West Bengal News Live :কাল দেবীপক্ষের সূচনা, সপ্তাহ ঘুরলেই দুর্গাপুজো
West Bengal News Live : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে
LIVE
Background
দেবীপক্ষের সূচনা: আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ দেবীপক্ষের সূচনা। মণ্ডপে মণ্ডপে শেষ মুহুর্তের প্রস্তুতি। অপেক্ষা শুধু মা-এর আগমনের।
এবার আসছে 'অভিষেকের দূত' : দিদির দূতের পর এবার অভিষেকের ( Abhishek Banerjee ) দূত। আজ হাওড়া থেকে নতুন জনসংযোগ কর্মসূচি। পুজোর সময় মানুষের পাশে থাকবেন অভিষেকের দূতরা। পরবর্তীতে শুরু অন্যান্য জেলাতেও।
অভিষেকের পিএ-কে তলব ইডির : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam ) এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) আপ্ত-সহায়ককে তলব ইডির। নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুমিত রায়। সোমবার শুনানি।
পার্থকে জেলে জেরা সিবিআইয়ের : আদালতের অনুমতির পরই পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee ) জেলে গিয়ে জেরা সিবিআইয়ের ( CBI ) । নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য সামনে রেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্নবাণ। প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
মিথিলেশকে পুনর্বহাল বিচারপতির : নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুনর্বহাল ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র। পশ্চিমবঙ্গের যে কোনও মামলার তদন্তে ছাড়পত্র। আগের নির্দেশ প্রত্যাহার করে জানালেন বিচারপতি অমৃতা সিন্হা।
মন্ত্রী-ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ : রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির নিশানায় মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। কৈখালির বাড়িতে তল্লাশির পর সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ।
সমবায় 'দুর্নীতি'-তে ফের হানা : ৫০ কোটির সমবায় দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে ফের সিবিআই অভিযান। সমবায় সমিতির ম্যানেজারের পাশাপাশি সহকারী হিসাবরক্ষককেও জিজ্ঞাসাবাদ।
সিবিআইয়ের বারাসাত-নোটিস : ব্যারাকপুরের পর বারাসাত। '২০১২ থেকে ২০২৩ পর্যন্ত কারা ছিলেন বারাসাত পুরসভার উপ পুরপ্রধান? ইমেল করে বারাসাত পুরসভাকে নোটিস, তালিকা তলব সিবিআইয়ের।
রাজীবের বিরুদ্ধে রুল জারি : পঞ্চায়েত ভোটে নির্দেশ না মানার অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের। ২৪ নভেম্বর সশরীরে হাজিরার নির্দেশ।
কর্মী-ক্ষোভে ভিন্ন মত : দলের কর্মী বিক্ষোভে বঙ্গ বিজেপির অন্দরেই ভিন্নমত। কড়া পদক্ষেপের হুঁশিয়ার সুকান্তর। কতজনকে শাস্তি দেবেন, পাল্টা দিলীপ। সুকান্তর সঙ্গে মিলে সমাধানের আশ্বাস শুভেন্দুর।
বোনাস-সংঘাত : ৫ হাজার বনাম ২ হাজার। কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসে বৈষম্যের অভিযোগ শুভেন্দুর। সকলেরই বোনাস ৫ হাজার ৩০০, বিভেদের চেষ্টা, পাল্টা মুখ্যমন্ত্রী।
ফিরলেন কামদুনির প্রতিবাদীরা : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা আইনি লড়াইয়ের প্রস্তুতি শেষ। কলকাতায় ফিরলেন কামদুনির প্রতিবাদীরা। সর্বোচ্চ আদালতে রাজ্যের মামলাতেও পার্টি প্রতিবাদীরা।
পুজোয় বধ 'বর্ষাসুর': পুজোয় সুখবর আবহাওয়া দফতরের। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী থাকবে রোদ ঝলমলে আকাশ। অনুভূত হবে উত্তুরে হাওয়ার প্রভাব।
Durga Puja 2023: মহালয়ার তর্পণেও লাগল রাজনীতির রং
মহালয়ার তর্পণেও লাগল রাজনীতির রং। নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পন করলেন বিজেপির মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মুখপাত্ররা। পিছিয়ে নেই রাজ্যের শাসক দলের মন্ত্রী-বিধায়করাও। কাঁথিতে সেবাদান কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, শহিদ পরিবারগুলি রয়েছে তাঁর সঙ্গে। দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল।
West Bengal Live News: উৎসবের আবহে বিষাদের দীর্ঘশ্বাস
উৎসবের আবহে বিষাদের দীর্ঘশ্বাস! কবে আসবে ঘরের দুর্গতি-নাশিনী? চাকরি নেই, তীব্র হচ্ছে অভাবের কামড়। আরও একটা মহালয়া নিয়োগ চেয়ে পথেই কাটল চাকরিপ্রার্থীদের। SLST চাকরিপ্রার্থী থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থী, সবার একটাই বক্তব্য, তাঁদের জীবনে আর পুজো বলে কিছু নেই। এই উৎসবের মরশুমও যে পথেই কাটবে, সেবিষয়ে নিশ্চিত তাঁরা। জটিলতা কাটিয়ে কবে হবে যোগ্যদের নিয়োগ? সেই প্রশ্নই তুলছেন চাকরিপ্রার্থীরা।
Durga Puja 2023: কাল দেবীপক্ষের সূচনা, সপ্তাহ ঘুরলেই দুর্গাপুজো
আজ মহালয়া৷ আগামীকাল দেবীপক্ষের সূচনা৷ সপ্তাহ ঘুরলেই মহাপুজো, বাঙালির শ্রেষ্ঠ শারোদৎসব। পিতৃপক্ষ অবসানের পুণ্যতিথিতে গঙ্গার ঘাটে ঘাটে মানুষের ঢল৷ পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ জেলাতেও৷
West Bengal Live News: সোদপুরের দক্ষিণপল্লী পুজোর সঙ্গে জড়িয়ে রাজ্যের সেচমন্ত্রী
৭৫ তম বর্ষে এবার সোদপুরের দক্ষিণপল্লী বার্নাসেলের থিম প্যারিসের অপেরা হাউজ। এই পুজোর সঙ্গে জড়িয়ে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
WB News Live : ইডির তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য
ED সূত্রে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের অধীনস্ত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI-এর কাছে যে বরাত আসত, সেই অনুযায়ী গম পৌঁছে যেত মিলে। ধৃত বাকিবুর রহমানও যেমন একজন গম মিলের মালিক। ED সূত্রে দাবি করা হচ্ছে, লিখিতভাবে যত পরিমাণ গমের বরাত দিতেন ডিস্ট্রিবিউটাররা, তার থেকে অনেকটাই কম পরিমাণে গম পাঠানো হত। মোট বরাতের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ গম, সরিয়ে ফেলা হত!! যা পরে খোলা বাজারে বিক্রি করা হয়েছিল।