West Bengal News Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু, গ্রেফতার এক প্রাক্তনী
জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।
LIVE
Background
দলবদলে ঘুরল খেলা : পঞ্চায়েতে বোর্ড (Panchayat Board) গঠনের আগে মালদার চাঁচলে দলবদল। কংগ্রেস ও সিপিএম থেকে তৃণমূলে (TMC) যোগ দিল ৭ জয়ী প্রার্থী।ধানগাড়া পঞ্চায়েতে (Panchayat) ২৩ টি আসনের ১১ টিতে জয়ী হয় কংগ্রেস, ২ টিতে সিপিএম, ১ টিতে জেতে কংগ্রেস সমর্থিত নির্দল। ৯ টি আসন যায় তৃণমূলের দখলে। এই যোগদানে বোর্ড গঠনের দৌড়ে এগিয়ে গেল তৃণমূল।
ট্রেনে উদ্ধার বিপুল অস্ত্র : এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সাঁইথিয়ায় শিয়ালদাগামী ট্রেনের জেনারেল কামরায় ২টি ব্যাগ উদ্ধার করে জিআরপি। সেই ব্যাগেই মেলে ১২টি আগ্নেয়াস্ত্র। রেল পুলিশের অনুমান, ঝাড়খণ্ড থেকে অস্ত্রগুলি আনা হচ্ছিল। কোথায় পাচারের ছক ছিল, শুরু হয়েছে তদন্ত।
অস্ত্রের চোরাচালান বানচাল : ঘোজাডাঙা সীমান্তে অস্ত্রের চোরাচালান বানচাল করল বিএসএফ। উদ্ধার হয়েছে ৪ টি এয়ার রাইফেল ও ১ টি দেশীয় পিস্তল। সূত্রের খবর, ৩জনকে সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। জওয়ান তাদের তাড়া করলে । একটি ব্যাগ ফেলে পালায়। অস্ত্রগুলিকে বাংলাদেশে পাচারের ছক ছিল বলে সূত্রের খবর।
এএসআইয়ের রহস্যমৃত্যু : ব্যারাকপুর পুলিশ লাইনে এএসআইয়ের রহস্যমৃত্যু। নিজের কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ওই পুলিশ আধিকারিকের দেহ। টিটাগড় থানার এএসআই থাকার সময় ক্লোজ। কীভাবে মৃত্যু শুভেন্দু কুমার ঘোষের? তদন্তে পুলিশ।
তৃণমূলের অফিস ভাঙচুর : তুফানগঞ্জে তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বারোকোদালি ২ নং গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি। এরপরই পার্টি অফিসে ভাঙচুর। অভিযোগ অস্বীকার করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে গেরুয়া শিবির।
বিজেপির বিক্ষোভ: তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরন-ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তেজনা। বিজেপির অভিযোগ, তাদের প্রধান নির্বাচন হওয়ার পর শংসাপত্র না দিয়েই বেরিয়ে যাচ্ছিলেন বিডিও। প্রতিবাদে বিডিও অফিসের সামনে বিজেপির বিক্ষোভ।
তৃণমূলের পেটে সার্টিফিকেট? : হাবড়ায় সিপিএম প্রার্থীর পক্ষে ভোট পড়া ব্য়ালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এবার রায়গঞ্জে, বিজেপির প্রধানের জয়ী সার্টিফিকেট খেয়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
ব্যর্থ 'অপারেশন-অপহরণ' : কাজে এল না 'অপহরণ-শাসানির' দাওয়াই। তৃণমূলকে রুখে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে বোর্ড গড়ল বিরোধীরাই। প্রধানের পদ পেল বিজেপি, উপপ্রধান পদ সিপিএমের।
বোর্ড গঠনে 'রামধনু' ফর্মুলা : খোদ শুভেনদু অধিকারীর জেলাতেই বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গড়তে হাত মেলাল তৃণমূল ও বিজেপি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মহম্মদপুর পঞ্চায়েতে বিজেপির সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল! ঘটনার নেপথ্যে ফের প্রকাশ্যে চলে এল শাসকের কোন্দল।
West Bengal News Live: ক্যাম্পাসে সন্ত্রাস থামাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে কমিটি গঠন রাজ্যপালের
ক্যাম্পাসে সন্ত্রাস থামাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে কমিটি গঠন রাজ্যপালের। বিশ্ববিদ্যালয় রাজ্যপালের নিয়ন্ত্রণে, ব্যর্থতা রাজ্যপালের, আক্রমণ শিক্ষামন্ত্রীর।
WB News Live Updates: ছেলেকে উত্যক্ত করা হত, অভিযোগ স্বপ্নদীপের বাবার
ছেলেকে উত্যক্ত করা হত, অভিযোগ স্বপ্নদীপের বাবার। মৃত্যুর নেপথ্যে একাধিক জনের যোগ, অনুমান পুলিশের। রাতভর হস্টেলের ১২ জনকে জিজ্ঞাসাবাদ।
West Bengal News Live: ছাত্রমৃত্যুতে খুনের মামলা রুজু পুলিশের
ছাত্রমৃত্যুতে খুনের মামলা রুজু পুলিশের। যোগ সম্মিলিত অপরাধের ধারাও। অবশেষে হস্টেলে প্রাক্তনী ও বহিরাগতদের প্রবেশ নিষেধ। প্রথম বর্ষের পড়ুয়াদের স্থানান্তর অন্য হস্টেলে।
WB News Live Updates: পুরুলিয়ার ঝালদায় বোর্ড গঠন করল তৃণমূল
বোর্ড গঠনের কথা ছিল বিরোধীদের! কিন্তু দলবদল আর সমর্থনের গেরোয় বদলে গেল সমীকরণ! ১১টির মধ্য়ে ৩টি আসন পেয়ে পুরুলিয়ার ঝালদায় বোর্ড গঠন করল তৃণমূল! এদিকে ৫ টা আসন পেয়েও বোর্ড গঠন করতে পারল না কংগ্রেস। এনিয়ে কংগ্রেস নেতার গলায় ঝরে পড়েছে ক্ষোভ।
West Bengal News Live: নাইট্রোজেন ভূগর্ভে ঢুকিয়ে ফ্রিজ করে দেওয়া হবে নির্দিষ্ট অংশের ভূগর্ভস্থ জল
মেট্রোর কাজের জেরে বউবাজারের বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে এবার তরল নাইট্রোজেন ভূগর্ভে ঢুকিয়ে ফ্রিজ করে দেওয়া হবে নির্দিষ্ট অংশের ভূগর্ভস্থ জল। যে প্রযুক্তির নাম গ্রাউন্ড ফ্রস্ট। কেএমআরসিএল সূত্রে খবর, চলতি মাসের শেষেই এই কাজ শুরু করা হতে পারে।