West Bengal News Live Updates : চাকরির নামে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য
West Bengal News and Live Updates : জেলা থেকে শহরের সব খবর, রাজ্যের সমস্ত আপডেট।
LIVE
Background
দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপনে দণ্ডি কেটে দলবদল। ক্ষোভে ফুঁসছে আদিবাসী সংগঠনগুলি। বিতর্কের মুখে সরানো হল মহিলা তৃণমূলের (TMC) জেলা সভানেত্রীকে। আনা হল আদিবাসী মুখকে।
রাষ্ট্রপতি সুখোই বিমানে চড়ছেন, বালুরঘাটে বিজেপিতে যোগদানের শাস্তি দণ্ডি কাটানো। ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বীরবাহা হাঁসদার প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের (Kunal Ghosh)।
শহিদ মিনারের পর দিল্লি। বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে আজ ও কাল যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের। দিল্লি রওনা আন্দোলনকারীদের।
বিজেপি স্পনশর্ড দিল্লিতে কর্মসূচি। রাজ্যের বকেয়ার কথা কেন্দ্রের কাছে কেন বলছে না ? আক্রমণ কুণালের। কেন্দ্র টাকা দেবে, হিসেব দেবে না কেন ? পাল্টা আন্দোলনকারীরা।
অভিষেকের নির্দেশের পর বকেয়া টাকা আদায়ের দাবিতে নারায়ণগড়ে কেন্দ্রকে চিঠি পাঠানোর কর্মসূচি শুরু। এটাই আন্দোলনের পথ। প্রতিক্রিয়া কুণালের। হিসেব দিলেই মিলবে টাকা, পাল্টা বিজেপি।
রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে রণক্ষেত্র। রিষড়ার পর শিবপুরে হিউম্যান রাইটস ভায়োলেশন কমিটির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা পুলিশের। ১৪৪ ধারা জারি জানিয়ে আটকানো হল দ্বিতীয় হুগলি সেতুতেই।
পুলিশের মদতে শিবপুরে অশান্তি। ওখানে গেলে সব সামনে চলে আসবে, দাবি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। পুলিশ (Police) বেশ করেছে। মুঙ্গের থেকে অস্ত্র এসেছিল, সেখানে যায়নি কেন ? পাল্টা কুণাল।
শান্তি ফেরতে কোন্নগরে বিমান-সেলিমের নেতৃত্বে মিছিল। শ্রীরামপুরে দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা বিজেপি নেতা প্রণয় রায়কে। ১৪৪ ধারা মানুন, পাল্টা তৃণমূল।
সিপিএম সায়েন্টিফিক্যালি চুরি করত। চাকরির বদলে পার্টিকে কমিশন। নিয়োগে দুর্নীতি নিয়ে এবার পাল্টা বামেদের আক্রমণ শোভনদেবের। তথ্য থাকলে আইনি পথে হাঁটুন, পাল্টা বিকাশ।
এবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নির্বাচনী কেন্দ্রে ফুটপাতের দোকানে চুড়িদারের প্যাকেটে মিলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট। খতিয়ে দেখা হচ্ছে, প্রতিক্রিয়া কর্তৃপক্ষের।
অনুব্রতহীন বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নিশানা শুভেন্দুর।
পাঁচদিন পর কিছুটা শিথিল আন্দোলন। পশ্চিম মেদিনীপুরের কুস্তাউর, খেমাশুলি, পুরুলিয়ার কোটশিলাতে আংশিক ছাড় কুড়মিদের। গড়াল রেলের চাকা, চলল গাড়ি।
৫ দিনে বাতিল ৫০০ ট্রেন। খেমাশুলিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ। প্ল্যাটফর্মে টহল পুলিশের। সদিচ্ছা নেই রাজ্যের, কটাক্ষ দিলীপের। আন্দোলন করুন, অবরোধ নয়, পাল্টা তৃণমূল।
ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে জীবিত সদ্যোজাতকে মৃত বলে ডেথ সার্টিফিকেট। শেষকৃত্য সম্পন্নের সময় প্রাণের স্পন্দন পেয়ে আইসিইউতে আনলেও হল না শেষরক্ষা।
হাসপাতালে শিশুটিকে যখন আনা হয়, দেহে প্রাণ ছিল। মানলেন হাসপাতাল সুপার। অমানবিক চিকিৎসা বিভাগ, আক্রমণ বিজেপির। তদন্ত করে দেখতে হবে, প্রতিক্রিয়া তৃণমূলের।
পঞ্চায়েত ভোটের আগে চিকিৎসকদের সরকারি প্রকল্পের প্রচারে আহ্বান নির্মল মাঝির। আশা করি তাঁরা মেরুদণ্ড বিক্রি করবেন না, কটাক্ষ বিজেপির।
বর্ধিত পার্কিং ফি বিতর্কের পর এবার আবেগপ্রবণ ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, আমার বয়স হয়ে গিয়েছে, মানুষ আসবে, মানুষ যাবে, উন্নয়ন থাকবে।
স্ট্র্যান্ড রোড এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ। খাস কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ। আশঙ্কাজনক ১। সিসি ক্যামেরার (CCTV Camera) ফুটেজ দেখে তদন্তে পুলিশ।
চৈত্রের চাঁদিফাটা গরম থেকে রেহাই নেই। কাল থেকে আরও বাড়বে তাপমাত্রা। পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা নেই। একাধিক জেলায় তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা।
West Bengal News Live Updates :জমি অধিগ্রহণ ও উচ্ছেদ রুখতে রাজভবন অভিযানের ডাক দিয়েছে দেউচা-পাচামির 'আদিবাসী অধিকার মহাসভা'
জমি অধিগ্রহণ ও উচ্ছেদ রুখতে রাজভবন অভিযানের ডাক দিয়েছে দেউচা-পাচামির 'আদিবাসী অধিকার মহাসভা'।
WB News Live :আজ ফের গেরুয়া শিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিহারের মুঙ্গের থেকে লোক ও অস্ত্র নিয়ে এসে রামনবমীতে অশান্তি করিয়েছে বিজেপি। আজ ফের গেরুয়া শিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একটা ধর্মীয় মিছিলে কেন অস্ত্র, বুলডোজার--এসব কেন থাকবে? প্রশ্ন তোলেন তিনি।
West Bengal News Live Updates :বামেদের শান্তি মিছিল ঘিরে তুলকালাম হাওড়ার সালকিয়ায়
বামেদের শান্তি মিছিল ঘিরে তুলকালাম হাওড়ার সালকিয়ায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাম নেতা-কর্মীদের। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গেলেন মহম্মদ সেলিম।
WB News Live :তীব্র আক্রমণের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া একটাই, আইনগত ভাবে নির্বাচন কমিশনকে জবাব দেবে দল
তীব্র আক্রমণের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া একটাই, আইনগত ভাবে নির্বাচন কমিশনকে জবাব দেবে দল।
West Bengal News Live Updates :জাতীয় দলের তকমা খোয়ানোয় তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
জাতীয় দলের তকমা খোয়ানোয় তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের