West Bengal News Live Updates: খাস কলকাতায় মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন।
LIVE
Background
বিচারের দাবিতে কলকাতায় আছড়ে পড়ল প্রতিবাদ (West Bengal News)। বিশিষ্টদের সঙ্গে পতাকা সরিয়ে পথে নামল বাম-কংগ্রেসও। কামদুনিতে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মহামিছিল (West Bengal News Live Updates)। তদন্তে গাফিলতির অভিযোগে ফের পথে নামল কামদুনি। বিজেপির মিছিলের আগেই তৃণমূলের পতাকায় মুড়ল কামদুনি (West Begal News Live Blog)। শাসকের বিজয় সমাবেশ, কটাক্ষ শুভেন্দুর। পাল্টা দ্বিচারিতার অভিযোগে আক্রমণে জয়প্রকাশ। অভিযুক্তদের বাড়ির সামনে পুলিশ, আর আতঙ্কে নির্যাতিতার পরিবার, আক্রমণে শুভেন্দু। বিচারের দাবিতে কামদুনির তেইশের মিছিলে দেখা নেই তেরোয় পা মেলানো অধিকাংশ বিশিষ্টকেই।
১০০ দিনের কাজের টাকা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কোনও ক্ষেত্রে ভুল থাকতে পারে, মানল রাজ্য। দুর্নীতির অভিযোগে পাল্টা সিবিআইয়ের সওয়াল কেন্দ্রের।
৫৪ হাজার কোটির অডিট কোথায়? আর্থিক দুর্নীতি হলে সিবিআই হোক, হাইকোর্টে দাবি কেন্দ্রের। দিনের শেষে বলতে হবে মানুষেরই কথা, পাল্টা রাজ্য। সোমবার শুনানি।
রাজ্য-রাজ্যপাল সম্পর্কে কী নতুন সমীকরণ? জল্পনা বাড়িয়ে তৃণমূলের সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লি গিয়ে শাহ-সাক্ষাতে বোস। পাল্টা কৃতজ্ঞতা জানালেন অভিষেক।
অভিষেকের সঙ্গে সাক্ষাতের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপাল। ১০০দিনের কাজের বকেয়ার দাবিতে তৃণমূলের ধর্না নিয়ে রিপোর্ট পেশ। জানালেন আইনশৃঙ্খলা পরিস্থিতিও।
১০০ দিনের বকেয়া টাকা নিয়ে সংঘাতের মধ্যেই এবার দিনহাটায় বিজেপি নেতার গাড়িতে হামলা। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ভাঙচুর, পাল্টা দাবি তৃণমূলের।
অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেকে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার! দুপুর থেকে রাত পর্যন্ত করুণাময়ীতেই আন্দোলনকারীদের অবস্থান।
২০১৬, ২০২০-র প্রাথমিকে নিয়োগের প্যানেল ফের প্রকাশ করতে হবে পর্ষদকে। তদন্ত কবে শেষ, কেউ জানে না। কীভাবে বঞ্চিতদের সুযোগ, ভাবতে হবে, মন্তব্য হাইকোর্টের।
হাইকোর্টের সময়সীমা শেষের আগেই ইডির কাছে জমা পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি। বুধবার থেকে খতিয়ে দেখা হবে, খবর এজেন্সি সূত্রে।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসিকে কালো পতাকা। উপাচার্যর ঘরে গিয়ে বিক্ষোভ টিএমসিপি-র।
বকেয়া DA-সহ চার দফা দাবিতে রাজ্যজুড়ে ২ দিনের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চর। অবস্থান-বিক্ষোভ পা দিল ২৫৭ দিনে।
তৃণমূলের সঙ্গে তৃণমূল দ্বন্দ্বে রণক্ষেত্র বালি। পারিবারিক বিবাদের জেরে বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়ি, রেস্তোরায় তাণ্ডব। প্রাক্তন বিধায়কের অনুগামী-সহ আটক ৪০।
অমর্ত্য সেনের মৃত্যুসংবাদ নিয়ে ফেক নিউজ। সম্পূর্ণ সুস্থ আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, আগের মতোই কাজে ব্যস্ত। এক্স হ্যান্ডলে পোস্ট কন্যা নন্দনা সেনের।
মুচিপাড়ায় বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। ছেলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ। ছেলের মানসিক সমস্যা থাকার অনুমান পুলিশের, আনা হল এসএসকেএমে।
ইসলামপুরে বাড়ির মধ্যেই খুন চা বাগান মালিকের ছেলে। ঘুমন্ত অবস্থাতেই গলা কেটে খুন। বাধা দিতে গেলে মাকেও এলোপাথাড়ি কোপ। পুত্রবধূ আটক।
ইজরায়েল-হামাস সংঘর্ষে মৃতের সংখ্যা ছাড়াল ১৬০০। গাজা সীমান্তে তিন লক্ষ ইজরায়েলি সেনা। পাল্টা দেড় হাজার পণবন্দিকে হত্যার হুমকি হামাসের।
গাজাকে পুরোপুরি ঘিরে হামাসকে কড়া জবাব দেওয়ার প্রস্তুতি তেল আভিভের। ভারতের প্রধানমন্ত্রীকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রীর। সঙ্কটে পাশে থাকার বার্তা মোদির।
লাগাতার হামাসের হামলা। ইজরায়েলে আটকে পড়া বাঙালিদের জন্য উদ্বেগে পরিবার।
ডেঙ্গি আক্রান্ত দমদমের বাসিন্দা যুবকের মৃত্যু বেলেঘাটা আইডি-তে। এসএসকেএমে ডেপুটি মেয়র। লেবার কোয়ার্টারের অপরিচ্ছন্নতা ও জল জমা নিয়ে নালিশ।
বিশ্বকাপে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে অনিশ্চিত ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল। চোট-উদ্বেগ ভারতীয় শিবিরেও। অনুশীলনে থাই মাসেলে হালকা চোট রোহিত শর্মার।
ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার ইতিহাস পাকিস্তানের। হায়দরাবাদে শ্রীলংকার বিরুদ্ধে ৩৪৫ রান তুলে রেকর্ড। ২০১১ বিশ্বকাপে রেকর্ড ছিল আয়ারল্যান্ড এর দখলে।
West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি
নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। সূত্রের খবর, মূলত লিপস অ্যান্ড বাউন্ডস নিয়েই তাঁকে দু দফায় এদিন জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা। এদিন বয়ানও রেকর্ড করা হয় অভিষেক-পত্নীর।
WB News Live Updates: খাস কলকাতায় মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন
খাস কলকাতায় মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন। ভরসন্ধেয় রায়বাগান স্ট্রিটে মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন। ছেলের ওপরেও হামলা, গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে।
West Bengal News Live: দিল্লি হাইকোর্টে ফের পিছোল অনুব্রত-শুনানি
দিল্লি হাইকোর্টে ফের পিছোল অনুব্রত-শুনানি। অন্য মামলায় ব্যস্ত অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, গরুপাচার মামলায় আরও সময় চাই। আদালতে আবেদন ইডির। পরবর্তী শুনানি ১৮ অক্টোবর।
WB News Live Updates: এবার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে ইডি
এবার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে ইডি। নদিয়ার ৮ জায়গায় একযোগে হানা। একের পর এক ব্যবসায়ীর বাড়ি, চালকলে ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির।
West Bengal News Live: পুজোর আগে কাউন্সেলিং, নিয়োগের দাবিতে পথে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা
করুণাময়ীর পর কালীঘাট। পুজোর আগে কাউন্সেলিং, নিয়োগের দাবিতে পথে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। হাজরা মোড়ের আগেই আটকাল পুলিশ। তুমুল ধস্তাধস্তি।