WB News LIVE Blog: পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির সংঘাত
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের কোথায় কী ঘটছে, জেন নিন
LIVE
Background
কলকাতা: কাজ হল না আবেদনে। স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআইয়ের জোড়া মামলায় জেলেই পার্থ-অর্পিতা। কল্যাণময়, সুবীরেশ-সহ ৬জনেরও হাজতবাস।
শরীর দিচ্ছে না, আমাকে বাঁচতে দিন। আলিপুর কোর্টে সিবিআইয়ের মামলায় কাতর আবেদন পার্থর। মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নের মুখে।
গ্রেফতারের পরেই সাসপেন্ড, সহকর্মীদের আক্রমণ, তাও দলের সঙ্গে পার্থ। (বাইট...দলের সঙ্গে আছি, একশোবার আছি। সৌগত..দলই তো এখন ওকে স্বীকার করে না। )
নিয়োগ দুর্নীতি পরিকল্পিত অপরাধ। পার্থর জামিনের বিরোধিতায় সওয়াল সিবিআইয়ের। কিছু না পাওয়া যাওয়ার পাল্টা দাবি পার্থর আইনজীবীর।
কতদিন ধরে চলবে তদন্ত? ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। দ্রুত তদন্ত শেষ করতে চাই, ৬ মাস তো লাগবেই, জানালেন তদন্তকারী অফিসার।
আন্দোলন করলেই সবাইকে চাকরি নয়, বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
লালগোলার পর এবার বহরমপুর। চাকরিপ্রার্থীর আত্মহত্যায় বিচার চেয়ে বামেদের এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার।
কাটমানি নিয়ে হিরণের নিশানায় দেব। মন্তব্যে নারাজ দেব।
ভোটের মুখে গুজরাতে মৃত্যু মিছিল। ব্রিজ ভেঙে ১৩৪জনের মৃত্যু। নিহতদের মধ্যে পূর্বস্থলীর তরুণ। আহত শতাধিক। এখনও নিখোঁজ বহু।
মোদির সফরের মধ্যেই ব্রিজ দুর্ঘটনা। অতিরিক্ত টাকায় টিকিট বিক্রির অভিযোগ। রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার ৯।
ভোটের জন্য ফিট সার্টিফিকেট ছাড়াই খোলা হয়েছিল ব্রিজ। অভিযোগ কংগ্রেসের। সিবিআই চায় আপ। জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২ তারিখই দেখা করবেন ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে। ফিরবেন তারপরের দিন।
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত-সহ গ্রেফতার ৩। পুলিশের মদতেই মাদকের রমরমা কারবার, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের।
আজ থেকে দুয়ারে সরকারের ক্যাম্প। চালু হচ্ছে বকেয়া বিদ্যুৎ বিলে ওয়েভার স্কিম। ক্যাম্পে দালাল-রাজ রুখতে পুলিশকে বার্তা নবান্নের।
West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির সংঘাত
পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির সংঘাত। কর্মীদের কথা না শুনলে, মর্যাদা না দিলে ব্লক সভাপতিকে প্রাক্তন করে দেব। দলের বুথ সম্মেলন থেকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের। আনুগত্য, নিষ্ঠা দেখানোয় দল দায়িত্ব দিয়েছে। বিধায়ককে পাল্টা জবাব ব্লক সভাপতির।
WB News Live Updates: পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠক থেকে তৃণমূলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ -এর বিরুদ্ধে
পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠক থেকে তৃণমূলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ -এর বিরুদ্ধে। এ নিয়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই ইস্যুতে আইএসএফ এর পাশেই দাঁড়িয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal News Live: 'চিটিংবাজ'দের ছারপোকার মতো টিপে মারতে মদন মিত্রের ফরমান
‘চিটিংবাজ, ফেরেববাজে চারিদিক ভরে গেছে, ছারপোকার মতো মারুন। একটাও চিটিংবাজকে সমর্থন করবেন না, ছারপোকার মতো টিপে মারুন।’ চিটিংবাজদের ছারপোকার মতো টিপে মারতে মদন মিত্রের ফরমান।
WB News Live Updates: গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে কলকাতার চারটি সংস্থা
গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে কলকাতার চারটি সংস্থা। সিবিআই সূত্রে দাবি, এই সংস্থাগুলি ভুয়ো। গরুপাচারের টাকা এভাবেই লেনদেন হয়ে থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। এই চারটি সংস্থার লেনদেন সংক্রান্ত তথ্য ব্যাঙ্কের কাছ থেকে সংগ্রহ করে তদন্ত শুরু করেছে সিবিআই।
West Bengal News Live: গুজরাতের সেতু দুর্ঘটনায় মৃত হাবিবুল শেখের কফিনবন্দি দেহ ফিরল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাড়িতে
গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত হাবিবুল শেখের কফিনবন্দি দেহ ফিরল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাড়িতে। গুজরাত সরকারের তরফে তরফে সহযোগিতা মেলেনি, ধার করে বিমান ভাড়া মেটাতে হয়েছে বলে দাবি মৃত কিশোরের পরিবারের। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।