WB News LIVE Blog: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে ফের উত্তপ্ত কেশপুর
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন আপনার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
নিয়োগের (employment) নামে ৩২৫জনের থেকে ১৯ কোটি নিয়েছিলেন হুগলির (hooghly) যুব তৃণমূল নেতা (youth TMC congress)। সিবিআইয়ের (CBI) কাছে দাবি মানিক ঘনিষ্ঠ তাপসের (tapas mondal)। ২জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ (interrogation)।
চাকরির নামে উঠেছে ১০০ কোটি, বিস্ফোরক দাবি মানিক-ঘনিষ্ঠ (manik bhattacharya) তাপসের। ভাগ গিয়েছে সর্বস্তরে, খোঁচা রাহুলের (rahul sinha)। প্রমাণিত হলে পদক্ষেপ, দাবি স্নেহাশিসের।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই অযোগ্যদের চাকরি পেলেন যোগ্যরা। ৫১জনকে নিয়োগপত্র দিল পর্ষদ।
চাকরির দাবিতে ফের পথে নামছে আন্দোলনকারীদের (agitator) ১০টি সংগঠন। ১৮ জানুয়ারি শিয়ালদা, কলেজ স্ট্রিট, হাওড়া থেকে মিছিলের অনুমতি হাইকোর্টের (high court)।
৩দিন পার, বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টারকাণ্ডে এখনও দুষ্কৃতীরা অধরা। লেক থানার পরে হেয়ার স্ট্রিট থানাতেও এফআইআর।
বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, বিশ্বের কোথাও এমন হয় না। স্বরাষ্ট্রসচিব-সিপিকে কড়া বার্তা রাজ্যপালের। যেকোনও মূল্যে বিচারব্যবস্থাকে সুরক্ষিত করার নির্দেশ।
নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে হবে বিচারপতি রাজাশেখর মান্থাকে। পোস্টার-বিক্ষোভকাণ্ডে স্বরাষ্ট্রসচিব-সিপিকে জানিয়ে দিলেন রাজ্যপালের। রিপোর্ট যাচ্ছে দিল্লিতে।
বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে বাধা। পুনরাবৃত্তি হবে না, আশ্বাস বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের। নষ্ট করবেন না কোর্টের সম্মান, বললেন বিচারপতি।
WB News Live: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেের অভিযোগে ফের উত্তপ্ত কেশপুর
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেের অভিযোগে ফের উত্তপ্ত কেশপুর। শাকপুরে মারধরে আহত তৃণমূল নেতা সহ ৪ জন। ১৭২ নম্বর বুথের তৃণমূল সভাপতি সহ আহত ৪ জন। ২ জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার অনুগামীদের বিরুদ্ধে। পারিবারিক বিবাদ, রাজনীতির যোগ নেই, পাল্টা দাবি ব্লক সভাপতির।
West Bengal News Live: 'দিদির দূত' কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব
'দিদির দূত' কর্মসূচিকে কেন্দ্র করে আরাবুল ইসলাম ও রেজাউল করিম গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। অন্যদিকে, হুগলির গোঘাটে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা। ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি।
WB News Live: এমবিবিএসে ভর্তির নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১
এমবিবিএসে ভর্তির নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার ১, ধৃতের নাম আকাশ চট্টোপাধ্যায়। মহারাষ্ট্রতেও প্রতারণার জাল ছড়িয়েছিল আকাশ। ভবানীপুর, টালিগঞ্জ সহ একাধিক থানাতে অভিযোগ দায়ের ৭ জনের। আকাশ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ।
West Bengal News Live: রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করলেন সৌরভ
গতকাল শহরে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়। সেই খবর পেয়ে তড়িঘড়ি ইএম বাইপাসের এক হোটেলে যান সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মহারাজ দেখা করেন দ্রাবিড়ের সঙ্গে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সৌরভ। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়।
WB News Live: গঙ্গাসাগরে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা
পুণ্যস্নানের এখনও ২ দিন বাকি। তার আগেই দূর দূরান্ত থেকে গঙ্গাসাগরে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। জমে উঠেছে মেলা চত্বর।