মানসিক সমস্যা দেখা দিয়েছে, রিপোর্ট দিয়েছে এসএসকেএম, খবর সূত্রের। এসএসকেএমের রিপোর্ট মানতে নারাজ ইডি, খবর সূত্রের। তদন্ত এড়ানোর চেষ্টা করা হচ্ছে, সন্দেহ ইডি-র, খবর সূত্রের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
WB News LIVE Updates: স্ত্রীর ওপর অ্য়াসিড হামলার অভিযোগ
স্ত্রীর ওপর অ্য়াসিড হামলার অভিযোগ। আটক করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। বাগুইআটির কেষ্টপুরের রবীন্দ্রপল্লির ঘটনা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল দম্পতির। অশান্তির জেরে কয়েক মাস ধরে, বাবার বাড়িতে থাকছিলেন গৃহবধূ। অভিযোগ, সোমবার দুপুরে স্ত্রীকে নিজের বাড়িতে ডাকেন অভিযুক্ত স্বামী। এরপরই স্ত্রীকে লক্ষ্য় করে তিনি অ্য়াসিড ছোড়েন বলে অভিযোগ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন, তিনি অ্য়াসিড ছোড়েননি। অসাবধানতাবশত অ্য়াসিড স্ত্রীর গায়ে পড়ে গেছে।
West Bengal News LIVE Updates: সেনাকর্মী পরিচয় দিয়ে সল্টলেকে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ
সেনাকর্মী পরিচয় দিয়ে সল্টলেকে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ। মধ্য়প্রদেশের বাসিন্দা এক ব্য়ক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রের খবর চলতি বছর জানুয়ারি মাসে নিজের বাড়ি ভাড়া দেওয়ার জন্য় সোশ্য়াল মিডিয়ায় বিজ্ঞাপন দেন সল্টলেকের বাসিন্দা, সুশীল কুমার। অভিযোগ, নিজেকে সেনাকর্মী পরিচয় দিয়ে, বাড়ি ভাড়া নিতে চান অভিষেক মাকওয়ানা নামে অভিযুক্ত ব্য়ক্তি। এরপর, অনলাইনে বৃদ্ধকে নথি পাঠানোর কথা বলেন তিনি। বৃদ্ধ কিউ আর কোড স্ক্য়ান করতেই ব্য়াঙ্ক থেকে উধাও হয়ে যায় দেড় লক্ষ টাকা। বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন বৃদ্ধ। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে।
WB News LIVE Updates: রাম নবমীর মিছিল ঘিরে হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু
রাম নবমীর মিছিল ঘিরে হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। জেলে যেতে হবে বলে হুঙ্কার। পাল্টা জবাব তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের।
West Bengal News LIVE Updates: উল্টোডাঙায় মা-ছেলের রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
উল্টোডাঙায় মা-ছেলের রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার। ৩ তলা বাড়ির ২টি তলায় মা-ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। ৩ তলা বাড়ির একতলায় ছেলের দেহ, আরেক তলায় মায়ের দেহ। সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের দেহ উদ্ধার। গলায় দড়ি দেওয়া অবস্থায় মহুয়া মাল ও সোমনাথ মালের দেহ উদ্ধার। ঘটনাস্থল থেকে মেলেনি কোনও সুইসাইড নোট, জানিয়েছে পুলিশ।
WB News LIVE Updates: নিউটাউন এর নজরুল তীর্থের সামনে পথ দুর্ঘটনা
নিউটাউন এর নজরুল তীর্থের সামনে পথ দুর্ঘটনা। বিশ্ব বাংলা সরনি থেকে দ্বিতীয় লেনে ঢোকার সময় একটি প্রাইভেট গাড়ি অত্যান্ত দ্রুত গতিতে সামনের গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়ি নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তা থেকে সাইকেল চালিয়ে যাওয়া এক মহিলাকে ধাক্কা মারে। এরপর একটি আইসক্রিম গাড়িতে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত মহিলাকে নিউটাউন এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।যে গাড়ি প্রথমে ধাক্কা মারে সেই গাড়ির চালক ও আহত হয়েছে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরী হয় এয়ারপোর্ট গামী রাস্তায়।