WB News Live Updates: হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
![WB News Live Updates: হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট WB News Live Updates: হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/12/71b60a881218c239a5f9df3d12dfe5ba_original.jpg)
Background
আজ আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন। লড়াই চতুর্মুখী। নিরাপত্তায় মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলপ্রকাশ শনিবার।
নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের পর খুনের অভিযোগ। তৃণমূল নেতার ছেলে গ্রেফতার। হাইকোর্টে জনস্বার্থ মামলার আজ শুনানি। হাঁসখালিকাণ্ডে ৫জনের জবানবন্দি রেকর্ড। থানায় গেল শিশু অধিকার সুরক্ষা কমিশন। ১৩ এপ্রিলের মধ্যে মুখ্যসচিবের রিপোর্ট চাইলেন রাজ্যপাল। এদিকে হাঁসখালিকাণ্ডে অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তড়িঘড়ি করে শেষকৃত্য, প্রমাণ কীভাবে পাওয়া যাবে? হাঁসখালিকাণ্ডে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তথ্যপ্রমাণ তো নষ্ট করেছে তৃণমূলই, পাল্টা বিরোধীরা।
বোলপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেফতার। নামখানায় ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২।
আইকোর-মঞ্চের বক্তা এখন মন্ত্রী। জেলে ঢোকানো উচিত। এসএসসি নিয়ে পার্থকে খোঁচার মধ্যেই কোর্টে বিস্ফোরক কুণাল। দলকে বিব্রত না করলেই ভাল, মন্তব্য তাপসের। পার্থর বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগ। কুণালের বিরুদ্ধে বিক্ষোভ। বহিষ্কারের দাবিতে পরপর ফেসবুক পোস্ট। দলবিরোধী কিছু বলিনি, পাল্টা কুণাল।
পার্থর অনুমতিতে এসএসসির উপদেষ্টা কমিটিই বেআইনি। ছিল আলাদা রেজিস্টার। রাজ্যের অস্বস্তি বাড়িয়ে রিপোর্ট দিল হাইকোর্টের কমিটি। দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন পর্ষদ সভাপতি ও এসএসসির প্রাক্তন উপদেষ্টা। ষড়যন্ত্রে যুক্ত আরও ২, বলছে রিপোর্ট। এফআইআরের সুপারিশ।
ভাদুর সবুজ-কালো-বাদামি রঙের ৩টি ডায়েরিতে একাধিক রাজনৈতিক নেতা ও আধিকারিকের নাম। ১৭জনকে চিহ্নিত করে তদন্তে সিবিআই।
ফোন নিয়ে স্কুলে ঢুকতে পারবে না পড়ুয়ারারা। ক্লাসে শিক্ষকদের ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা পর্ষদের। জরুরি প্রয়োজনে নিতে হবে অনুমতি।
স্কুল খুললেও জিডি বিড়লা, অশোক হল-মহাদেবী বিড়লা শিশু বিহারে ঢুকতে পারল পুরো ফি মেটানো পড়ুয়ারা। চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা।
WB News Live Updates: বালিগঞ্জের উপনির্বাচনেও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
এই নিয়ে চারবার। বালিগঞ্জের উপনির্বাচনেও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে ছাড়াই ভোট দিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও কন্যা সুচেতনা। দু’জনেই জানালেন, নিজের ভোট না দিতে পারার আক্ষেপ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
WB News Live: রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে ২ দিনের জব ফেয়ার
রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে ২ দিনের জব ফেয়ার। আজ হল যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিকে। আগামীকাল হবে টালিগঞ্জ আইটিআই-তে। প্রায় ৪ হাজার পড়ুয়া চাকরির সুযোগ পাবেন, দাবি উদ্যোক্তাদের।
WB News Live Updates: ঘরে ফিরতে পারছেন না কোচবিহারে বিজেপির বেশ কিছু নেতা, কর্মী!
প্রায় এক বছর হতে চললেও, ঘরে ফিরতে পারছেন না কোচবিহারে বিজেপির বেশ কিছু নেতা, কর্মী। তৃণমূলের পাশাপাশি দলের একাংশের ভূমিকা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। যদিও তৃণমূলের দাবি, বিজেপির তরফে কোনও তালিকা দিলে ঘরছাড়াদের ফেরানো হবে।
WB News Live: এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় পড়ল আম আদমি পার্টির পোস্টার
এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় পড়ল আম আদমি পার্টির পোস্টার। মিসড কল দিয়ে সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে কেজরিওয়ালের দলের। যদিও পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। অভিযোগ উড়িয়ে আপের পোস্টার গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।
WB News Live Updates: বুথের মধ্যে কলকাতা পুলিশ কেন? এই প্রশ্ন তুলে বালিগঞ্জ বিধানসভার একাধিক বুথে সরব হলেন বিজেপি প্রার্থী
বুথের মধ্যে কলকাতা পুলিশ কেন? এই প্রশ্ন তুলে বালিগঞ্জ বিধানসভার একাধিক বুথে সরব হলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। যদিও বিজেপি প্রার্থীর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের কটাক্ষ, প্রচারে আসতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বিজেপি প্রার্থীর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)