West Bengal News Live Updates: সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, ডায়মন্ড হারবারে অভিষেক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

Background
কলকাতা: মোটা টাকা কমিশন দিলে জাল নথি দিয়েও মিলেছে পাসপোর্ট (Passport)! ভুয়ো পাসপোর্ট-চক্রের তদন্তে নেমে এবার FIR-এ এমনই চাঞ্চল্যকর দাবি করল CBI. এভাবেই নাকি ভারতীয় পাসপোর্ট (Indian Passport) পেয়েছেন নেপালের (Nepal) বাসিন্দাও!! তদন্তে, রবিবার, ধৃত গৌতমকুমার সাহা ও বরুণজিৎ রাঠোরকে নিয়ে সিকিমের উদ্দেশে রওনা দিল CBI।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
দেবীপক্ষের প্রথম দিনে আরও দুর্গাপুজোর (Durga Puja) ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কালীঘাটের (Kalighat) বাড়ি থেকে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সর্বজনীন-সহ দক্ষিণ কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রথমাতে কলকাতা পরিক্রমায় বেরোলেন রাজ্যপাল। কুমোরটুলিতে গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে কথা বললেন সি ভি আনন্দ বোস।
বাকিবুরের চালকল-গমকল-হাসপাতাল মিলিয়ে ৭ টি সম্পত্তির ঠিকানাই এক! পোস্ট অফিস দেবালয়। দেগঙ্গা। প্রশাসনের নাকের ডগায় চলেছে কারবার। অথচ তারা জানতেন না কিছুই। এমনই দাবি, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বর্তমান কর্মাধ্য়ক্ষ ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির। দায় নিয়ে তুঙ্গে সিপিএম-তৃণমূলের তরজা।
পুজো আর পেটপুজো, একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ঠাকুর দেখতে বেরিয়ে পছন্দের খাবার খাবেন তো সবাই। কিন্তু ভিড়ভাট্টার দিনগুলোয় যে খাবার তাঁদের পাতে পড়বে, তাঁর গুণমান কতটা স্বাস্থ্যকর থাকবে? তা যাচাই করতে মঙ্গলবার থেকে পথে নামছে কলকাতা পুরসভা। ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে চলবে অভিযান। রেস্তোরাঁ থেকে স্ট্রিটফুড, কোনও ভেজাল মেশানো হচ্ছে কিনা, খাবার বানাতে গিয়ে পরিচ্ছন্নতার প্যারামিটার কতটা মানা হচ্ছে, এসবই খতিয়ে দেখবেন পুরকর্তারা।
বাড়িতে আগুন লেগে ১০ মাসের শিশুকন্যা-সহ ঝলসে মৃত্যু হল ৪ জনের। হাওড়ার উলুবেড়িয়ায় মর্মান্তিক ঘটনা। কী কারণে আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ ও দমকল।
২১ অক্টোবর সপ্তমীর দিন কলকাতায় আসছেন জে পি নাড্ডা। অমিত শাহের পর শারদোৎসবে অংশ নিতে কলকাতায় আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। বিধাননগরের বিজে ব্লক, মধ্য কলকাতার একটি পুজো, ও হাওড়ার একটি পুজোয় আসবেন নাড্ডা।
WB News LIVE Updates: বাংলায় 'পরিবর্তন' ? পুজোয় শহরে এসে বড় বার্তা অমিত শাহের
দুর্গাপুজোর উদ্বোধনে শাহ এলেন শহরে (Amit Shah in Kolkata)। সন্তোষ মিত্র স্কোয়ারে এসেই স্পষ্ট বললেন, 'আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি..'। কিন্তু তা কি হয় ? যে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম এবার 'রামমন্দির', সেখানে কোনও পরোক্ষভাবেও রাজনৈতিক কথা হবে না, এমনটা মানতে নারাজ রাজনৈতিক মহলও। তাই চব্বিশের লোকসভার আগে রাজনীতি নিয়ে কিছু বলবেন না বলেও, এশহরে 'ফের আসার' বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই মাস্টারস্ট্রোক। মূলত ফের এসে যে রাজনীতির কথা বলবেন। তা নিয়ে জানান দিয়ে গেলেন শাহ। কিন্তু এখানেই শেষ নয়, 'বাংলায় পরিবর্তন আনবেন', মূলত ছুঁয়ে গেলেন সেকথাই। সবমিলিয়ে বাঙালির দুর্গাপুজোতেও এবার পিছু না ছাড়ল না ভোট-রাজনীতি !
WB News LIVE Updates: পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ গ্রামবাসীদের
পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভে সামিল হয় মহিলারাও। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকড়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে। হাতে খালি বালতি ও পোস্টার নিয়ে গ্রামবাসীরা হুড়মুড়িয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ (Agitation) দেখাতে থাকেন। মহিলারা চেয়ার ছুড়তে থাকে পঞ্চায়েত অফিসের মধ্যে।পরিস্থিতি সামাল দিতে আসে বাঁকরা তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ বাকড়ার জমাদার পাড়া সহ আশপাশ এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রায় এক হাজার পরিবারের পানীয় জলের লাইন থাকলেও জলের চাপ কম থাকায় তারা দীর্ঘদিন জল পাচ্ছেন না। তারা বারবার পঞ্চায়েতের কাছে দরবার করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এলাকার টিউবয়েল থেকেও ভালোভাবে জল পাওয়া যাচ্ছে না। এই নিয়ে বিক্ষোভ দেখান। ক্ষোভে মহিলারা চেয়ার ছুড়তে থাকেন। তারা অবিলম্বে পরিশুদ্ধ পানীয় জলের দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। কবে থেকে জল পাওয়া যাবে এ ব্যাপারে উত্তর দিতে পারেনি পঞ্চায়েত।






















