West Bengal News Live Updates: শুধু পুলিশ নয়, পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই, নির্দেশ হাইকোর্টের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) বার্তাই সার! মনোনয়নের তৃতীয় দিনেও জেলায় জেলায় সন্ত্রাস। মিনাখাঁয় মাথা ফাটল সিপিএম নেত্রীর (CPM Leader)। বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতা।
মনোনয়নে বাধা, পূর্ব বর্ধমানের (Purba Burdwan) বড়শুলিতে সিপিএমের প্রতিরোধের মুখে তৃণমূল (TMC)। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পুলিশও আহত।
মনোনয়নেই উত্তপ্ত ভাঙড়। বাইরে তৃণমূলের জমায়েত, আতঙ্কে বিডিও অফিসেই আটকে আইএসএফ প্রার্থীরা! বেরোতে হল পিছনের দরজার তালা ভেঙে!
হামলার মুখে মিনাখাঁয় মনোনয়নই দিতে পারল না সিপিএম। পার্টি অফিসে হামলা, বাইক ভাঙচুর, মাথা ফাটল নেত্রীর!
বিডিও অফিসের পথেই চোপড়ায় আক্রান্ত বাম-কংগ্রেস। গাড়ি ভাঙচুর, মারধরের পরেই ১২জনকে অপহরণের অভিযোগ। খোঁজ মিলল ৫ কিমি দূরে।
কাকদ্বীপে (Kakdwip) কংগ্রেস-বিজেপি প্রার্থীকে বাধা, রাস্তায় ফেলে মারের অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তৃণমূলকে তাড়া সিপিএমের।
রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হলে মনোনয়ন প্রত্যাহার নয়, জানিয়ে দিল কমিশন। ভোটে অশান্তি বরদাস্ত নয়, তিরুঅনন্তপুরম থেকে ফের বার্তা রাজ্যপালের (Governor C.V. Ananda)।
পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব হাইকোর্টের। ১৫ জুন থেকে ২১ জুন হোক মনোনয়ন, ২৩ জুন সকুটিনি, ২৬ জুন প্রত্যাহার ও ১৪ জুলাই হোক ভোট। প্রাথমিক প্রস্তাব আদালতের।
আদালত নির্দেশ দিলে মনোনয়ন জমার সময়সীমা ১৬ জুন পর্যন্ত সময়সীমা বাড়াতে প্রস্তুত, জানাল কমিশন। দিনে ৪ ঘণ্টা পর্যাপ্ত নয়, মন্তব্য আদালতের। ৫ ঘণ্টা করা যেতে পারে, জানাল কমিশন।
গ্রেফতারি দেখাতে গড়িমশি, ডোমকলের বন্দুকবাজ নেতাকে হেফাজতেই চাইল না পুলিশ। উল্টে বাম-কংগ্রেস কর্মীদের জামিনের বিরোধিতা।
পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত চ্যালেঞ্জ মামলায় স্থগিত রায়দান। তথ্যের ভিত্তিতে সিবিআই তদন্ত যথাযথ, সওয়াল সিবিআইয়ের। আগেই মামলা এজেন্সিকে দেওয়ার যুক্তি নেই, পাল্টা রাজ্য।
রাজভবনের সঙ্গে চূড়ান্ত সংঘাতে রাজ্য। আচার্য নিযুক্ত উপাচার্যদের বেতন-ভাতা বন্ধই করে দিল সরকার! অবৈধভাবে নিয়োগ, দাবি করে বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি।
রাজ্যজুড়ে দফায় দফায় লোডশেডিং। সচিবের খোঁজে শুভেন্দু। বিদ্যুৎ ভবন থেকে গেলেন উন্নয়ন ভবনে। শুধুই প্রচারে থাকার চেষ্টা, খোঁচা তৃণমূলের।
পঞ্চায়েত ভোটের মুখে কেন্দ্র থেকে টাকা পেল রাজ্য। কেন্দ্রের কাছ থেকে কর বাবদ আদায়ের ৮ হাজার ৮৯৮ কোটি টাকা পেল রাজ্য সরকার।
চালকের আসনে হেল্পার। মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর পরিজনদের পিষে দিল অ্যাম্বুল্যান্স। ৩জন আহত। অভিযুক্তকে বউবাজার থানায় জিজ্ঞাসাবাদ।
WB News Live Update : নবান্নে ৭০ জন বাজি ব্যবসায়ীকে নিয়ে বৈঠকে বসলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা
এগরা, ইংরেজবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর সর্তক প্রশাসন। মঙ্গলবার নবান্নে ৭০ জন বাজি ব্যবসায়ীকে নিয়ে বৈঠকে বসলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা ও শিলিগুড়িতে দুটি বাজি হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাশাপাশি প্রতিটি জেলায় ১৫ জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হবে বাজি ক্লাস্টার। তার জন্য ৬ কাঠা জমির ব্যবস্থা করবে সরকার। জমির দাম হবে ১কোটি ২০ লক্ষ টাকা। ১০ শতাংশ অর্থ দিতে হবে মালিককে। বাকি টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
WB News Live : ফের খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের জামিনের আবেদন
ফের খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের জামিনের আবেদন। ২৭ জুন পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এর পাশাপাশি, বিচারপ্রক্রিয়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যের জন্য এদিন, তীব্র ভর্ৎসনা করলেন বিচারক। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন তা বরদাস্ত করা যায় না। তা আদালতের পক্ষে অপমানজনক। এরপরই, পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে ক্ষমা চান তাঁর আইনজীবী। এদিন এজলাস থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি কোনও দিন আদালতকে অপমান করিনি, করবও না। অন্যদিকে, এদিন, পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে আদালতে চোর চোর কটাক্ষ করেন আইনজীবীদের একাংশ।
WB News Live Update : বারাসাতে আইএসএফ প্রার্থীকে মনোনয়নে বাধা
বারাসাতে আইএসএফ প্রার্থীকে মনোনয়নে বাধা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ধাওয়া করার অভিযোগ। পুলিশি পাহারায় বাড়ি ফিরলেন আইএসএফ প্রার্থী। আইএসএফের অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।
WB News Live : বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ?
বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ? মনোনয়ন তুলতে 'চাপ', সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। পাড়ুইয়ের সাত্তর গ্রামে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন তুলতে চাপ, হামলার অভিযোগ।
WB News Live Update: মনোনয়ন ঘিরে জেলায় জেলায় সন্ত্রাস, অন্তর্ঘাতের সন্দেহ তাপস রায়ের!
মনোনয়ন ঘিরে জেলায় জেলায় সন্ত্রাস, অন্তর্ঘাতের সন্দেহ তাপস রায়ের! 'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি আছে, সেটা চিহ্নিত করা চেষ্টা করছি, কারা অন্য শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে, চিহ্নিত করার চেষ্টা করছি', শুভেন্দুর প্রসঙ্গ টেনে দলের মধ্যেই অন্তর্ঘাতের তত্ত্ব তৃণমূল বিধায়কের! যারা তৃণমূলের বিরুদ্ধে, তাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে, বিজেপি-সিপিএম-কংগ্রেস কেউ করাচ্ছে কিনা, দেখতে হবে', মনোনয়নকে ঘিরে অশান্তি নিয়ে বিস্ফোরক তত্ত্ব তৃণমূল বিধায়কের।