West Bengal News Live Updates: রাজ্যে কি ফের বাড়ছে কোভিড সংক্রমণ?
চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
LIVE
Background
কলকাতা : একনজরে আজকের শিরোনাম ।
১। আজ কনস্টিটিউশন ক্লাবে মমতার ( Mamata Banerjee ) ডাকে বৈঠক। থাকছে বাম-কংগ্রেসের প্রতিনিধি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে না চাইলেও যাচ্ছেন শরদ পাওয়ার।
২। রাষ্ট্রপতি নির্বাচন ( Presidential Election) নিয়ে তৎপর মমতা। ২দিনের সফরে দিল্লি গিয়েই পৌঁছলেন পাওয়ারের বাসভবনে। আজ বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক।
৩। ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ফের রাহুলকে ( Rahul Gandhi) তলব ইডির। বিজেপিতে গেলেই সাত খুন মাফ! মুকুল-শুভেন্দুর প্রসঙ্গ টেনে দাবি কংগ্রেসের। কোর্টে যান, পাল্টা বিজেপি।
৪। ভোটের প্রচারে ত্রিপুরায় অভিষেক, হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিবিআই। কয়লাপাচারকাণ্ডে রুজিরাকে প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ।
৫। বাড়িতে সিবিআই (CBI) , ত্রিপুরার সভায় চ্যালেঞ্জ অভিষেকের। প্রতিহিংসা মনে হলে কোর্টে যান, পাল্টা বিজেপি।
৬। দিল্লিতে মমতার বৈঠকের আগে অভিষেকের নিশানায় কংগ্রেস। আঁতাত করে দল ভাঙার ছক, পাল্টা অধীর।
৭। সুড়ঙ্গের শেষে আশার আলো দেখতে পাচ্ছি না। নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তে হতাশ বিচারপতি! এর থেকে কি সিট ভাল? প্রশ্ন নিজেকেই।
৮ । শেষে কি নোবেল তদন্তের মতো হবে? কী হবে কর্মহীনদের? সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন বিচারপতির। রাজ্যের প্রধানের কাছে কিছু করার আশাপ্রকাশ।
৯।নতুন করে কোনও অনিয়ম পেলে মাদ্রাসা কমিশনটাই তুলে দেব। নিয়োগে গরমিলের অভিযোগে মামলায় হুঁশিয়ারি হাইকোর্টের। কমিশনকে জরিমানা।
১০। রাজ্যপালের জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষামন্ত্রীকে ভিজিটর পদে বসাতে বিল পাস বিধানসভার। শিক্ষায় রাজনীতিকরণের চেষ্টা, আক্রমণ বিজেপির।
১০। নাড্ডার বার্তাই সার, ফের বঙ্গ-বিজেপিতে বিদ্রোহ। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মোহিত রায়। কথা বলার জায়গাই নেই বলে অভিযোগ।
১১। আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যু। দময়ন্তী সেনের নেতৃত্বে সিটকে তদন্তের নির্দেশ হাইকোর্টের। ২ সপ্তাহের মধ্যে দিতে হবে প্রাথমিক রিপোর্ট।
১২। লা মার্টিনিয়ার থেকে সাউথ পয়েন্ট। সরকারি বিজ্ঞপ্তির পর গরমের জন্য অনলাইনের পথে হাঁটল বেসরকারি স্কুলের একাংশ। (বাইট-আমাদের অসুবিধে আছে...কিন্তু কিছু করার নেই)
১২এ। ফের ত্রিফলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। হাওড়া পুরসভার কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। বৃষ্টির সময় ল্যাম্পপোস্টে হাত লেগে মৃত্যু, সিইএসসি সূত্রে খবর।
১৩। যুবভারতীতে সুনীল শো। হংকংকে ৪-০ গোলে উড়িয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারত। গোলের সুবাদে আন্তর্জাতিক ফুটবলে পুসকাসকে ছুঁলেন সুনীল ছেত্রী।
WB News Live Updates : প্রাইমারি দুর্নীতি মামলায় চাকরি বাতিল সিপিএম নেতার মেয়েরও
২০১৪’র প্রাথমিক টেটে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় ২৬৯ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের এক সময়ের দাপুটে সিপিএম নেতার মেয়ের নাম। কীভাবে চাকরি? তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
West Bengal News Live : উত্তর দিনাজপুরের খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম
উত্তর দিনাজপুরের খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম। সাংবাদিকদের উপর চড়াও এক যুবক। মাথায় চোট লাগে এবিপি আনন্দের সাংবাদিক সুদীপ চক্রবর্তীর। ভর্তি করা হয় হাসপাতালে। আহত হন আরও কয়েকজন সাংবাদিক। এদিন ইটাহারে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিকরা। সেখানেই হামলার শিকার হন তাঁরা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক রাজ্য পুলিশের কর্মী।
WB News Live Updates : বাঁশদ্রোণীতে দেহ উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড়!
বাঁশদ্রোণীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড়! সকালে মৃতের ভাই দাদাকে খুনের কথা বললেও, সন্ধেয় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলল, ব্যক্তির মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে। তাহলে দাদাকে খুনের ভুয়ো গল্প কেন বানালেন ভাই?
West Bengal News Live : দেড় কোটি প্রতারণার অভিযোগ, ধৃত তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ককে জেরা
চাকরির নামে বিধায়কের আপ্ত সহায়কের প্রায় দেড় কোটি ‘প্রতারণা’! ধৃত তেহট্টের তৃণমূলের বিধায়কের আপ্ত সহায়ক। জেলে গিয়ে ধৃত প্রবীর কয়াল ও তার সঙ্গীকে জেরা করবে পুলিশ। জেলে গিয়ে ধৃতকে জেরা করতে পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখাকে অনুমতি। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা সরানোর অভিযোগ। যদিও, ধৃতকে তাঁর আপ্ত সহায়ক নয় বলে দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক।
WB News Live Updates : সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা
কোচবিহারের তুফানগঞ্জে সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। তৃণমূলের দুর্নীতি ঢাকতেই মিথ্যা অভিযোগ, দাবি বিজেপির।