West Bengal News Live Updates: সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম :
- এসএসসি গ্রুপ সি মামলায় তদন্ত শুরুর ৫১দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট। একাধিক ধারায় পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার নাম।
- চার্জশিটে এসএসসির ২ প্রাক্তন কর্তা ছাড়াও অবৈধভাবে চাকরি পাওয়া ১০জনের নাম। সবার যোগসাজসেই অযোগ্যদের চাকরি, দাবি সিবিআইয়ের।
- এসএসসি-আন্দোলনের ৫৬৫ দিন পার। দেবী বোধনের আবহেও অনিশ্চয়তার অন্ধকার! পুজোতেও পথে এসএসসির চাকরিপ্রার্থীরা।
- পুজোয় মানিকের স্বস্তি। গ্রেফতারিতে ১০ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষাকবচ। তদন্তে সহযোগিতার নির্দেশ। পুজোর ছুটির পরে ফের শুনানি।
- নিয়োগ দুর্নীতির কিংপিন মানিক, সুপ্রিম কোর্টে সওয়াল সিবিআইয়ের। কতদিন তদন্ত চলবে? চাই না বছরের পর বছর চলুক, মন্তব্য আদালতের।
- প্রাথমিকের পর এবার পরীক্ষার ৬ বছর পরে উচ্চপ্রাথমিকে ১ হাজার ৫৮৫জনের ইন্টারভিউ। অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু, জানাল এসএসসি।
- পুজোর সময় চাকরিপ্রার্থীদের অবস্থানে হাইকোর্টের অনুমতি। চাকরির জন্য ভিক্ষায় যোগ্যরা, আর পুলিশ আটকাবে, এটা হতে পারে না, মন্তব্য বিচারপতির।
- কেন্দ্রের টাকা তুলে প্রকল্পে বরাদ্দ করছে রাজ্য। আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর। প্রমাণ দিন, পাল্টা সৌগত।
- বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যাকাণ্ড সিবিআই তদন্তেই আস্থা হাইকোর্টের। ডিভিশন বেঞ্চে বহাল সিঙ্গল বেঞ্চের রায়।
- অপেক্ষার অবসান। ষষ্ঠীতেই 5G পেতে চলেছে দেশ। নয়াদিল্লি থেকে পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
WB News Live: সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে
সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী চব্বিশ ঘণ্টায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।
West Bengal News Live: পুজোর শুরুতেই অসুর রূপে দেখা দিল বৃষ্টি!
পুজোর শুরুতেই অসুর রূপে দেখা দিল বৃষ্টি! ষষ্ঠীর সন্ধেয় বিক্ষিপ্ত বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। জল জমে গেল সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিভিন্ন রাস্তায়।
WB News Live: দৃষ্টিকোণ বদলে দেখা কতটা বদলে যায়, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক মণ্ডপজুড়ে সেটাই তুলে ধরেছেন শিল্পী
দৃষ্টিকোণ বদলে দেখা কতটা বদলে যায়, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক মণ্ডপজুড়ে সেটাই তুলে ধরেছেন শিল্পী সুশান্ত পাল। ৫১ বছরে এবার তাঁদের থিম ভিন্ন দৃষ্টিকোণ। কল্পনার সেরা এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক।
West Bengal News Live: নতুন পুজোর অ্যালবামে স্বমহিমায় মদন মিত্র
নতুন পুজোয় অ্যালবামে স্বমহিমায় মদন মিত্র। গানের অ্যালবামে বিভিন্ন মুডে ধরা পড়ল কামারহাটির তৃণমূল বিধায়ককে।
WB News Live: কলকাতার সঙ্গে পুজোর জাঁকজমকে পিছিয়ে নেই জেলাও
কলকাতার সঙ্গে পুজোর জাঁকজমকে পিছিয়ে নেই জেলাও। আলোয় সজ্জায় নজর কাড়ল কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পুজো থেকে খড়গপুরের নেতাজি ব্যায়ামাগারের পুজো।