WB News Live Updates: দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় বাংলা থেকে গ্রেফতার
Get the latest West Bengal News and Live Updates: দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দহন। স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল সরকার। ২ মে শুরু, স্কুল খুলবে ১৬ জুন। সরকারের পথে ২ মে থেকেই গরমের ছুটি এগিয়ে আনছে আইসিএসই।
LIVE
Background
দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দহন। স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল সরকার। ২ মে শুরু ছুটি, স্কুল খুলবে ১৬ জুন।
সরকারের পথে স্কুলে ২ মে থেকেই গরমের ছুটি এগিয়ে আনছে আইসিএসই। শুরু হবে অনলাইন ক্লাস। চলবে দশম-দ্বাদশের পরীক্ষা।
তীব্র গরমে দক্ষিণবঙ্গের হাঁসফাঁস অবস্থা। শনিবার থেকে আবহাওয়ার কিছুটা বদলের সম্ভাবনা। মে-র শুরুতে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
নিঃশব্দে কি বিদ্যুতের মাসুল বাড়াল সিইএসসি? সরকারের আশীর্বাদ! অভিযোগ তুলে কটাক্ষ শুভেন্দুর। মাসল বৃদ্ধি হয়নি, পাল্টা দাবি সিইএসসির।
বেলাগাম পেট্রোল-ডিজেল। ভ্যাট না কমানোয় প্রধানমন্ত্রীর নিশানায় বাংলা-সহ ৭ অবিজেপি রাজ্য।
পেট্রোল-ডিজেলে ১৭ লক্ষ কোটির লাভ কেন্দ্রের। কেন রাজ্যের ৯৭ হাজার কোটি বকেয়া? ভ্যাট নিয়ে পাল্টা আক্রমণে মমতা।
বিজেপির অস্বস্তি বাড়িয়ে পাটের দাম নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণে অর্জুন। দ্বারস্থ হচ্ছেন মমতার। ফের আন্দোলনের হুঁশিয়ারি।
বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে? জল্পনা বাড়ালেন অর্জুন।
বাঁকুড়ায় শুভেন্দুকে ফেরাল নির্যাতিতার পরিবার।
হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
রামপুরহাটকাণ্ডেও পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। ভুলের খেসারত দিতে হচ্ছে বলে আক্রমণ।
এবার শালবনিতে মাওবাদীদের নামে পোস্টার। মাও পোস্টারের নেপথ্যে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী। আসলের সঙ্গে নকল মাওবাদীদেরও চেনে প্রশাসন, কটাক্ষ বিজেপির।
২১ মে থেকে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার। চলবে ৩১ মে পর্যন্ত। ৫ মে থেকে ২০ মে পর্যন্ত পাড়ায় সমাধান ক্যাম্প। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বিধায়ক হিসেবে বাবুলের শপথে সংঘাত। রাজভবনের অনুমোদনের অপেক্ষা। দায়বদ্ধতা মনে করালেন অধ্যক্ষ। কিছু বিষয়ে জবাব মেলেনি, পাল্টা রাজ্যপাল।
শেষ হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। জুনে ফল প্রকাশের সম্ভাবনা।
করোনাকালে মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ বিবেচনার ব্যবস্থা, জানাল সংসদ।
WB News Live Updates: ঋণের আবেদন মঞ্জুর না করায়, দক্ষিণ ২৪ পরগনায় কৃষি সমবায় ব্যাঙ্কের ক্যাশিয়ারকে মারধর
ঋণের আবেদন মঞ্জুর না করায়, দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ রায়পুরে কৃষি সমবায় ব্যাঙ্কের ক্যাশিয়ারকে মারধর। ম্যানেজারকে গালিগালাজের অভিযোগ উঠল দুই সিভিক ভলান্টিয়ার-সহ কয়েকজনের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
WB News Live Updates: কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল জেলা সভাপতির বাকযুদ্ধ চরমে
কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল জেলা সভাপতির বাকযুদ্ধ চরমে। "১৬ সালের একটা উপনির্বাচন, লোকসভা, আমি একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এমন একজনকে আমরা বা আমি সেদিন দলের প্রার্থী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপারিশ করেছিলাম, একটা ভুলের মাসুল, সারা জেলার মানুষকে আজ ভুগতে হচ্ছে। একটা গোখরো সাপকে বিশ্বাস করা যায়। তাঁকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়া যায়। কিন্তু যার জন্য সুপারিশ করেছিলাম, তাঁকে আজ আর বিশ্বাস করা যায় না।" কোচবিহার জেলার তৃণমূলের জেলা সভাপতিকে আক্রমণ রবীন্দ্রনাথ ঘোষের।
WB News Live Updates: ঝাড়গ্রামের বিনপুর ও বাঁকুড়ার তালডাংরায় মাওবাদীদের নামে পোস্টার
ঝাড়গ্রামের বিনপুর ও বাঁকুড়ার তালডাংরায় মাওবাদীদের নামে পড়ল পোস্টার। বিনপুরের পোস্টারে গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দেওয়া হয় দুই তৃণমূল নেতাকে।
WB News Live Updates: পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক
তোলাবাজদের দৌরাত্ম্যের অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক। আরও নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিলেন শ্যামল মণ্ডল।
WB News Live Updates: মেডিক্যাল কলেজের একাংশে পানীয় জলের সমস্যা
অসহ্য গরমের মধ্যে মেডিক্যাল কলেজের একাংশে পানীয় জলের সমস্যা। মিলছে না পানীয় জল, অভিযোগ রোগীর পরিবারের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।