![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal News Live Updates: সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
![West Bengal News Live Updates: সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে West Bengal News Live Updates: সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/01/18458975fc4e1c26459a0f719cb680511664634731067229_original.jpg)
Background
WB News Live: সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে
সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী চব্বিশ ঘণ্টায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।
West Bengal News Live: পুজোর শুরুতেই অসুর রূপে দেখা দিল বৃষ্টি!
পুজোর শুরুতেই অসুর রূপে দেখা দিল বৃষ্টি! ষষ্ঠীর সন্ধেয় বিক্ষিপ্ত বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। জল জমে গেল সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিভিন্ন রাস্তায়।
WB News Live: দৃষ্টিকোণ বদলে দেখা কতটা বদলে যায়, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক মণ্ডপজুড়ে সেটাই তুলে ধরেছেন শিল্পী
দৃষ্টিকোণ বদলে দেখা কতটা বদলে যায়, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক মণ্ডপজুড়ে সেটাই তুলে ধরেছেন শিল্পী সুশান্ত পাল। ৫১ বছরে এবার তাঁদের থিম ভিন্ন দৃষ্টিকোণ। কল্পনার সেরা এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক।
West Bengal News Live: নতুন পুজোর অ্যালবামে স্বমহিমায় মদন মিত্র
নতুন পুজোয় অ্যালবামে স্বমহিমায় মদন মিত্র। গানের অ্যালবামে বিভিন্ন মুডে ধরা পড়ল কামারহাটির তৃণমূল বিধায়ককে।
WB News Live: কলকাতার সঙ্গে পুজোর জাঁকজমকে পিছিয়ে নেই জেলাও
কলকাতার সঙ্গে পুজোর জাঁকজমকে পিছিয়ে নেই জেলাও। আলোয় সজ্জায় নজর কাড়ল কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পুজো থেকে খড়গপুরের নেতাজি ব্যায়ামাগারের পুজো।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)