WB News LIVE Blog: ৫ বছর পরে অবশেষে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ পর্ষদের
Get the latest West Bengal News and Live Updates: জেলায় জেলায় কোথায় কী ঘটছে? জেনে নিন সমস্ত খবরের আপডেট

Background
কলকাতা: আইনশৃঙ্খলার কথা বলে আজ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্না বন্ধ রাখতে বলল পুলিশ (Kolkata Police)। বারবার একই ঘটনা ? কী করব আজ সিদ্ধান্ত। প্রতিক্রিয়া আন্দোলনকারীদের।
আইনশৃঙ্খলার কারণ তুচ্ছ অজুহাত, ট্যুইট শুভেন্দুর (Suvendu Adhikari)। আন্দোলনকে ভয় পাচ্ছে সরকার, আক্রমণ সুজনের। আন্দোলনকারীদের বিরোধী উস্কানি, প্রতিক্রিয়া শান্তনুর।
শান্তিনিকেতনের পর বালুরঘাট (Balurghat)। শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ। প্রতিবেশী যুবকের বাড়ির পাশ থেকে উদ্ধার দেহ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, আগুন।
অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। ঘুড়ি ছিড়ে দেওয়ায় খুন করে দেহ খালে। গ্রেফতার ৪, জানাল পুলিশ।
গরুপাচার মামলায় দিল্লিতে ইডির জিজ্ঞাসাবাদের পর পুরনো খুনের মামলায় অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ৪ দিনের পুলিশ হেফাজত।
গরুপাচারে অনুব্রতর তথ্যগোপনে গ্রেফতার, দাবি অধীরের। অনুব্রত ঘনিষ্ঠ বলেই আগে গ্রেফতার করেনি রাজ্য পুলিশ, আক্রমণ সুজনের। পুলিশ পুলিশের কাজ করছে, দাবি জয়প্রকাশের।
ফের রক্তাক্ত বীরভূম। পঞ্চায়েত ভোটের আগে বালিঘাটের দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ গেল তরতাজা যুবকের। সিউড়িতে তৃণমূল সমর্থককে কুপিয়ে খুন।
সিউড়িতে কুপিয়ে খুন, রাতভর বোমাবাজি। বোমার শব্দ গেল সিউড়ি সার্কিট হাউসে থাকা মন্ত্রী ফিরহাদ হাকিমের কানেও। (ফিরহাদ - রাতে বোমার শব্দ শুনেছি)
সিউড়িতে খুনের ঘটনায় সরগরম লালমাটির জেলা। গ্রেফতার তৃণমূল নেতা সহ ১৫ জন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মৃতের পরিবারের। (বাইট - আক্রোশে খুন, পুলিশ বারবার কাজলকে ছেড়ে দিচ্ছে)
অন্যায় করলে গ্রেফতার, বার্তা ফিরহাদের। সব সমাজবিরোধীরা তৃণমূলে, কটাক্ষ দিলীপের। শাসকদলের ভাগবাটোয়ার জেরে খুন, আক্রমণ বামেদের।
ফের উত্তর ২৪ পরগনায় বিস্ফোরণ। দেঙ্গায় তৃণমূল নেত্রীর নির্মীয়মান বাড়িতে বোমা বিস্ফোরণ। আহত ২ শ্রমিক, উদ্ধার তাজা বোমা।
পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়ার দাবিদার হওয়ায় ষড়যন্ত্র, অভিযোগ তৃণমূল নেত্রীর স্বামীর। সিপিএমের হয়ে জিতে তৃণমূলকে সমর্থন করেছিলেন, পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
দলে ঝাড়াই-বাছাইয়ের সময় এসেছে। একজনের জন্য যেন দল কালিমালিপ্ত না হয়। মারধর করে পঞ্চায়েত নেওয়া যাবে না। কামারহাটিতে শুদ্ধকরণের বার্তা তৃণমূলের।
মাদক যোগের অভিযোগে পুলিশের বিরুদ্ধে সরব হওয়ার পর এবার আমডাঙায় মাদক বিরোধী মিছিলে তৃণমূল বিধায়ক।
ছয় রাজ্যের সাতটি বিধানসভা উপনির্বাচনে চারটিতে জয়ী বিজেপি। একটি করে আসনে জয়ী টিআরএস, উদ্ধবপন্থী শিবসেনা। বিহারের মোকামা আসন ধরে রাখল আরজেডি।
ত্রিপুরার ধলাইয়ে চারজনকে কুপিয়ে খুন। ৩ জনকে বাড়ির পাশে মাটি চাপা দিয়ে রাখার অভিযোগ। গ্রেফতার নাবালক। মোবাইল গেমে আসক্ত ছিল, দাবি স্থানীয়দের।
বিপজ্জনক ডেঙ্গি। মধ্যমগ্রাম ও নাগেরবাজারে ডেঙ্গির বলি ২। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫০ হাজার, এখনও পর্যন্ত মৃত ৭৫।
বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের হাহাকার। ডেঙ্গি তথ্য গোপন করছে রাজ্য, অভিযোগ বিরোধীদের। মিথ্যা অভিযোগ, পাল্টা সৌগত।
WB News Live Updates: ৫ বছর পরে অবশেষে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ
৫ বছর পরে অবশেষে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ। হাইকোর্টের নির্দেশের জেরে অবশেষে নম্বর প্রকাশ পর্ষদের। ২০১৭-র টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল প্রাথমিক পর্ষদ। চলতি সপ্তাহেই ২০১৪-র টেটের নম্বর প্রকাশের ঘোষণা। ২০১৭-র টেট উত্তীর্ণ ৯ হাজার ৮৯৬জনে নম্বর প্রকাশ।
WB News Live Updates: ভেঙে পড়ল চন্দননগর কোর্টের বারান্দার ছাদের একাংশ
চন্দননগর কোর্টের বারান্দার ছাদের একাংশ ভেঙে পড়ল।বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আদালতে আসা লোকজন,দ্রুত সংস্কারের দাবী আইনজীবীদের।






















