West Bengal News Live Updates: রামপুরহাটে তৃণমূলে যোগ বিজেপি ও সিপিএম কর্মীদের
করোনা সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে কেরল। করোনায় মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ করোনা লিখতে হবে, নির্দেশিকা কেন্দ্রের। রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু।
LIVE
Background
রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা।
গতকাল সংখ্যাটা ছিল ৭৫২। রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হলেন ৭৫১। বলার অপেক্ষা রাখে না বিশেষ হেরফের হয়নি পরিস্থিতির। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৫৬,৯০৮ জন। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। গতকাল করোনায় মৃতেযু হয়েছিল ১৪ জনের। গত দু-দিনের তুলনায় আজ খানিকটা কমল মৃতের সংখ্যা।
সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে ১ দিনে করোনামুক্ত হয়েছেন ৭৫৭ জন। শুরু থেকে এখনও পর্যন্ত সবমিলিয়ে করোনা থেকে সেরে হাসপাতাল থেকে ফিরেছেন ১৫,৩০,১৪৪ জন। রবিবার রাজ্যে সুস্থতার হাল ৯৮.২৮ শতাংশ। বুলেটিন অনুযায়ী ১২ সেপ্টেম্বরে রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,১৮৭ জন। রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। শহরে ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ১২৫ জন। মৃত্যু হয়েছে ১ জনের। পাশাপাশি এরপরেই রয়েছে দক্ষিণ ২ পরগনা। সেখানে একদিনে নতুন করে করোনা সংক্রমিত ১২৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
অন্যদিকে, রবিবার দেশে করোনায় একলাফে দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও, কাঁটা দৈনিক মৃত্যুর সংখ্যাবৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৯১।
West Bengal News Live Updates: হোটেলবন্দি পর্যটকরা
নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের দুই সমুদ্র উপকূলবর্তী জেলা। খারাপ আবহাওয়ার কারণে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সমুদ্রে মাছ ধরতে যাওয়াও জারি হয়েছে নিষেধাজ্ঞা। ফিরে এসেছে বেশিরভাগ ট্রলার। দিঘায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ। হোটেলবন্দি পর্যটকরা।
West Bengal News Live : রামপুরহাটে তৃণমূলে যোগ বিজেপি ও সিপিএম কর্মীদের
বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় এক হাজার কর্মী।তাদের হাতে দলীয় পতকা তুলে দিলেন ডেপুটি স্পিকার তথা এলাকার বিধায়ক আশিষ বন্দোপাধ্যায়। এদিন বিকেলে রামপুরহাট থানার নারায়ণপুর অঞ্চলে এই যোগদানের আয়োজন করা হয়।
West Bengal News Live Updates: কলকাতাতেও শিশুদের মধ্যে বাড়ছে ভাইরাল নিউমোনিয়া, হাসপাতালে ২০ জন শিশু ভর্তি
কলকাতাতেও শিশুদের মধ্যে বাড়ছে ভাইরাল নিউমোনিয়া। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ২০জন শিশু ভর্তি ।২০জনের মধ্যে ৮জন শিশু ভর্তি আইসিইউতে।জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বহু শিশু।অসুস্থ শিশুদের সবাই ডেঙ্গি, ম্যালেরিয়া, করোনা নেগেটিভ
West Bengal News Live : ২ প্রেমিকাকে খুন করার অভিযোগ, শিলিগুড়ির মাটিগাড়া থেকে গ্রেফতার যুবক
শারীরিক সম্পর্কের সময়ই শ্বাসরোধ করে ২ প্রেমিকাকে খুন! মাটিগাড়ায় জোড়া খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। মাটিগাড়া থেকে ১ যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় যুবক গ্রেফতার। জেরা করে মাটিগাড়া থেকেই আরও ১ যুবতীর মৃতদেহ উদ্ধার।ধৃতকে জেরা করে ৩ মাস পরে মাটি খুঁড়ে যুবতীর দেহ উদ্ধার।৩ মাসের ব্যবধানে ২ প্রেমিকাকে খুন করার অভিযোগ
West Bengal News Live Updates: ১৬ তারিখও তৃণমূলের পদযাত্রায় অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ
১৬ তারিখও তৃণমূলের পদযাত্রায় অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। ১৭ তারিখ বিশ্বকর্মা পুজোর কারণ দেখিয়ে তৃণমূলের আবেদন খারিজ।বিশ্বকর্মা পুজোর জন্য আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে আবেদন খারিজ