West Bengal News Live : অভিষেকের আপ্ত সহায়ক পরিচয়ে 'প্রতারণার চেষ্টা'
জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর সবার আগে।
LIVE
Background
প্রথম দিনই ঝরল প্রাণ : পঞ্চায়েতের ( Panchayat Poll ) মনোনয়নের প্রথম দিনেই ঝরল প্রাণ! মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে ( Congress ) গুলি করে খুন। জখম আরও ৪। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অস্বীকার শাসক দলের।
মনোনয়নে শীর্ষে বিজেপি : মনোনয়ন পর্বের প্রথম দিন সবথেকে বেশি আসনে মনোনয়ন জমা বিজেপির ( BJP ) , তৃতীয় স্থানে তৃণমূল। অনুব্রতহীন বীরভূমে একটি আসনে মনোনয়ন জমা দেয়নি শাসক দল, শীর্ষে বিজেপি।
'মনোনয়নের সময় পর্যাপ্ত নয়' : পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়। রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, পর্যবেক্ষণ হাইকোর্টের ( Calcutta High Court ) । 'রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে' এ-বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে রাজ্য, নির্দেশ আদালতের।
আদালতে অনলাইন-সওয়াল : অনলাইনে মনোনয়নের জন্য আদালতে সওয়াল বিজেপির। প্রযুক্তি ব্যবহারে অ্যালার্জি থাকলে হবে না, দৃষ্টান্ত স্থাপন করুক রাজ্য। প্রধান বিচারপতি কেন্দ্রকে আইন পরিবর্তনের সুপারিশ করুক, সওয়াল রাজ্যের।
মনোনয়নপত্র না পেয়ে বিক্ষোভ : মনোনয়নপর্বের প্রথম দিনেই দিকে দিকে অশান্তি। মনোনয়নপত্র না পেয়ে রাস্তায় নামলেন বিজেপি সাংসদ। বাঁকুড়ার ইন্দাসে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন সৌমিত্র খাঁ।
রণক্ষেত্র রানিনগর : মনোনয়ন তুলতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে রণক্ষেত্র রানিনগর। মুর্শিদাবাদের রানিনগরে মনোনয়ন তুলতে সিপিএমকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সালারে ধুন্ধুমার : মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। ভরতপুরের মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ । ব্লক সভাপতির অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে
পাল্টা ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিধায়ক অনুগামীদের। দু-পক্ষের সংঘর্ষে আহত ৮ ।
রাহুলের পাল্টা জবাব : মনোনয়নপত্র তোলার জন্য বিজেপি প্রার্থীকে ১০ জন করে সিআরপিএফ দিতে হবে। গর্তে লুকিয়ে থাকতে হবে, হুঁশিয়ারি মদনের। গুন্ডাতন্ত্র কায়েম করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি রাহুল সিন্হার।
দিলীপ বনাম চন্দ্রিমা : মনোনয়নের সময় তৃণমূল গন্ডগোল পাকালে, হাসপাতালের বেড তৈরি রাখুন, হুঁশিয়ারি দিলীপের।
আইএসএফে অনীহা? : সাগরদিঘির পর পঞ্চায়েত ভোটেও বামেদের সঙ্গে জোট বেঁধে লড়তে নির্দেশ জেলা নেতৃত্বকে, জানালেন অধীর। আইএসএফের সঙ্গে জোট প্রসঙ্গে নীরব প্রদেশ কংগ্রেস সভাপতি।
ফিরে পাওয়া জাতীয় প্রতীক : পঞ্চায়েত ভোটের আইন অনুযায়ী CPI ও RSP ফিরে পেল জাতীয় প্রতীক। জাতীয় দলের তকমা যাওয়া সত্ত্বেও আঞ্চলিক দল হিসেবে প্রতীক ফিরে পেল ২ দল। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনে এসে ২ দল প্রতীকের জন্য আবেদন জানায়।
পুলিশ কর্মীদের ছুটি বাতিল : পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি। আজ থেকে রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল। ভোট শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মীদের শুধুমাত্র জরুরি কারণেই ছুটি বিবেচনা করা যেতে পারে। প্রতিটি জেলার পুলিশ-প্রশাসনকে চিঠি দিয়ে জানালেন অ্যাডিশনাল ডিজিপি (আইনশৃঙ্খলা)।
WB News Live: অভিষেকের আপ্ত সহায়ক পরিচয়ে 'প্রতারণার চেষ্টা'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক পরিচয়ে 'প্রতারণার চেষ্টা'। খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ফোন করে 'হুমকি'। 'টেন্ডার বাবদ ৫ কোটি ৮৮ লক্ষ টাকা চেয়ে পূর্ব রেলের জিএমকে ফোন। টাকা না দিলে ফল ভুগতে হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ । হেয়ার স্ট্রিটে পূর্ব রেলের জিএমের অভিযোগ, ২জন গ্রেফতার । হরিদেবপুর থেকে ধৃত অভিযুক্ত বিভাস সরকার, সঙ্গীও গ্রেফতার।
WB News Live Updates : বিস্ফোরক অভিযোগ কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই
'বিজেপিতে যোগ দিতে হবে, না হলে যেতে হবে জেলে', বিস্ফোরক অভিযোগ কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। দীর্ঘদিন ফেরার কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। কোথায় আছেন বিনয়, জানেন না বলে দাবি বিকাশের।
WB News Live: লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল
খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল। খড়গপুর স্টেশন ঢোকার মুখে মেদিনীপুর-হাওড়া লোকাল বেলাইন। লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি বগি। পৌনে ৯টা নাগাদ হঠাৎ বেলাইন লোকাল, যাত্রীদের মধ্যে আতঙ্ক। কীভাবে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল? এখনও ধোঁয়াশা।
WB News Live Updates :সিপিএম প্রার্থীকে মনোনয়ন জমা দিতে 'বাধা'
বারাবনিতে সিপিএম প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিডিও অফিসে ঢুকতে গেলে তাড়া করে মারধরের অভিযোগ।
WB News Live: ট্যুইটে চাঞ্চল্যকর দাবি সুকান্তর; পাল্টা অরূপের
পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের। একটি পোস্টারের ছবি পোস্ট করে রাজ্য বিজেপির সভাপতি ট্যুইট করেছে, 'পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে। খুন করা, বোমা-গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, কোনও বিজেপি-আরএসএস এখানে থাকবে না। কোনও বিজেপি প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। কথা না শুনলে মাথা কাটা যাবে, মুণ্ড নিয়ে ফুটবল খেলা হবে।' হুমকি-পোস্টারের ছবি পোস্ট করে ট্যুইট করেন সুকান্ত মজুমদার।