West Bengal News Live: পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪, ঘটনায় চাঞ্চল্য
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
ক্যানিংয়ে ৩জন তৃণমূল (TMC) নেতা খুন! সবজি খেতে কৃষক সেজে অপেক্ষা, বাইক আসতেই গুলি, গলা কেটে খুন করে আততায়ীরা চম্পট। ৪জনকে চিহ্নিত করে তল্লাশি পুলিশের (Police)। এলাকার দখল নিতেই ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুন। টার্গেট ছিল পঞ্চায়েত সদস্য স্বপন, প্রমাণ লোপাটে ২ সঙ্গী খুন, অনুমান পুলিশের। নিরাপত্তাহীনতায় খোদ তৃণমূল বিধায়ক (MLA)।
ক্যানিংয়ে (Canning) ৩ তৃণমূল নেতা খুনে বিজেপির (BJP) হাত দেখছে দাবি তৃণমূলের। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব শুভেন্দুর। কী করছিল পুলিশ? প্রশ্ন সেলিমের।
চলছে অভূতপূর্ব সন্ত্রাস, আতঙ্কে রাজ্যবাসী। তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরেই আক্রমণে রাজ্যপাল। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে হুঁশিয়ারি বনগাঁর বিজেপি (BJP) নেতার। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
কালী-নিয়ে মন্তব্য বিতর্কের মুখেও অনড় মহুয়া। বিজেপিকে চ্যালেঞ্জ। নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।
হিন্দুত্বের ধ্বজাধারী নয় বিজেপি। কালী-মন্তব্য বিতর্কে এবিপি আনন্দে মুখ খুললেন মহুয়া (Mahua Moitra)। বিশ্বাসেই আঘাত তৃণমূল সাংসদের, পাল্টা বিজেপি।
কল্যাণী এইমসে নিয়োগেকাণ্ডে চাকদার বিজেপি বিধায়কের পুত্রবধূকে আজই সিআইডি তলব। সোমবার তলব বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে।
সল্টলেক-যাদবপুর, কসবা থেকে বাগদা। প্রাথমিক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের (CBI) ৬টি টিমের তল্লাশি। মানিকের ২টি বাড়িতে অভিযান।
শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকড়ের সন্ধানে এবার বাগদায় সিবিআই (CBI)। উপেনের সেই রঞ্জন ওরফে চন্দনের বাড়িতে গিয়ে নোটিস। হাজিরার নির্দেশ।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই, ২ জনের মৃত্যু।সংক্রমণের শীর্ষে কলকাতা (Kolkata)। উদ্বেগ বাড়িয়ে ওমিক্রনের (Omicron) নতুন উপ প্রজাতির হদিশ।
মোহনবাগান রত্ন শ্যাম থাপা। ২৯ জুলাই মোহনবাগান দিবসে দেওয়া হবে সম্মান। জীবনকৃতি সম্মান বলাই দে-কে। সেরা ফুটবলার কোলাসো, সেরা ক্রিকেটার প্রিনান দত্ত।
সৌরভের হাফ সেঞ্চুরি। লন্ডনে আগাম জন্মদিনের আয়োজন বিসিসিআইয়ের (BCCI)। হাজির সস্ত্রীক সচিন। একই শহরে জন্মদিন পালন ধোনিরও।
West Bengal News Live: তৈরি হয়ে পড়ে আছে শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। কিন্তু উদ্বোধন হবে কবে?
তৈরি হয়ে পড়ে আছে শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। কিন্তু উদ্বোধন হবে কবে? এখনও উত্তর দিতে পারছেন না মেট্রো রেলের কর্তারা। তাঁরা বসে আছেন রেল বোর্ডের দিন ঘোষণার অপেক্ষায়।
WB News Live: কল্যাণী AIIMS’এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ, সিআইডি তলব
কল্যাণী AIIMS’এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ। হাজিরার জন্য, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ CID’র কাছে ১০ দিন সময় চেয়েছেন বলে সূত্রের খবর। সোমবার তলব করা হয়েছে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে। কোনও চিঠি পাননি, বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।
West Bengal News Live: জলপাইগুড়ির প্রাক্তন সহ সভাপতি-সহ চার নেতাকে সাসপেন্ড করল বিজেপি
জলপাইগুড়ির প্রাক্তন সহ সভাপতি-সহ চার নেতাকে সাসপেন্ড করল বিজেপি। রাজ্য নেতৃত্বের স্বীকৃতি ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ সাসপেন্ডেড নেতার। যদিও এই নিয়ে মন্তব্য করতে চাননি বিজেপির জেলা সভাপতি।
WB News Live: কল্যাণীর এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগ, ভবানীভবনে CID তলবে গড়হাজির চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূ
কল্যাণীর এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূকে ভবানীভবনে তলব CID। কিন্তু, তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, CID’র কাছে ই-মেল করে তিনি ১০ দিন সময় চেয়েছেন। সোমবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে তলব করা হয়েছে।
WB News Live: বিধানসভার কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিজেপির করা আরটিআই নিয়ে ক্ষুব্ধ স্পিকার
বিধানসভার কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিজেপির করা আরটিআই নিয়ে ক্ষুব্ধ স্পিকার । ‘এতে বিধানসভার মর্যাদাহানি হচ্ছে’, ‘বিধানসভায় যাঁদের চাকরি হয়, তাঁদের পুলিশ ভেরিফিকেশন হয়’, ‘কারও নামে অভিযোগ থাকলে তা বাতিলও হয়’, ‘বিধানসভার কর্মীদের নিয়ে অসন্তোষ থাকলে তাঁদের কাছে সুবিধা নেবেন না’। নাম না করে বিরোধী দলনেতাকে বার্তা বিধানসভার স্পিকারের।