West Bengal News Live: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল
West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
LIVE
Background
কলকাতা: সকালে শান্তিপ্রসাদ, বিকেলে কল্যাণময়। কোর্টের বার্তার পরেই সক্রিয় সিবিআই (CBI)। দুর্নীতি মামলায় ফ্ল্যাট থেকে দফতরে এনে পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ (SSC Reruitment Scam)।
কমিশনের কিছু সদস্য আত্মীয়দের অবৈধভাবে নিয়োগ করেছেন। ফলের জন্য তৈরি থাকতে বলুন। এসএসসির আইনজীবীকে কড়া বার্তা বিচারপতির।
২৬৯ নয়, বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। ২ হাজার ৭৮৭ জনের মধ্যে শুধু প্রশিক্ষিতদেরই বাড়তি নম্বর, কোর্টে জানাল প্রাথমিক পর্ষদ।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার শুনানি।
আজ নয়, রাহুলের আর্জি মেনে সোমবার তলব ইডির। চন্ডীগড়, লখনউয়ে বিক্ষোভ। দুর্নীতিতে কারা যুক্ত, জানতে চায় জনগণ, পাল্টা দিলীপ।
রাহুলকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করায় অত্যাচার করছে দিল্লি পুলিশ। অধীরের নেতৃত্বে লোকসভার স্পিকারের কাছে নালিশ। দুর্নীতি করায় ভয় পাচ্ছে কংগ্রেস, পাল্টা বিজেপি (Primary TET)।
সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রণক্ষেত্র বিহার। ছাপরা, গোপালগঞ্জ, মুঙ্গের, জেহানাবাদে তুলকালাম। হরিয়ানায় ডিসি-র বাসভবনে হামলা। পাল্টা গুলি পুলিশের।
নিয়োগ-বিতর্কের আঁচ বাংলাতেও। ভাটপাড়ায় বিক্ষোভ। ধৈর্যের পরীক্ষা নেবেন না, মোদিকে তোপ রাহুলের। প্ররোচনায় পা দেবেন না, পাল্টা যোগী।
বিক্ষোভ আবহে সিদ্ধান্ত বদল। শুধু ২০২২-এর জন্য সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পে নিয়োগে বয়সসীমা বাড়িয়ে ২৩ বছর করার সিদ্ধান্ত, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।
হাসপাতালে ভর্তি সনিয়া গাঁধী। করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দিল্লির গঙ্গারাম হাসপাতালে রাতেই পৌঁছলেন রাহুল গাঁধী।
বিধানসভায় বিল নিয়ে ভোটাভুটিতে ফের বিভ্রাট। গরহাজির শুভেন্দু-মিহিরের নামেও পড়ল ভোট! বিরোধী শিবিরেরই কারও ভুল, বললেন অধ্যক্ষ।
৯ বছর পরে সারদা কেলেঙ্কারির প্রথম মামলা থেকে মুক্ত কুণাল। বললেন, "গ্রেফতারের দিন দলের কেউ সাহায্য করেনি। আমার লড়াই আমার মতো লড়ে নেব।"
১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া নিয়ে এবার দিল্লিতে দরবার তৃণমূলের। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক। বেরোতেই গেলেন সুকান্ত।
মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই মেট্রো শহরে রান্নার গ্যাসের সংযোগেও বাড়ল খরচ। সিলিন্ডার, রেগুলেটরের ডিপোজিটে দিতে হবে বাড়তি ৮৫০ টাকা।
সাঁড়াশি চাপে মধ্যবিত্ত। গৃহঋণে সুদের হার আরও বাড়াল এসবিআই।আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদ বাড়ানোয় টাকার দামে আরও পতনের আশঙ্কা।
হাওড়ায় মৃত্যু থেকেও নেই শিক্ষা! কলকাতা-জুড়ে ত্রিফলা বাতিস্তম্ভের জয়েন্ট বক্সে খোলা তার। পুর কমিশনারের কাছে রিপোর্ট তলব মেয়রের।
‘অগ্নিপথে’র আক্রোশে জ্বলছে দেশ। সত্যিই কি অনিশ্চিত ‘অগ্নিবীর’দের ভবিষ্যৎ? প্রকল্প নিয়ে দ্বিধাবিভক্ত প্রাক্তন সেনাকর্তারা।
নিয়োগ-দুর্নীতিকাণ্ডে তৎপর CBI, প্রাক্তন উপদেষ্টার বাড়িতে তল্লাশি। কল্যাণময়কে ফ্ল্যাট থেকে অফিসে তুলে এনে জিজ্ঞাসাবাদ।
নিয়োগ-দুর্নীতিকাণ্ডে তৎপর CBI, প্রাক্তন উপদেষ্টার বাড়িতে তল্লাশি। ২ বছর পর ২১ জুলাইয়ের সভা, আজ প্রস্তুতি বৈঠকে তৃণমূল।
West Bengal News Update Live: মালদায় শ্বাসরোধ করে খুন ব্যক্তিকে
মালদার হরিশ্চন্দ্রপুরে দিনমজুরকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন। গ্রেফতার মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক। সম্পর্কের টানাপোড়েনে খুন, নাকি নেপথ্যে অন্য রহস্য, খতিয়ে দেখছে পুলিশ।
West Bengal News Live: সৌরভের হাত ধরেই ব্র্যান্ড প্রোমশন ম্যাজিক লাইটের
পাখির চোখ পশ্চিমবঙ্গ। কলকাতার এক নামী হোটেলে ব্র্যান্ড প্রোমোশন করল MAGIK Light। জীবনের লাইট থেকে ময়দানের লাইম লাইটের কথা শোনালেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভ গঙ্গোপাধ্যায়।
West Bengal News Update Live: জমি বিতর্কে তৃণমূলের প্রধান ও উপপ্রধানের তরজা
তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি খাস জমিতে চাষ করার অভিযোগে রাস্তায় নামলেন দলেরই উপপ্রধান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জমা পড়েছে অভিযোগ।
West Bengal News Live: সোমবার থেকে খুলছে শহরের বেশ কয়েকটি স্কুল
স্রোতের বিরুদ্ধে হেঁটে খুলে যাচ্ছে শহরের বেশ কিছু স্কুল। CNI-এর অধীন প্রায় সমস্ত স্কুলে সশরীরে ক্লাস শুরু হবে আগামী সোমবার। গত সোমবারই বিজ্ঞপ্তি দিয়ে গরমের ছুটি ১১ দিন বাড়িয়েছিল সরকার।
West Bengal News Update Live : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল
বিধানসভার অধ্যক্ষকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।