West Bengal News Live: নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বৃহস্পতিবার (Thursday) আমতায় (Amta) নিহত ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) বাবার সঙ্গে দেখা করলেন, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। আনিস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি, হাওড়ার (Howrah) পাঁচলায় বিক্ষোভ দেখানোয় গ্রেফতার হয়েছিলেন মীনাক্ষী-সহ ১৬ জন বাম যুব নেতাকর্মী। মঙ্গলবার মুক্তি পান তাঁরা। তবে আন্দোলন চলবে। আনিসের বাবার সঙ্গে দেখা করার পর জানালেন মীনাক্ষী।
বারাণসী থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনায়, এবার জল গড়াল আদালত পর্যন্ত। এখনও পর্যন্ত তদন্ত শুরু করেনি পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ২০১৬ সালেও একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন বিমানবন্দর থানায় FIR দায়ের করা হয়েছিল। কিন্তু আজও তার তদন্ত করেনি রাজ্য পুলিশ। তাই এবারের ঘটনার প্রকৃত তদন্তে আদালতের হস্তক্ষেপের দাবি তুলেছেন মামলাকারী।
হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের ঘটনায় ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার ১। ধৃতের নাম কুন্দন কুমার। পুলিশ সূত্রে খবর, বাপ্পা ভট্টাচার্যকে খুনের পরিকল্পনা করেছিল সে।খুনের নেপথ্যে টাকা পয়সা সংক্রান্তের বিবাদ থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
SLST-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, হাইকোর্টে হাজিরা দিলেন SSC-র প্রাক্তন উপদেষ্টার চিকিৎসক। মেডিক্যাল সার্টিফিকেট খতিয়ে দেখার পর, শুক্রবার SSC-র প্রাক্তন উপদেষ্টাকে ফের হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি।
মদন মিত্রর ভোকাল কর্ডে টিউমার অপারেশন সফল হয়েছে বলে জানালেন চিকিত্সকরা। তবে ১০ দিন কোনও কথা বলতে পারবেন না কামারহাটির তৃণমূল বিধায়ক। আপাতত লিখেই মনের কথা বোঝাচ্ছেন মদন মিত্র। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ৪-৫দিন তাঁকে ভর্তি থাকতে হবে এসএসকেএমেই।
WB News Live Updates: ইসলামপুরে হচ্ছে সাইবার ক্রাইম থানা
সাইবার অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সেখানকার পুলিশ জেলায় চালু হচ্ছে সাইবার ক্রাইম থানা। চলতি মাসেই থানাটি চালু করার ব্যবস্থা হচ্ছে।
West Bengal News Live Updates: উত্তরবঙ্গে ফের গ্রেফতার চোরাশিকারী
উত্তরবঙ্গে ফের গ্রেফতার চোরাশিকারী। এবার চিতাবাঘের চামড়া ও নখ সহ তিনজনকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল ও ঘোষপুকুর বন দফতর।
WB News Live Updates: কে হবেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান?
১৭ বছরের পুরপ্রধান। তবে এবার পুরভোটে দাঁড়াননি দলের নীতি মেনে। পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উত্তরসূরি কে? কাকে দায়িত্ব দেবে দল? জল্পনায় ভাসছে একাধিক নাম। সমান তালে চলছে রাজনৈতিক তরজাও।
West Bengal News Live Updates: যানজটের জ্বালায় নাজেহাল শিলিগুড়িবাসী
দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় ভুগছেন শিলিগুড়িবাসী। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী বারবার যানজট সমস্যা সমাধানের কথা বললেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ বিজেপির। সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
WB News Live Updates: উদয়ন গুহর বিরুদ্ধে সরব দলীয় নেতা
কোচবিহারের দিনহাটা পুরসভা তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পর দলীয় বিধায়কের বিরুদ্ধে সরব হলেন সতীর্থ প্রাক্তন কাউন্সিলর। উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন জয়দীপ ঘোষ। তৃণমূল জেলা নেতৃত্ব যদিও বিষয়টি ভালভাবে নেয়নি। তবে এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে চাড়েনি বিজেপি।