WB Live News Updates: শাসক নেতার ঘরেই 'ভুয়ো' চাকরি!
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা: ৮ বছরেই বলাগড়ের বেতাজ বাদশা! রিসর্ট, গেস্ট হাউস, ধাবা, বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট-হুগলি জুড়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার (TMC Leader) একের পর এক সম্পত্তির হদিশ!
হকের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা। মোবাইল মেকানিক থেকে অসংখ্য সম্পত্তির মালিক শান্তনু। নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজত।
টিনের চালের মোবাইলের দোকান থেকে রকেট গতিতে উত্থান। স্কুলে চাকরি বিক্রির কালো টাকাতেই কি ধনকুবের শান্তনু? উৎসের খোঁজে ইডি।
অযোগ্যদের চাকরির সুপারিশ করতেন মানিকের কাছে। নিতেন প্রার্থীপিছু ৪-৫ লক্ষ টাকা, দাবি ইডি-র (Enforcement Directorate)।
কুন্তলের (Kuntal Ghosjh) সঙ্গে জুটি বেঁধে চাকরি বিক্রি। অন্তত ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ, রিমান্ড লেটারে দাবি ইডির।
চাকরি বিক্রিতে মানিকের কাছেই সুপারিশ করতেন শান্তনু। কখনও টাকা নিতেন সরাসরি, কখনও কুন্তলের মাধ্যমে। প্রার্থী পিছু পেতেন ৪-৫ লক্ষ, দাবি ইডির।
মাত্র কয়েক মাসের আলাপেই কীভাবে ৫০ লক্ষের ঋণ? কুন্তল-ঘনিষ্ঠ সোমাকে নিয়ে বাড়ছে রহস্য।
নিয়োগে বেলাগাম দুর্নীতি, চাকরি গেল ৮৪২জনের। তালিকায় তৃণমূল বিধায়কের ছেলে, ভাই থেকে কাউন্সিলর, জেলা পরিষদের সদস্যও!
হাইকোর্টের নির্দেশে চাকরি হারাচ্ছেন একের পর এক অযোগ্য। সরকারের উপর চাপ বাড়িয়ে দ্রুত নিয়োগের দাবি আন্দোলনকারীদের।
গরুপাচারের কালো টাকার সন্ধানে এবার কেষ্ট-কন্যাকে ইডির ফোন। আগামী সপ্তাহেই দিল্লিতে হাজিরার জন্য তৈরি থাকার নির্দেশ। ফোন সিএ-কেও। কেষ্ট-কন্যাকে ইডির ফোন
ডিএ- ধর্মঘটে সামিল হওয়ার মাসুল! জেলায় জেলায় তৃণমূল নেতাদের রক্তচক্ষুর মুখে শিক্ষকরা। কোথাও স্কুলে তালা, কোথাও বাইরেই দাঁড় করিয়ে শাস্তি!
ডিএ নিয়ে এবার লাগাতার ধর্মঘটের পথে যাওয়ার ভাবনা আন্দোলনকারী কর্মচারীদের। ফের অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার বার্তা রাজ্যপালের।এবার লাগাতার ধর্মঘট?
বিধানসভায় সেচমন্ত্রীকে গ্রেফতার করানোর হুমকির অভিযোগ। বিরোধী দলনেতার বিরুদ্ধে আসছে স্বাধিকারভঙ্গের নোটিস। লোক দেখানো চেষ্টা, পাল্টা শুভেন্দু।
শুভেন্দুকে স্বাধিকার-নোটিস
ভাঙড় তৃণমূলে এবার সওকত মোল্লা অবজার্ভার। সুব্রত বক্সির অফিসে বৈঠকে আরাবুল-কাইজাররা। মমতা কিংবা অভিষেক দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ নওশাদের।
সাগরদিঘি জয়ের পরে এখনও শপথ অধরা। বিধানসভায় গিয়ে ধোঁয়াশা বাড়ালেন বায়রন।
বিরোধীদের সঙ্গে এবার পুলিশকে হুঁশিয়ারি মদনের।
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই একের পর এক শিশুর মৃত্যু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, চিঠি গেল সব রাজ্যে। ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন করল নবান্ন।
লালবাজারের কাছে আর এন মুখার্জি রোডে বহুতলে আগুন। বন্ধ অফিস থেকে ধোঁয়ায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন।
বহুতলে আগুন
৮ বছরেই সম্পত্তির পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু। চাকরি বিক্রির টাকাতেই ধনকুবের? গ্রুপ সি-র চাকরি বাতিলের তালিকায় একের পর এক তৃণমূল নেতার আত্মীয়!
West Bengal News Live:প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা
প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। তার জন্য ১০ থেকে ৪০ হাজার কাটমানিও নিয়েছেন তাঁরা। দলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। বিধায়কই কাটমানি নেন বলে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।
WB News Live Update:নিয়োগ থেকে গরু-কয়লা, একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের
নিয়োগ থেকে গরু-কয়লা, একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের। গ্রেফতার হয়েছেন মন্ত্রী, বিধায়ক থেকে নেতা। আর এই প্রেক্ষাপটেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মন্তব্য, আমাদের মতো কিছু নেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে আর সততার প্রতীক লিখতে পারছেন না। এটা আমাদের কাছে দুঃখজনক। এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন, আমরা দায়ী, আক্ষেপের সুরে মন্তব্য উদয়ন গুহর
West Bengal News Live:জেলমুক্তির পর প্রথমবার ভাঙড়ে গিয়ে এই ভাষাতেই সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি
পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হলে শাসককে খুঁজে পাওয়া যাবে না। জেলমুক্তির পর প্রথমবার ভাঙড়ে গিয়ে এই ভাষাতেই সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পাল্টা ফিরহাদ হাকিমের জবাব, তৃণমূলকে শূন্য করার ক্ষমতা নৌশাদ সিদ্দিকিদের নেই। ভাঙড়ের যে হাতিশালা গ্রাম থেকে গত ২১ জানুয়ারির অশান্তির সূত্রপাত, এদিন সেখান থেকেই মিছিল শুরু করেন নৌশাদ সিদ্দিকি।
WB News Live Update:আরও দীর্ঘ হল ইডির হাতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের সাম্রাজ্যের ব্যাপ্তি
আরও দীর্ঘ হল ইডির হাতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের সাম্রাজ্যের ব্যাপ্তি! হুগলির বলাগড় ও চন্দননগরের পর যুব তৃণমূল নেতার সম্পত্তির তালিকায় যুক্ত হল চুঁচুড়াও। খোঁজ মিলল একটি বাংলোর। একটি ফ্ল্য়াটের হদিশ মিলেছে। ৭০ লাখি বাড়িতে প্রোমোটিং-এর পরিকল্পনার তথ্যও সামনে এসেছে
West Bengal News Live:হিমঘরে আলু রাখার জন্য বন্ড বিলি ঘিরে ইসলামপুরে ধুন্ধুমার
হিমঘরে আলু রাখার জন্য বন্ড বিলি ঘিরে ইসলামপুরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে আলুচাষিদের ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ