West Bengal News Live: গড়ফায় দিনেদুপুরে ডাকাতি, হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE
Background
দীর্ঘ টানাপোড়েনের পর দ্বিতীয় ময়নাতদন্ত। কমান্ড হাসপাতালে থেকে রাতেই কড়া পুলিশি পাহারায় দেহ নিয়ে যাওয়া হল ময়নায়। আজ শেষকৃত্য।
বিজেপি নেতা খুনের পরে ফের উত্তপ্ত ময়না। শুভেন্দুর সভার পরেই বিজেপি কর্মীদের উপর হামলা। হাসপাতালে একজন ভর্তি।
বিজেপি নেতা নৃশংস খুনে এখনও উত্তাল ময়না। প্রতিবাদে ফের পথে শুভেনদু।
বিজেপি নেতা খুন, অন্তর্দ্বন্দ্বের অভিযোগে পুরনো ভিডিও ট্যুইট করে শুভেন্দুকেই জেরার দাবি কুণালের। মমতার লিখে দিয়েছিলেন, তাই পড়েছিলাম, পাল্টা শুভেন্দু।
বিজেপি নেতা খুনে ফুঁসছে ময়না। স্থানীয়দের বাধায় গ্রামে ঢুকতেই পারল না পুলিশ। তদন্ত নিয়ে পুলিশকে জাতীয় এসসি কমিশনের ধমক।
কালিয়াগঞ্জে কার গুলিতে মৃত্যুঞ্জয় খুন, এখনও ধোঁয়াশা। গ্রাম নিয়ন্ত্রণ
বিএসএফ নিয়ন্ত্রণ করে, অত্যাচারও চালায়, ইঙ্গিতপূর্ণ অভিযোগ মুখ্যমন্ত্রীর।
শুধু ধর্মীয় নয়, এবার জাতিগত হিংসায় চক্রান্তের বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর।
ব্যালট নিয়ে বিশৃঙ্খলার পরে এবার দুর্নীতি নিয়ে তৃণমূলকর্মীদেরই ক্ষোভের মুখে অভিষেক।
এবার মালদায় অভিষেকের মঞ্চে মমতা। নিশানায় বিজেপি। জমি হারিয়ে বেসামাল, কটাক্ষ দিলীপের।
নিউটাউন, নিউ ব্যারাকপুর থেকে মহেশতলা, পর্ণশ্রী। একদিনে পার্থ ঘনিষ্ঠ ৪জনের বাড়িতে সিবিআই। তাপস বর্ণিত কালীঘাটের কাকুর বাড়িতেও অভিযান।
নিয়োগ থেকে গরুপাচার-এজেন্সি নিয়ে ফের সুর চড়ালেন মমতা। নতুন সরকার এলে সব প্রত্যাহার হবে বলে দাবি। প্রাক্তন করেই ছাড়ব, পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর।
কৃষ্ণ কল্যাণীর বাড়ি-অফিস-কারখানায় ম্যারাথন আয়কর অভিযান। ৩০ ঘণ্টা ধরে তল্লাশি। আয়কর অফিসাররা বেরোতেই অনুগামীদের বিজয় উল্লাস।
গরুপাচারের কালো টাকাতেই কোটি কোটির সম্পত্তি। চক্রের বিবরণ দিয়ে কেষ্টর বিরুদ্ধে ২০৪ পাতার ইডির চার্জশিট। হাতিয়ার সুকন্যার দেওয়া বয়ান।
গরুপাচার মামলায় গ্রেফতার সুকন্যা। আপনাদের কি বিবেক বলে কিছু নেই? কোর্টেই ইডির উদ্দেশে ক্ষোভ কেষ্টর। মিলল মেয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি।
বকেয়া ডিএর দাবিতে হরিশ মুখার্জি রোডে মিছিলের ডাক সরকারি কর্মীদের। শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। স্পর্শকাতর বলে খারিজ রাজ্যের সওয়াল।
জমি-বিতর্কে কোর্টে অমর্ত্য সেনের স্বস্তি। উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। জেলা আদালতে মামলার নিষ্পত্তি পর্যন্ত হস্তক্ষেপে নিষেধাজ্ঞা।
West Bengal News Live: গরুপাচার মামলায় ৭৭ কোটির হদিশ
গরুপাচার মামলায় ৭৭ কোটির হদিশ। অনুব্রত ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে জমা প্রায় ১৩ কোটি টাকা। ব্যবসা চালাতেন মেয়ে, বয়ান অনুব্রতর। বাবার নির্দেশেই কাজ, বয়ান সুকন্যার, ইডি সূত্রে খবর।
WB News Live Updates: কালিয়াগঞ্জে নিহত রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সঙ্গে দেখা করল জাতীয় এসসি কমিশন
কালিয়াগঞ্জে নিহত রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সঙ্গে দেখা করল জাতীয় এসসি কমিশন
West Bengal News Live: আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত
আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। যা পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকায়। জানালা আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী বুধবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
WB News Live Updates: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ বাঙালি জওয়ান
জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ বাঙালি জওয়ান
শহিদ জওয়ানের নাম সিদ্ধান্ত ছেত্রী
প্যারা কমান্ডো সিদ্ধান্ত দার্জিলিংয়ের পালবাজারের বাসিন্দা
West Bengal News Live: গড়ফায় দিনেদুপুরে ডাকাতি, হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট
গড়ফায় দিনেদুপুরে ডাকাতি। হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট। নগদ ৩০ হাজার টাকা ও গয়না হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের, অভিযোগ গৃহিণীর