West Bengal News Live : কোচবিহারে ১ হাজার কিলোমিটার পদযাত্রা তৃণমূলের, তার আগে দলীয় কোন্দল প্রকাশ্যে
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা : নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের মঞ্চে আগুন, এফআইআরে শুভেন্দুর (Suvendu Adhikari) নাম । নন্দীগ্রাম থানায় তৃণমূলের (TMC) অভিযোগ, এফআইআরে প্রথমেই নাম শুভেন্দুর. তৃণমূলের অভিযোগের পরেই স্থানীয় বিজেপি নেতার বাড়িতে পুলিশ। বিজেপির (BJP) তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই কেন মেঘনাদ পালের বাড়িতে তল্লাশি? প্রশ্ন পরিবারের। এফআইআরের ভিত্তিতেই অভিযান, বলছে নন্দীগ্রাম থানার পুলিশ।
প্রায় ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার (Brown Sugar) সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইসলামপুর (Islampur) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম রামগঞ্জ নয়াপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালায়।
মালদার মোথাবাড়ি সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যুর ঘটনার (Student Death) পর প্রকাশ্যে এল আরও একাধিক স্কুলের ভয়াবহ অবস্থা। স্কুলে খসে পড়ছে পলেস্তারা , স্কুল বিল্ডিংয়ের চারিদিকে ফাটল। যে কোনও সময় ভেঙে পড়তে পারে স্কুলের ক্লাসরুম। এই অবস্থায় বাঙ্গিটোলা স্কুলের ঘটনার আতঙ্ক নিয়ে ক্লাস করছেন পড়ুয়ারা। এমনই শোচনীয় মালদার হবিবপুরের আইহো বালিকা বিদ্যালয় এবং মালদার চাঁচল ২ নং ব্লকের নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের। আইহো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্কুলের দুর্দশার জন্য আঙ্গুল তুলেছেন প্রশাসনের দিকে। অন্যদিকে স্কুলের দুর্দশার কথা স্বীকার করে নিয়েছেন চাঁচলের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।
রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকায় বিধায়ক কিনছে বিজেপি, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিতাইয়ের তৃণমূল বিধায়কের। বিজেপি নেতাদের জমির দালাল ও কাটমানি-খোর বলে কটাক্ষ বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার। গতকাল সিতাইয়ের বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যামিলটন বাজারে তৃণমূল কার্যালয়ের উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপি নেতা অজয় রায়কে হুমকিও দেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। হুমকিতে ভয় পাই না, পাল্টা তোপ অজয় রায়ের।
West Bengal News Live Updates: কোচবিহারে ১ হাজার কিলোমিটার পদযাত্রা তৃণমূলের, তার আগে দলীয় কোন্দল প্রকাশ্যে
জনসংযোগ বাড়াতে ২০ নভেম্বর, কোচবিহারে ১ হাজার কিলোমিটার পদযাত্রার ডাক দিয়েছে তৃণমূল। কিন্তু তার আগেই মাথাভাঙায় ফের প্রকাশ্যে চলে এল দলের কোন্দল। পদযাত্রা করে কোনও কোন্দল মেটানো যাবে না। কটাক্ষ করেছে বিজেপি।
WB News Live Updates: সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফের মিউজিক ভিডিও নিয়ে হাজির মদন
ফোকাসে পঞ্চায়েত ভোট ও আসন্ন ফুটবল বিশ্বকাপ। এই আবহে রিলিজ হওয়ার মুখে মদন মিত্রের আরও একটি মিউজিক ভিডিও। গ্রামবাংলার ভোট নিয়ে গানের সুরে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
West Bengal News Live Updates: তৃণমূলের দখলে পূর্ব মেদিনীপুরের আরও এক সমবায়
তৃণমূলের দখলে পূর্ব মেদিনীপুরের আরও এক সমবায়। তমলুকের ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়। ৬৮ আসনের মধ্যে ৬১ আসনে জয় তৃণমূলের । বিজেপির ঝুলিতে ২টি আসন, বাম-কংগ্রেস ‘জোট’ ৫টি আসনে জয়ী ।
WB News Live Updates: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য, প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ বিজেপির
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য। প্রতিবাদে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি চেয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ বিজেপির। পাটুলি থেকে পানাগড়, প্রতিবাদ-বিক্ষোভ। বাঁকুড়ার রাইপুরের পাশাপাশি দুর্গাপুর, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজ।
West Bengal News Live Updates: চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীদের নিশানা নির্মল মাজির, বললেন অভিষেকের কাছে গেলেই সমস্যা মিটে যেত
চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীদের নিশানা নির্মল মাজির। ‘আদালতে না গিয়ে অভিষেকের কাছে গেলেই সব সমস্যা মিটে যেত। চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য তৃণমূল বিধায়ক নির্মল মাজির। নাম না করে বিকাশ ভট্টাচার্যকে নিশানা নির্মল মাজি। ‘বামপন্থী প্রাক্তন মেয়র কথায় কথায় মামলা করছে’, বিজেপি টাকার জোগান দিচ্ছে, আক্রমণে নির্মল মাজি।