West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল, নিহত ছাত্রের বাবার সঙ্গে কথা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
পঞ্চায়েতের (Panchayat Election) রাশ হাতে রাখতে দলের জয়ী প্রার্থীদেরই তৃণমূলের (TMC) অপহরণ? খণ্ডঘোষ থেকে গোসাবা ধাওয়া করে ছিনতাইয়ের অভিযোগ। উদ্ধার ৭, খোঁজ নেই ৫জনের!
প্রধান হতে ১০ লক্ষ! দলেরই নেতার বিরুদ্ধে টাকা দিয়েও পদ না পাওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্যের। মিথ্যে কথা, সুদে ধার নেওয়া টাকা, পাল্টা দাবি অভিযুক্তের।
মনোনয়নের প্রথম দিনে খুন, বোর্ড গঠনের দিনেও খড়গ্রামে (Murshidabad) খুন! কংগ্রেস থেকে তৃণমূলে আসা পঞ্চায়েত সদস্যের ছেলে খুন। তৃণমূলের বিজয় মিছিল থেকেই হামলা।
পঞ্চায়েতের বোর্ড (Panchayat Board) গঠন ঘিরে রণক্ষেত্র তমলুক। তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তুমুল ইটবৃষ্টি। ঝরল রক্ত। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের।
তৃণমূলকে রুখতে এককাট্টা বাম (CPIM)-বিজেপি। মহিষাদলের গ্রাম পঞ্চায়েত দখল। উল্টো ছবি কোলাঘাটে, সিপিআইয়ের হাত ধরে পঞ্চায়েতের বোর্ড গঠন তৃণমূলের।
বোর্ড গঠনের আগে হামলার আশঙ্কা। এবার নদিয়ার (Nadia) ৭০ বিরোধী প্রার্থীকে সুরক্ষার নির্দেশ হাইকোর্টে (High Court)। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে নিখোঁজ প্রার্থীর হাজিরা। হামলার আশঙ্কা, কোর্টের সুরক্ষা
বিজেপিকে হারাতে জাতীয় স্তরে জোট, মমতার নিশানায় বঙ্গ বাম-কংগ্রেস। বিজেপির দোসর বলে কটাক্ষ।
আতাঁতের অভিযোগে মমতার (Mamata Banerjee) আক্রমণ। পাল্টা জবাব বাম-বিজেপির।
উপাচার্য নিয়োগ ইস্যুতে এবার রাজ্যপালকে (Governor) বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'বিজেপির দালালি করছেন, ভোটে জিতে আসুন', খোঁচা মমতার।
ভোটের জন্য আদিবাসীদের সর্বনাশ করেছেন মুখ্যমন্ত্রী। পিংবনির সভা থেকে আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)। বাংলায় আরও একটা হুল আন্দোলনের ডাক।
পুরোপুরি সংক্রমণমুক্ত। সব রিপোর্ট সন্তোষজনক। ১২দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আপাতত থাকবেন হোম কেয়ারে।
WB News Live: রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে কী খবর
রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের যে সব সরকারি, বেসরকারি মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি এ রাজ্যে নথিভুক্ত হয়, সেই সব প্রতিষ্ঠান পরিদর্শন করবে কাউন্সিলের ৩ থেকে ৫ সদস্যের একটি দল।
WB News Live Updates: রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল
এবার থেকে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও আরও উন্নত করতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে, WBMC-র তরফে।
West Bengal News Live Updates: উদয়ন গুহর গাড়ির সামনে বোমাবাজির অভিযোগ
দিনহাটায় উদয়ন গুহর গাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। সালমারা থেকে ফেরার সময় গাড়ির সামনে 'বোমাবাজি'।
WB News Live: বোর্ড গঠনের আগে সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ
বোর্ড গঠনের আগে সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ, রণক্ষেত্র গাজোল।
WB News Live: বোর্ড গঠনের চব্বিশ ঘন্টা আগে বদলে গেল সমীকরণ
বোর্ড গঠনের চব্বিশ ঘন্টা আগে বদলে গেল সমীকরণ, কংগ্রেস এবং সিপিআইএম থেকে তৃণমূলে যোগ দিল জয়ী সাত প্রার্থী।
পঞ্চায়েত গঠনের প্রস্তুতি নিচ্ছিল কংগ্রেস এবং সিপিআইএম জোট।কিন্তু বোর্ড গঠনের ঠিক ২৪ ঘন্টা আগে ঘুরে গেল খেলা। চাঁচল ২ নং ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা।