Sushanta Ghosh: আগে চেনেন না বলে দাবি করলেও ব্যবসায়ী জুলকারনাইন সম্পর্কে মুখ খুললেন সুশান্ত ঘোষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আগে চেনেন না বলে দাবি করলেও ব্যবসায়ী জুলকারনাইন সম্পর্কে মুখ খুললেন সুশান্ত ঘোষ। জুলকারের অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে বিস্ফোরক ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। '২ হাজার বর্গফুটের যে জমির কথা বলা হচ্ছে, সেটা সরকারি জমি'। 'ওই জমি জুলকারের নয়'। 'গত ১৫ বছর ধরে ওখানে সরকারি জমি দখল করে বাড়ি হয়েছে'। 'তার দায়ভার আমি নেব না'। 'তবে গত আড়াই বছরে বেআইনি ভাবে জলাশয় ভরাট করতে দিইনি'। 'হায়দরকে গুলশন কলোনি দেখভালের দায়িত্ব দিয়েছি'।
'জুলকারদের ষড়যন্ত্রের বিরোধিতা করার জন্যই ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে'। 'তবে হায়দর ব্যক্তিগত ভাবে কোনও অন্যায় করলে, তার দায় হায়দরকে নিতে হবে'। মন্তব্য ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।
আরও খবর...
'আর জি করকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে'। '৫টি DVR ও ৫টি HARD DISC পরীক্ষার জন্য পাঠানো হয়েছে'। 'সঞ্জয়ের বিরুদ্ধে কিছু তথ্যপ্রমাণ ছিল, চার্জশিটে সেগুলিই দেওয়া হয়েছে'। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় আদালতে সওয়াল সিবিআইয়ের। আদালতে জামিনের আবেদন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। 'ধর্ষণ-খুন নয়, তথ্য নষ্টের সম্ভাবনায় গ্রেফতার'। '৬৫ দিন অতিক্রান্ত, চার্জশিটে অভিজিৎ মণ্ডলের নাম নেই'। 'সিবিআই বলছে বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, নাও হতে পারে'। আদালতে পাল্টা সওয়াল টালা থানার প্রাক্তন ওসির আইনজীবীর। জামিনের আবেদন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। 'তদন্ত করছে সিবিআই, আলাদা এফআইআর হলে জামিনযোগ্য হত, কিন্তু একটিই এফআইআর হয়েছে', মন্তব্য বিচারকের।