West Bengal News Live : সন্ধ্যে গড়াতেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শকদের ভিড়, আলোর রোশনাইয়ে ভাসল কলকাতা
WB News Update : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর একনজরে ।
LIVE
Background
- স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) জড়িত ক্লাবও! আদালতে বিস্ফোরক দাবি করল ED। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ছেলে সৌভিক ভট্টাচার্য, একটি ক্লাবের মাধ্য়মে টাকা লেনদেন করতেন, দাবি ED-র। সৌভিকের অবশ্য দাবি, ED-র তথ্য অযৌক্তিক। এবিষয়ে সোমবার হলফনামা দেবেন তিনি।
- উপাচার্য নিয়ে রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাতে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের (Supreme Court)।সময় বেঁধে সার্চ কমিটি গড়ে দেওয়ার ঘোষণা সর্বোচ্চ আদালতের। সব পক্ষকে ৩ থেকে ৫টি নাম পাঠাতে নির্দেশ।
- বর্ষায় বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার (Dengue and Malaria) প্রকোপ। জোড়া আতঙ্কে সাধারণ মানুষ। হাওড়া পুরসভা (Howrah Municipality) এলাকায় সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো। মশাবাহিত রোগ রুখতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন।
- ২০০ টাকা পার মুরগির মাংসের দাম (Chicken Price)। কলকাতা থেকে জেলার বাজার। সর্বত্র লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। মুরগির খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে দাম, জানালেন বিক্রেতারা। আচমকা দাম বৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।
- আলিপুরদুয়ার সমবায় সমিতিতে দুর্নীতি মামলায় নথি না মেলায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। চালাকি করছে সিবিআই ইডি, ৫০ লক্ষ টাকা জরিমানা ২ সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ হাইকোর্টের।
- তাঁর বৈঠকে গরহাজির রেজিস্ট্রারদের নিয়ে ব্রাত্যর ক্রীতদাস শব্দের প্রয়োগে তপ্ত রাজনীতি। এই ধরনের ভাষা প্রয়োগে অপমান রাজ্যের, অপমান বাংলার সভ্যতার, পাল্টা মন্তব্য ধর্মেন্দ্র প্রধানের।
- শুভেন্দুর অনুষ্ঠান উপলক্ষে তোলা চেয়ে শান্তিপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। এটাই এ ধরনের নেতাদের বৈশিষ্ট্য, সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস শমীকের।
West Bengal News Live : গোটা রাজ্য়ের মতোই বাঁকুড়াতেও বাড়ছে ডেঙ্গি সংক্রমণ
গোটা রাজ্য়ের মতোই বাঁকুড়াতেও বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। বাঁকুড়া শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫০ ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাঁকুড়া পুরসভাকে। তবে চিকিৎসকরা জানাচ্ছেন সংক্রমণ ছড়ালেও এবারের ডেঙ্গি ততটা ভয়ঙ্কর নয়।
WB News Live : কেষ্টপুর খালে যুবকের ঝাঁপ, খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি
কেষ্টপুর খালে যুবকের ঝাঁপ, খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি। '২দিন আগে বাইক আটক পুলিশের, অপমানে আত্মঘাতী, মদ্যপান করে বাইক চালাতে পারছিল না বলে সন্দেহ। চুরির কিনা সন্দেহ বাইক আটক করে বৈধ নথি আনতে বলা হয়েছিল'। কেষ্টপুরের খালে অনলাইন ডেলিভারি বয়ের ঝাঁপ নিয়ে দাবি পুলিশের: সূত্র। নিখোঁজ যুবকের খোঁজে ডুবুরি নামিয়ে কেষ্টপুর খালে তল্লাশি পুলিশের।
West Bengal News Live : পুজোর আগে বেহাল কলকাতার রাস্তাঘাট, বৃষ্টির জল পড়ে কার্যত মরণফাঁদে পরিণত
পুজোর আগে বেহাল কলকাতার রাস্তাঘাট। কোথাও বিশাল বিশাল গর্ত। কোথাও পিচ উঠে মোরাম বেরিয়ে পড়েছে। বৃষ্টির জল পড়ে কার্যত মরণফাঁদে পরিণত। তারাতলা বেস ব্রিজ, হরিদেবপুরের এমজি রোড থেকে গড়িয়া মেট্রো স্টেশনের কাছে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। ছবিটা একই রকম। রুবি মোড়ের কাছে খারাপ রাস্তায় জোড়া তাপ্তি দিয়ে চলছে কাজ। কামালগাজির কাছেও বেহাল রাস্তা।
WB News Live : হাওড়া স্টেশনে লাঠিচার্জ, প্রতিবাদে হুগলিতে রেল অবরোধ হকারদের
হাওড়া স্টেশনে লাঠিচার্জ, প্রতিবাদে হুগলিতে রেল অবরোধ হকারদের। অবরোধের জেরে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ । চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
West Bengal News Live : অভিষেকের নারদ-মন্তব্যে এবার সৌগত-মদন সংঘাত
অভিষেকের নারদ-মন্তব্যে এবার সৌগত-মদন সংঘাত। দলেরই সাংসদকে তীব্র কটাক্ষ মদন মিত্রর। 'আমাদের কিছু নেতা ভুলে যান, মমতা-অভিষেকের দেওয়া সিম্বলেই তাঁরা জিতেছেন, সিম্বল কেড়ে নিলে চশমা পরে ছাত্র পড়াতে হবে। ছাত্রও জুটবে না, তখন বাদাম বেচতে হবে। অভিষেক ঠিক বলেছেন, শুভেন্দুকে গ্রেফতার করাই লক্ষ্য। আগে শুভেন্দুকে ধরো, তারপর আমাদের ধরো', মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর