West Bengal News Live : ওএমআর শিট দিয়ে তৈরি কেকের প্যাকেট! কেক কিনতে গিয়ে শান্তিনিকেতনে মিলল ওএমআর শিট!
West Bengal News : এক ক্লিকেই বিভিন্ন জেলার খবর ।
LIVE
Background
- আজকের শিরোনাম ( Headlines Today )
- বিদ্যুৎ দফতরের কর্মী। বেতন বছরে ৬ লক্ষ। রিসর্ট, গেস্ট হাউস, ধাবা, বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট। ধনকুবের শান্তনুর ( Shantanu banerjee ) অন্তত ২০ কোটির সম্পত্তির হদিশ। রিমান্ড লেটারে দাবি ইডির।
- প্রোমোটিংয়েও ( Promoting ) টাকা শান্তনুর? চাঞ্চল্যকর দাবি চুঁচুড়ার বাসিন্দার।
- শুধু চাকরি বিক্রি নয়, মোটা টাকায় বদলি করাতেন শান্তনু। বদলির জায়গার ভিত্তিতে নির্দিষ্ট ছিল দর। ধৃত যুব তৃণমূল নেতার ( TMC ) বাড়িতে মিলেছে সুপারিশের চিঠি, দাবি ইডির।
- চাকরি পেতে তৃণমূলের অনেক সদস্যের নথিও নেতাদের কাছে পৌঁছে দিয়েছেন, জেরায় স্বীকার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, দাবি ইডির ( ED )। কাদের কাছে পৌঁছেছিল নথি? জানতে চান তদন্তকারীরা।
- নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় বাজেয়াপ্ত টাকা-গয়না-সম্পত্তির মূল্য ১১১ কোটি টাকা। রিমান্ড লেটারে দাবি ইডির।
- চাকরি চোর শাসক দলেরই নেতা! এবার বিধায়ক-কন্যা, পঞ্চায়েত প্রধান থেকে নেতাপুত্র, এমনকী মেয়ে-জামাইও! চাকরিচ্যুতের তালিকায় বাড়ছে তৃণমূল-যোগ।
- চাকরিচ্যুত ছেলে, সরকার ও দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা ( TMC Leader ) ।
- সরকার ইতিবাচক ভূমিকা নিলেই অনশন প্রত্যাহার। রাজভবনে বৈঠক শেষে রাজ্যের কোর্টে বল ঠেললেন ডিএ-আন্দোলনকারীরা।
- 'রাজ্যপালের সম্মানরক্ষায়' অনশন তোলার আবেদন শুভেন্দুর। বাংলাকে অশান্ত করার চেষ্টা, পাল্টা শান্তনু।
- ডিএ-ধর্মঘটের জন্য যাননি শুক্রবার। রবিবার স্কুল খোলায় বাগদায় প্রধান শিক্ষককে শাসানি পঞ্চায়েত সমিতির সভাপতির!
- জেলমুক্তির পর ভাঙড়ে ফিরেই হুঙ্কার নৌশাদের। বললেন, 'পঞ্চায়েত ভোটে শূন্য হয়ে যাবে'
- হিমঘরে আলু রাখার জন্য বন্ড বিলি ঘিরে ইসলামপুরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে আলুচাষিদের ধস্তাধস্তি
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। - বি সি রায় হাসপাতালে পরপর শিশুমৃত্যু। অ্যাডিনো কাড়ল দক্ষিণেশ্বরের শিশুর প্রাণ। নিউমোনিয়ায় মৃত্যু ৩ শিশুর। বেসরকারি পরিসংখ্যানে ২ মাসে রাজ্যে মৃত্যু ১৪১ জন শিশুর।
- লেম্যান ব্রাদার্সের সমৃতি উস্কে ফের ব্যাঙ্ক বন্ধ মার্কিন মুলুকে। দেউলিয়া ঘোষণার ঝাঁপ বন্ধ আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্কের। বিশ্বজুড়ে স্টার্ট আপ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ধাক্কার আশঙ্কা।
WB News Live :কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির ভোটে তৃণমূলের হার
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির ভোটে তৃণমূলের হার। দীর্ঘ ৮ বছর পরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতি গেল সিটুর হাতে।
WB News Live Update:এসএসসি-র গ্রুপ সি নিয়োগে ভয়াবহ দুর্নীতি!
এসএসসি-র গ্রুপ সি নিয়োগে ভয়াবহ দুর্নীতি! প্রাপ্ত নম্বর শূন্য, বাড়িয়ে করা হয়েছে ৫৭, ১ থেকে ৫৮! ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করল এসএসসি।
WB News Live :ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে আলু কিনতে হবে রাজ্যকে। এই দাবিতে এবার বিধানসভায় সরব হলেন বিজেপি বিধায়করা
ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে আলু কিনতে হবে রাজ্যকে। এই দাবিতে এবার বিধানসভায় সরব হলেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ দেখালেন আলুর ঝুড়ি মাথায় নিয়ে। তাঁদের দাবি, বাংলায় আলুচাষিদের অবস্থা অত্যন্ত সঙ্কজনক। যদিও তৃণমূলের দাবি, বিজেপি সঠিক তথ্য দিচ্ছে না। জঙ্গল কেটে আবাসন তৈরির অভিযোগেও সরব হন বিজেপি বিধায়করা। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
WB News Live Update:হুগলির ফুরফুরা শরিফে তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে ঘিরে উঠল চোর স্লোগান
হুগলির ফুরফুরা শরিফে তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে ঘিরে উঠল চোর স্লোগান। হঠাৎ কেন ফুরফুরায় আগমন তৃণমূল বিধায়কের? উঠেছে সেই প্রশ্নও। ঘটনার নেপথ্য়ে আইএসএফ রয়েছে বলে অভিযোগ সওকতের। মানতে নারাজ ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি।
WB News Live :তৃণমূলে সব্যসাচী-তাপস দ্বৈরথ তুঙ্গে
তৃণমূলে সব্যসাচী-তাপস দ্বৈরথ তুঙ্গে। এবার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের।