West Bengal News Live : সওকত মোল্লার বিরুদ্ধে থানায় অভিযোগ ফুরফুরা শরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকির
West Bengal News : বিভিন্ন জেলার খবর এক নজরে ।
LIVE
Background
- সুকন্যার ( Sukanya Mondal ) হাজিরার আগের দিনই গরুপাচার মামলায় ( Cow Smuggling ) গ্রেফতার কেষ্টর সিএ মণীশ কোঠারি। দিল্লিতে ইডির ( ED ) ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তথ্য গোপনের অভিযোগ।
- ১১দিনে ১২জনকে তলবের প্রথম দিনেই গ্রেফতার মণীশ। কালো টাকা সাদা করতে ভুয়ো অ্যাকাউন্ট খোলার ছক কার? কেষ্টর ( AnubrataMondal ) মুখোমুখি বসিয়ে জেরা।
- নিয়োগে বেলাগাম দুর্নীতি, কোর্টের নির্দেশে একের পর এক চাকরি বাতিল। ভুয়ো প্রার্থীদের হয়েই সওয়াল মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) ।
- অশোক গঙ্গোপাধ্যায়ের মামলার উদাহরণ দিয়ে সংশোধনের সওয়াল মুখ্যমন্ত্রীর। ভুল ঠিক করতে বলেছিলাম, এমন দুর্নীতি আগে হয়নি, জবাব অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay ) ।
- চাকরি কেড়ে অত্যাচার করবেন না। কাতর আবেদন মুখ্যমন্ত্রীর। চাকরি না পেয়ে আত্মহত্যা, তাদের জন্য চোখের জল কোথায়? পাল্টা বিরোধীদের।
- গ্রেফতারির ৫২দিন পরে অবশেষে বহিষ্কৃত কুন্তল। বহিষ্কার শান্তনুকেও। পার্টি অফিসে মেলেনি টাকার পাহাড়, দায় নেই দলের, দাবি শশী-ব্রাত্যর।
- অবশেষে কুন্তল-শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ, কেষ্ট-মানিক নিয়ে সাফাই।
- পার্থর পরে অবশেষে কুন্তল-শান্তনুকে বহিষ্কার। কেষ্ট-মানিকে নরম। সবই লোকদেখানো, ভয় শুধু কেষ্ট-মানিক মুখ খোলার, তৃণমূলকে কটাক্ষ বিরোধীদের।
- চাকরিচ্যুতের তালিকা নিয়ে পাল্টা আক্রমণে তৃণমূল।
- শান্তনুর মোবাইলে নজর ইডির, বিস্ফোরক দাবি শুভেন্দুর। বললেন, শান্তনুর মোবাইলে ভাইপোর সব আছে। ১০ বছর আগের হোয়াটসঅ্যাপ চ্যাট বের করবে ইডি। শান্তনুর ফোনে কী আছে, কী করে জানল শুভেন্দু? পাল্টা প্রশ্ন তাপসের।
WB News Live : সওকত মোল্লার বিরুদ্ধে থানায় অভিযোগ ফুরফুরা শরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকির
সওকত মোল্লার বিরুদ্ধে জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ফুরফুরা শরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকি। পীরজাদার অভিযোগ, গত রবিবার ফুরফুরায় বিক্ষোভের মুখে পড়ার পর তাঁকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। অভিযোগ উড়িয়ে, পাল্টা হুমকির অভিযোগ করেছেন সওকত মোল্লা।
WB Live News Updates: চাকরি-বিক্রিতে জড়িত দলের অনেক নেতাই, বললেন ওন্দার তৃণমূল নেতা
চাকরি-বিক্রিতে জড়িত দলের অনেক নেতাই। বিস্ফোরক অভিযোগ করলেন বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের প্রার্থীপদও বিক্রি করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। অস্বস্তি ঢাকতে দলের নেতাকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল।
WB News Live : প্রাথমিক স্কুলে এবার পড়াবেন সিভিক ভলান্টিয়াররা!
প্রাথমিক স্কুলে এবার পড়াবেন সিভিক ভলান্টিয়াররা! সিভিক ভলান্টিয়ার নিয়ে বাঁকুড়া পুলিশের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। প্রাথমিকে ক্লাস নিতে ৪৬টি স্কুল, কমিউনিটি সেন্টারও চিহ্নিত! ক্লাস নিতে 'অঙ্কুর' নামে প্রকল্পের কথা ঘোষণা বাঁকুড়া পুলিশের। 'সিভিক ভলান্টিয়াররা ক্লাস নেবেন, বাঁকুড়া মডেল এবার গোটা রাজ্যে। সরকারি স্কুলে যাতে আর কেউ ভর্তি না হয়, তাই শিক্ষার মান নামানোর ছক। চাকরি দিলে আবার বেতন, ডিএ-র ঝামেলা থেকেও মুক্তি'! কটাক্ষ শুভেন্দুর।
WB Live News Updates: বীরভূমের পাড়ুইয়ে বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন
বীরভূমের পাড়ুইয়ে বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন। অল্পের জন্য় মৃত্য়ুর মুখ থেকে রক্ষা পেল বিজেপি নেতার পরিবার। দুর্ঘটনা নয়, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দাবি বিজেপি নেতার। কিন্তু কে বা কারা ঘটনার নেপথ্য়ে? শুরু হয়েছে তদন্ত।
SSC Case: 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান রেকর্ড করল CBI
নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান রেকর্ড করল CBI। আজ প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁর বয়ান রেকর্ড করা হয়। বয়ান খতিয়ে দেখার পর, ফের তাঁকে ডাকা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের দাবি।