West Bengal News Live: গেট বন্ধ করতে বলেছিলে হস্টেল সুপারও, বিস্ফোরক দাবি যাদবপুর মেন হস্টেলের নিরাপত্তারক্ষীর
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর...
LIVE
Background
যাদবপুরকাণ্ডের (Jadavpur University Student Death) পর ২ ছাত্র হস্টেলের গেটে তালা দিয়েছিল। কয়েকজন ছাত্র পালিয়েছে, মৃত্যুর তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা হয়েছিল। ভাইরাল চ্যাটে (viral chat) বিস্ফোরক দাবি। অভিযোগ আসেনি, জানাল পুলিশ।
হস্টেলে (hostel) অনিয়ম, নেই সিসিটিভি (CCTV)। কেন রক্ষণাবেক্ষণ হত না ? কেন উদাসীন কর্তৃপক্ষ ? যাদবপুরে ছাত্র মৃত্যু-তদন্তে ফের সহ উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ।
রিপোর্ট পেয়ে সন্তুষ্ট, আজ যাদবপুরে পড়ুয়ামৃত্যুর তদন্তে আসছে না ইউজিসি-র (UGC) প্রতিনিধিদল, দাবি বিশ্ববিদ্যালয়ের। প্রকৃত রিপোর্টই দেয়নি। পাল্টা দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
যাদবপুরে ছাত্রমৃত্যুর পরেও বন্ধ হয়নি বহিরাগত-প্রবেশ! পাঁচিল টপকে ক্যাম্পাসে অবাধ আনাগোনা! ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়।
র্যাগিং রোধে রাজ্যের নতুন সার্কুলারে বিতর্ক। নির্দেশিকা মেনে চলছে কিনা, এতদিন কেন দেখা হয়নি ? কেন কড়া ব্যবস্থা নেওয়া হয়নি ? হুঁশ ফেরাল ছাত্র মৃত্যু ? ড্যামেজ কন্ট্রোল ? উঠছে প্রশ্ন।
আজ নদিয়ায় (Nadia) যাদবপুরের মৃত পডুয়ার বাড়ি যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। মৃত ছাত্রের বাবাকে ফোন সুকান্তর। প্রয়োজনে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস।
যাদবপুরে ছাত্র মৃত্যুর পর এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজভবনে তলব। আজ বিকেল পাঁচটায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের জরুরি বৈঠক করবেন রাজ্যপাল।
'অন্ধকার থাকলে আলো আছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।' যাদবপুরে উপাচার্য না থাকা নিয়ে আশ্বাস রাজ্যপালের। অ্যাকশন প্ল্যান তৈরি, দ্রুত বাস্তবায়িত, বললেন সিভি আনন্দ বোস।
আগামী বছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন, দাবি মোদির। নিজের ঘরের ছাদ থেকে তুলবেন, কটাক্ষ কংগ্রেসের। আগামীতে ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী, দাবি ফিরহাদের।
পরিবারবাদ-ভাইপোবাদ প্রতিভা দেখে না, যোগ্যতাকে মান্যতা দেয় না। আক্রমণ মোদির। নতুন কিছু বলুন, কটাক্ষ অধীরের। অমিত শাহের ছেলে কী করছে, আক্রমণ তৃণমূলের।
রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার। যোগ দিলেন রাজভবনে চা-চক্রে।
ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) তৃণমূল বনাম তৃণমূল (TMC VS TMC)। ইসলামপুরে জয়ী তৃণমূল প্রার্থীদের অনুগামীদের ওপর ছররা গুলি চালানোর অভিযোগ চোপড়ার বিধায়কের অনুগামীদের, আহত ২১, আশঙ্কাজনক ১।
৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী পুলওয়ামায় নিহত জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়। ঘোষণা করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
প্রয়াত কিংবদন্তী ফুটবলার মহম্মদ হাবিব। বয়স হয়েছিল ৭৪ বছর। ময়দানের 'বড়ে মিঞাঁ' নামে পরিচিত। তিন প্রধানের হয়েই বারবার লক্ষ্যভেদ। পরিবারের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর।
West Bengal News Live : বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হলেন একদা অনুব্রত-বিরোধী বলে পরিচিত তৃণমূলের কাজল শেখ
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হলেন একদা অনুব্রত-বিরোধী বলে পরিচিত তৃণমূলের কাজল শেখ। জেলা পরিষদের সহ সভানেত্রী হলেন স্বর্ণলতা সোরেন। নানুর থেকে জেলা পরিষদের প্রার্থী হিসেবে জয়ী হন কাজল শেখ। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই জেলা রাজনীতিতে রকেট গতিত উত্থান কাজলের। ২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল। সূত্রের খবর, বীরভূমে একদিকে সংখ্য়ালঘু ভোট, আরেক দিকে
মহম্মদবাজারের কয়লা খাদান, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে তৃণমূল।
যাদবপুরকাণ্ডে কার্যত একসুর মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
যাদবপুরকাণ্ডে কার্যত একসুর মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী আবার এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়েছেন। আজ নদিয়ায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল।
West Bengal News Live : খানাকুলে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
খানাকুলে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। পরপর ৪ রাউন্ড গুলি চলারও অভিযোগ। নেপথ্যে বিজেপির বোর্ড গঠন ঘিরে দ্বন্দ্ব বলে দাবি। উদ্ধার গুলি খোল ও তাজা বোমা।
WB News Live Updates: পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই তৃণমূল বা বিজেপিকে সমর্থন না করার দাবি করেছিল সিপিএম নেতৃত্ব
পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই তৃণমূল বা বিজেপিকে সমর্থন না করার দাবি করেছিল সিপিএম নেতৃত্ব। কিন্তু, জেলার বেশ কয়েকটি পঞ্চায়েতে বিজেপিকে বোর্ড গঠনে সমর্থন করেছে সিপিএম। আগে বহিষ্কারের হুঁশিয়ারি দিলেও সেইসব জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দিয়েছে দল। আর এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live জেলা পরিষদকে দলীয় অফিসে পরিণত করে দুর্নীতি চলছে
জেলা পরিষদকে দলীয় অফিসে পরিণত করে দুর্নীতি চলছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে তৃণমূল বোর্ড গঠন করতেই তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। কাঁথি পুরসভাকে পার্টি অফিসে পরিণত করেছিলেন কারা? পাল্টা নিশানা করল তৃণমূল।