West Bengal News Live Updates: গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: সিবিআইয়ের (CBI) হাতেই কি থাকবে পুরসভায় (Municiapality) নিয়োগে দুর্নীতি মামলা? সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের মামলায় আজ রায় দেবে ডিভিশন বেঞ্চ।
অশান্তির আবহেই আজ পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিন। নির্দেশের পরেও চাওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনী। রায়ের ব্যাখ্যা চেয়ে ফের হাইকোর্টে (Calcutta High Court) কমিশন।
ভাঙড়ে বিডিও অফিসের সামনেই পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার। প্রশ্নের মুখে আজব সাফাই।
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য জেলায় জেলায় সিভিকের জন্য তৈরি হচ্ছে পুলিশের উর্দি! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)।
মনোনয়নে (Nomination) বাধার অভিযোগ। বসিরহাট থেকে প্রার্থীদের এনে কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ। বাধা পেলে কীভাবে এত মনোনয়ন? পাল্টা প্রশ্ন অভিষেকের।
দিকে দিকে মনোনয়নে বাধা, কমিশনে শুভেনদু। ব্যারিকেড খুলে বিজেপি প্রার্থীদের ভিতরে ঢোকানোর চেষ্টা।
২দিন পার, ভাঙড় আছে ভাঙড়েই! দিনভর বোমা-লাঠির দাপাদাপি। মার খেল পুলিশও।
পুলিশের সামনেই দিনভর অশান্ত ভাঙড়। আক্রান্ত এবিপি আনন্দ।
অশান্ত ভাঙড়। নালিশ জানাতে নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না নৌশাদ।
রণক্ষেত্র ক্যানিং। সংঘর্ষ-বোমাবাজি-চলল গুলিও। শাসকের গোষ্ঠীসংঘর্ষে তৃণমূল কর্মীই গুলিবিদ্ধ।
নন্দীগ্রামে টিকিট নিয়ে তৃণমূলের অন্দরেই অসন্তোষ-বিক্ষোভ। চাপের মুখে সুফিয়ানের প্রার্থী পদ প্রত্যাহার। জেলা পরিষদে প্রার্থী করা হল সামশুল ইসলামকে।
পঞ্চায়েতে মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তি। প্রতিবাদে বামেরা। নিষ্ক্রিয়তার অভিযোগে আজ রাজ্য নির্বাচন কমিশনে বাম প্রতিনিধি দল।
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গ্রেফতার। প্রতিবাদে তমলুকের ১২টি অঞ্চল সভাপতির গণইস্তফা।
সত্য জানতে আর কতদিন? তদন্তে অগ্রগতি কোথায়? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই। অফিসাররা দক্ষ তো? প্রশ্ন ইডি-কেও।
মোবাইলে রাহুল বেরাকে তথ্য় ডিলিটের নির্দেশ দেন সুজয়কৃষ্ণ, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কাকুকে জেরায় তথ্য, কণ্ঠস্বরের নমুনা পেতে চায় ইডি, খবর সূত্রের।
ফের পুলিশে অনাস্থা। এবার শক্তিগড়ে রাজু ঝা খুনেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। খুনের সঙ্গে কয়লা পাচার সম্পর্কযুক্ত, মন্তব্য বিচারপতির।
কলকাতা বিমানবন্দরে আগুন। সিকিওরিটি চেকিংয়ের জায়গায় হঠাৎ দাউদাউ করে আগুন। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। শর্ট সার্কিট থেকেই বিপত্তি বলে সন্দেহ। বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা নিয়েই প্রশ্ন।
উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। ১৮ থেকে ২১ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। বিপর্যয়ের আশঙ্কায় প্রহর গুণছে গুজরাত। বহু ট্রেন বাতিল।
West Bengal News Live Update : 'আদালতের রায়কে স্বাগত জানাই', বললেন শুভেন্দু
কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে, গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ' প্রাথমিকভাবে আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাই।'
WB News Live : ভোটের আগেই জয়, বারাবনিতে জোড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের
ভোটের আগেই জয়, বারাবনিতে জোড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের । বারাবনির পানুড়িয়া, পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। নেই কোনও বিরোধী প্রার্থী, বিনা লড়াইয়েই গ্রাম পঞ্চায়েত দখল।
এWB News Live Update : বার অভিষেককে চোর চোর স্লোগান, ভিডিও ট্যুইট সুকান্ত মজুমদারের
এবার অভিষেককে চোর চোর স্লোগান, ভিডিও ট্যুইট সুকান্ত মজুমদারের । 'চোর স্লোগানেই যদি এত রাগ হয়, ভাবুন আক্রান্ত বিজেপি প্রার্থীদের কী হচ্ছে', পঞ্চায়েত মনোনয়নে হিংসার প্রসঙ্গ তুলে ভিডিও ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির।
WB News Live : মনোনয়নের নামে ভাঙড়ে শুধুই সন্ত্রাস। কমিশনে ধর্নায় নৌশাদ। আটকালেন কমিশনারের গাড়ি।
মনোনয়নের নামে ভাঙড়ে শুধুই সন্ত্রাস। কমিশনে ধর্নায় নৌশাদ। আটকালেন কমিশনারের গাড়ি।
WB News Live Update : টিকিট না পাওয়ায় ক্ষোভ, প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের কোন্দল
টিকিট না পাওয়ায় ক্ষোভ। নন্দীগ্রাম-সহ একাধিক জায়গায় প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের কোন্দল। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে, নজিরবিহীনভাবে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদের চার তৃণমূল বিধায়ক। আবার টিকিট না পেয়ে দলবদলের ছবি ধরা পড়ল মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুরে।