West Bengal News Live Updates: বালির নিশ্চিন্দার দুর্গাপুরে পারিবারিক বিবাদ পরিণত হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

Background
কলকাতা: কামদুনিকাণ্ডে (Kamduni Case) কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt ) রায়ে এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার রাতেই জেল থেকে মুক্তি পেলেন কামদুনিকাণ্ডের ৪ অভিযুক্ত। সূত্রের খবর, কামদুনি মামলায় নির্যাতিতার পরিবার যাতে সুবিচার পায়, সেজন্য় আইনজীবীদের সঙ্গে ব্য়ক্তিগতভাবে যোগাযোগ রাখছেন মুখ্য়মন্ত্রী। কামদুনির পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সুবিচারের দাবিতে আজ কামদুনিতে মিছিল করবে বিজেপি মহিলা মোর্চা।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য ঘিরে বিতর্ক। ধরনা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ। বারাসাতের তৃণমূল সাংসদের। দলীয় নেতৃত্বকে খুশি করতেই এমন ভাষার প্রয়োগ বলে সোশাল মিডিয়ায় পাল্টা শুভেন্দু অধিকারী।
বকেয়া DA, শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে কাল এবং বুধবার রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। এনিয়ে পঞ্চমবার কর্মবিরতির ডাক দেওয়া হল। DA-র দাবিতে ২৫৬ দিন ধরে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে, DA-সহ একগুচ্ছ দাবিতে আজ ধর্মতলা থেকে হাজরা পর্যন্ত মিছিল করে কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে যুক্ত মঞ্চ।
যাঁদের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে, তাঁরা কোনও ভাতা বা সুযোগ সুবিধা পাবেন না, উপাচার্য নিয়োগ মামলায় শুক্রবার এমনই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত বলেন, উপাচার্য নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি। তাই, রায়ে কী আছে তা না জেনেই, এনিয়ে কোনও কথা বলা ঠিক হবে না।
বিপর্যস্ত সিকিম। এই অবস্থায়, পুজোর মুখে অনেকেই বাতিল করছেন ছুটির প্ল্যান। কিছু ক্ষেত্রে অগ্রিমও ফেরত দিয়ে দিতে হচ্ছে। ফলে, ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের।
WB News LIVE Updates: সকাল গড়িয়ে রাত, দশ ঘণ্টা পার, সল্টলেকে এখনও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ার অভিযোগে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভ। করুণাময়ী থেকে এপিসি ভবনে যাওয়ার আগেই পুলিশের বাধা।
West Bengal News LIVE Updates: সকাল গড়িয়ে রাত, দশ ঘণ্টা পার, সল্টলেকে এখনও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
সকাল গড়িয়ে রাত, দশ ঘণ্টা পার, সল্টলেকে এখনও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। এপিসি ভবনে যাওয়ার আগেই পুলিশের বাধা, চাকরিপ্রার্থীদের টানা বিক্ষোভ।






















