West Bengal News: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মোবাইল ফোন চুরি
West Bengal News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর ।
LIVE
Background
- দিনের পর দিন শেখ শাহাজাহান-বাহিনীর অত্যাচার, কিছুই করেনি পুলিশ! সন্দেশখালিতে থানার সামনে লাঠি হাতে মহিলাদের জমায়েত।
- ফুঁসছে সন্দেশখালি, পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে পুলিশের বিশাল বাহিনী, এলাকায় টহল রাফের। দোষীরা শাস্তি পাবে, জানাল রাজ্য সরকার।
- শেখ শাহজাহান-হীন সন্দেশখালিতে রুখে দাঁড়াচ্ছেন গ্রামবাসীরা। বিক্ষোভ নিয়ে তৃণমূলেই বিভাজন!
- ২দিন বেশি সময় ধরে রণক্ষেত্র সন্দেশখালি। নেপথ্যে চক্রান্ত দেখছে তৃণমূল।
- সন্দেশখালিকাণ্ডে কেন্দ্রের হস্তক্ষেপ চায় বিজেপি। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অমিত শাহকে সুকান্তর চিঠি। সন্ত্রাস রুখতে পদক্ষেপের আর্জি।
- ৩৫দিন পার, এখনও ফেরার শেখ শাহজাহান। শিবু-উত্তমকেও কেন ছাড়? বিক্ষোভের ঘটনায় গ্রামবাসীদের গ্রেফতারে প্রশ্ন বিক্ষোভকারীদের।
West Bengal News Live: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মোবাইল ফোন চুরি
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মোবাইল ফোন চুরি। বেহালার বাড়ি থেকে খোয়া গেছে লক্ষাধিক টাকার মোবাইল ফোন। ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মোবাইল ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য রয়েছে।
WB News: সন্দেশখালির প্রসঙ্গ বিধানসভায় তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল
সন্দেশখালির আঁচ কলকাতায়। আজ সন্দেশখালির প্রসঙ্গ বিধানসভায় তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাল্টা, জবাব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান বিজেপি বিধায়করা। রাজ্যপালকে কার্যত সময়সীমা বেঁধে দেন শুভেন্দু অধিকারী। সোমবার, সন্দেশখালি যাবেন বিজেপি বিধায়করা।
West Bengal News Live: অবশেষে গ্রেফতার সন্দেশখালির উত্তম সর্দার
অবশেষে গ্রেফতার সন্দেশখালির উত্তম সর্দার। দল থেকে সাসপেনশনের পরেই গ্রেফতার উত্তম সর্দার। গ্রেফতার জেলা পরিষদের সদস্য, সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। ৩৬ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান, গ্রেফতার ঘনিষ্ঠ উত্তম সর্দার।
WB News: মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পর ভোটে দাঁড়াতে রাজি দেব?
মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পর ভোটে দাঁড়াতে রাজি দেব? 'আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না', মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদ দেবের।
West Bengal News Live: তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ফের তলব করল ED
সোমবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। প্রসঙ্গত, এদিনই ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল নেতার আগাম জামিনের মামলার শুনানি রয়েছে।