এক্সপ্লোর
West Bengal News Live Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন
Key Events

ফাইল ছবি
Background
- অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের (Kalyan Banerjee) করা মন্তব্যের তীব্র নিন্দা। তৃণমূলকে (TMC) আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিজেপির সবচেয়ে বড় ভৃত্য বলে আক্রমণ করলেন তিনি। পাল্টা, প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ইন্ডিয়া জোটের পরিপন্থী বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
- মহালয়ার পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর হচ্ছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ক্রিকেট বিশ্বকাপ এবং বিদেশি পর্যটকদের জন্য় নির্বিঘ্নে পুজো দেখার বন্দোবস্তের কথা মাথায় রেখে ব্য়বস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
- প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল ED। মিথিলেশকুমার মিশ্রর পরিবর্তে গ্যাংটক থেকে আসছেন রাজেশ কুমার। সঙ্গে থাকছেন আরেক তদন্তকারী অফিসার মুকেশ কুমার। এরই মধ্যে তদন্তকারী আধিকারিকের দায়িত্ব থেকে অপসারিত মিথিলেশকুমার মিশ্রর বিষয়ে আজ ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।
- ১২ হাজার কনস্টেবল নিয়োগেরও সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। উর্দু মাধ্যমে পার্ট টাইম ও ১৯৮ রাজবংশী সকুলে নেওয়া হবে ৩৯৪ জন আংশিক শিক্ষক। আঞ্চলিক ভাষার জন্য হচ্ছে নতুন বিভাগ।
- হাইকোর্টের রায়ের প্রতিবাদে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কামদুনি। আজ দিল্লিতে, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন কামদুনির প্রতিবাদীরা। পাশাপাশি, এদিন, নির্ভয়ার বাড়িতেও যান টুম্পা-মৌসুমীরা। বিকেলে যন্তরমন্তরে পালন করেন ধর্না কর্মসূচি।
- কামদুনির পাশে এবার নির্ভয়ার মা। নির্যাতিতার পরিজন ও প্রতিবাদীদের সঙ্গে দিল্লিতে দেখা করল আরেক নির্যাতিতার পরিবার। 'কামদুনি যাতে বিচার পায়, সেজন্য কেন্দ্রের কাছে আবেদন করব', জাতীয় মহিলা কমিশনের কাছেও অনুরোধ করব, আশ্বাস নির্ভয়ার মায়ের
23:53 PM (IST) • 13 Oct 2023
WB News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুনর্বহাল ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুনর্বহাল ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র। পশ্চিমবঙ্গের যে কোনও মামলার তদন্তে ছাড়পত্র। আগের নির্দেশ প্রত্যাহার করে জানালেন বিচারপতি অমৃতা সিন্হা।
23:41 PM (IST) • 13 Oct 2023
WB News Live: আদালতের অনুমতির পরই পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা সিবিআইয়ের
আদালতের অনুমতির পরই পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য সামনে রেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্নবাণ। প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















