West Bengal News Live: অমরনাথ যাত্রায় প্রাকৃতিক বিপর্যয়ে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
বর্ধমানে (Bardhaman) কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর ৪ জনের রহস্যমৃত্যু। হোটেলে মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু ? নাকি বিষক্রিয়ার জের ? ময়নাতদন্তের রিপোর্টের (Post Mortem Report) অপেক্ষায় পুলিশ।
মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি দুই পরিবারের। ভাতের হোটেলের ২ মালিকেরও মৃত্যু। হোটেলের দুই মালিক মদ খায়নি, প্যানক্রিয়াসের সমস্যা ছিল, দাবি পরিবারের।
নামে খাবারের হোটেল হলেও ছড়িয়ে রয়েছে মদের খালি বোতল। বর্ধমানের বিভিন্ন হোটেলে বেআইনিভাবে মদ বিক্রি হয়, অভিযোগ পরিবারের। দুটি হোটেল সিল করল পুলিশ।
সংগ্রামপুরের পর বর্ধমান। অবৈধ মদের কারবার, কটাক্ষ অধীরের। রাজ্যজুড়ে দেশি মদ, কর্মসংস্থান কই ? আক্রমণ সুকান্তর। কঠোর পদক্ষেপ নেবে সরকার, আশ্বাস সৌগতর।
ক্যানিংয়ে (Canning) ৩ তৃণমূল নেতা খুনে এখনও অধরা দুষ্কৃতীরা। অন্যতম অভিযুক্ত রফিকুল সহ ৬ জনের নামে এফআইআর। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। মেলেনি খুনে ব্যবহৃত অস্ত্রও।
রফিকুল ছিল তৃণমূল কর্মী। বিধায়ক পরেশরামের কাছে যেত ছেলে, দেওয়া হত চাল, দাবি অভিযুক্তর মায়ের। রফিকুল দুষ্কৃতী, বিজেপির অধীনে রয়েছে, পাল্টা ক্যানিং-পশ্চিমের বিধায়ক।
পাঁচ বছরে স্ত্রী, মেয়ে ও নিজের নামে ৪৫টি জমি কিনেছেন অনুব্রত। সম্পত্তি কিনেছেন সায়গলও। অনুব্রতর সম্পত্তির নথি পেশ সিবিআইয়ের। সম্পত্তি ক্রয়ে যোগ দাবি সিবিআইয়ের।
এবার কয়লা-গরু পাচারকাণ্ডে ইডি-র নজরে অনুব্রত ও দেহরক্ষী সায়গল। সিবিআই-এর কাছ থেকে চাওয়া হল তথ্য-প্রমাণ। তথ্য দেখে পরবর্তী পদক্ষেপ, খবর সূত্রের।
কল্যাণীর এইমসে (Kalyani AIIMS) নিয়োগে দুর্নীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তলব সিআইডির। সময় চাইলেন চাকদার বিজেপি বিধায়কের পুত্রবধূ। সোমবার তলব বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে।
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত প্রায় তিন হাজার ছুঁইছুই। মৃতের সংখ্যা বেড়ে ৩। ৫ থেকে ১২ বছর বয়সীদের কর্বেভ্যাক্স, কোভ্যাক্সিনে ছাড়পত্র বিশেষজ্ঞ গোষ্ঠীর।
স্বাধীনতার লড়াই থেকে দেশভাগের যন্ত্রণা। বাঙালির বিশ্বজয়। বাংলা ও বাঙালির রোজনামচায় আনন্দবাজার (Anandabazar Patrika)। চলতে চলতে শতাব্দী পার। শতবর্ষে আনন্দবাজার, সকাল ১০টায় এবিপি আনন্দে।
West Bengal News: ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত নন মমতা: সূত্র
সোমবার চালু হচ্ছে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা। সূত্রের খবর, উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্থানীয় তৃণমূল সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ করা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি।
West Bengal News Live: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। ১৫ দিন সময় দিলাম, নিজেকে শুধরে নিন, কড়া বার্তা অজিত মাইতির
West Bengal News: ক্যানিংকাণ্ডে ধৃতের আগামী শনিবার পর্যন্ত পুলিশি হেফাজত
ক্যানিং-কাণ্ডে প্রথম গ্রেফতারি। আফতাবউদ্দিনকে আগামী শনিবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।
West Bengal News Live: ক্য়ানিংকাণ্ডের ছক ৩ দিন আগে
৩ দিন আগে খুনের পরিকল্পনা। ৩ তৃণমূল নেতাকে বাইক নিয়ে অনুসরণ করে আততায়ীদের তথ্য দিয়েছিল ক্যানিংকাণ্ডে প্রথম গ্রেফতার হওয়া আফতাবউদ্দিন, দাবি পুলিশ সূত্রে।
West Bengal News: বোমা উদ্ধার ভাটপাড়ায়
ভাটপাড়ায় ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার। নির্মীয়মাণ বাড়ির পিছন থেকে উদ্ধার ৫০টি তাজা বোমা। কে বা কারা মজুত রেখেছিল বোমা, তদন্তে পুলিশ