WB News LIVE Blog : বিরোধীরা মনোনয়নে বাধার মুখে পড়লে, নিজে গিয়ে ব্যবস্থা করবেন, বললেন তৃণমূল বিধায়ক
Get the latest West Bengal News and Live Updates: জেলায় জেলায় কী ঘটছে? জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Poll) আগে তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে ফের রক্তাক্ত বীরভূম (Birbhum)। সাঁইথিয়ায় বোমায় উড়ল পা। গুরুতর আহত নাবালক।
তৃণমূলের (TMC) লড়াইয়ে রণক্ষেত্র সাঁইথিয়া। গ্রেফতার ৭। পঞ্চায়েত ভোটে অশান্তির আশঙ্কা বিরোধীদের। গ্রাম্য বিবাদ, বীরভূমে (Birbhum) গিয়ে দাবি ফিরহাদের।
রাষ্ট্রপতি নিয়ে ঠিক মন্তব্য করেনি অখিল। এবিপি আনন্দের প্রশ্নে জানালেন মুখ্যমন্ত্রী।
এখনও কেন মন্ত্রী অখিল? অবিলম্বে অপসারণ চেয়ে এবার রাজভবনে বিজেপি। গ্রেফতারি চেয়ে কান্দিতে বিজেপির বিক্ষোভে তুলকালাম। হাইকোর্টে জনস্বার্থ মামলা।
কেন এখনও আইনি ব্যবস্থা নয় অখিলের বিরুদ্ধে? এবিপি আনন্দে সরব উপেন বিশ্বাস।
অখিলে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের হাতিয়ার বীরবাহাকে নিয়ে শুভেন্দুর মন্তব্য। অসম্মানের অভিযোগ।
জামিনের আর্জি খারিজ, পার্থ-সুবীরেশদের ফের জেল হেফাজত। টাকার বিনিময়ে চাকরিপ্রাপকদের গ্রেফতার নয় কেন? সিবিআইকে প্রশ্ন আদালতের।
কতদিনে শেষ হবে নিয়োগ দুর্নীতির তদন্ত? সিটে লোক না বাড়ালে হবে না। সিবিআইকে বললেন বিচারপতি। প্রয়োজনে নির্দেশ দেওয়ার ইঙ্গিত।
ধর্মতলায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার। বালিগঞ্জে প্রাথমিক সংসদের সামনে ফের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।
টেট উত্তীর্ণদের তালিকায় অমিত শাহ, মমতা থেকে শুভেন্দু, কুণাল, দিলীপ, সুজন! কাকতালীয়ভাবে নামের মিল, চাকরিপ্রার্থীদের তথ্য দিয়ে দাবি পর্ষদের।
৮ বছর পরে জানা গেল ইন্টারভিউয়ে বসার যোগ্য! চোদ্দর টেট উত্তীর্ণদের নম্বর নিয়েও বিভ্রান্তি। ভুল হলে সংশোধন, জানাল পর্ষদ।
কম নম্বর পেয়েও ডাক, অথচ বেশি নম্বর পেয়েও আসেনি ডাক। কর্মশিক্ষার অতিরিক্ত ৭৫০টি পদ নিয়ে সন্দেহ হাইকোর্টের। এসএসসির জবাব তলব।
কাজ করতে গেলে ভুল হবে। শুধরে নিয়ে চলতে হয়। দোষ করলে শাস্তি দেবে আইন। বললেন মমতা। ভুলটাই অভ্যেস, খোঁচা বিরোধীদের।
সব্জির গাড়িতে অন্য কিছু পাচারের আশঙ্কা মুখ্যমন্ত্রীর। পুলিশকে আরও নাকা চেকিং বাড়ানোর নির্দেশ। পুলিশকে তো অন্য কাজে ব্যবহার, পাল্টা শুভেন্দু।
কাঁথিতে অধিকারী বাড়ির সামনে কার্ড-গোলাপ নিয়ে হাজির টিএমসিপি। পুলিশের সামনেই অশ্রাব্য স্লোগান দিয়ে বৃদ্ধ বাবা-মাকে বিরক্ত করার চেষ্টা, অভিযোগ শুভেন্দুর।
জনসংখ্যার চেয়ে বেশি ১০০দিনের জব কার্ড! কারচুপির অভিযোগে হাইকোর্টে শুভেন্দু। ক্যাগকে দিয়ে অডিট, সিবিআই চেয়ে জনস্বার্থ মামলা।
ডেঙ্গিতে একদিনে বেলেঘাটা আইডিতে ৩ মহিলার মৃত্যু। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ পুরসভা. সরব বিরোধীরা। মেয়রের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির। পথে নামল কংগ্রেসও।
Panchayat Elections 2023: বিরোধীরা মনোনয়নে বাধার মুখে পড়লে, নিজে গিয়ে ব্যবস্থা করবেন, বললেন তৃণমূল বিধায়ক
বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়লে, নিজে গিয়ে তাদের মনোয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করবেন। মধ্যমগ্রামের সভায় বিরোধীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তৃণমূল বিধায়ক। সেনিয়ে অবশ্য কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
WB News Live Updates: শিলিগুড়িতে মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার
সাতসকালে শিলিগুড়িতে মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। পরিষ্কার করতে গিয়ে নর্দমায় একটি ওয়ান শটার পড়ে থাকতে দেখেন পুরসভার এক সাফাই কর্মী। খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর মিলি সাহা। যেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার অদূরেই শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ি। এভাবে শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Abhijit Ganguly: মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র ভর্ত্সনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বরে, ২০১৬ সালের SLST’র চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউকে ২৮শে অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। কেন নিয়োগপত্র দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য আদালতে আবেদন জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।
Abhijit Ganguly: মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র ভর্ত্সনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বরে, ২০১৬ সালের SLST’র চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউকে ২৮শে অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। কেন নিয়োগপত্র দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য আদালতে আবেদন জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।
Suvendu Adhikari: বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের জমায়েতের বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু
কাঁথিতে বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের জমায়েতের বিরুদ্ধে, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী। ১৮ জন TMCP সদস্যের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগও দায়ের হয়েছে। গ্রিটিংস কার্ড পাঠানোর পরও, বিরোধী দলনেতার মানসিক অবস্থার উন্নতি হয়নি। খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ।