West Bengal News :রেশন লুঠ তৃণমূল আমলের শুরু থেকেই চলছে, অভিযোগ অধীরের
West Bengal News Live Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
ইডির নজরে অভিষেকের পিএ : হাইকোর্টে ( High Court ) খারিজ রক্ষাকবচের আর্জি। নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির (ED ) নজরে অভিষেকের ( Abhishek Banerjee ) পিএ। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে ১০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ।
নিয়োগ দুর্নীতিতে ফের গ্রেফতার : সিবিআইয়ের ( CBI ) জালে এবার এস এন বসু অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার। প্রাথমিকে দুর্নীতিতে ওএমআর শিট কারচুপির অভিযোগে গ্রেফতার।
৫০ কোটির রেশন-দুর্নীতি : ৫০ কোটির বেশি টাকার রেশন দুর্নীতি! টাকা সরাতে খোলা হয়েছিল ভুয়ো কোম্পানি! বাকিবুরকে গ্রেফতারের পরে অনুমান ইডির। আন্তর্জাতিক যোগেরও সন্দেহ।
বাড়ি যেন 'খাদ্যভবন' : বাকিবুরের বাড়ি যেন খাদ্যভবন! শতাধিক বিভিন্ন সরকারি স্ট্যাম্পের হদিশ। কীভাবে সক্রিয় চক্র? এক অভিযুক্তের বাড়িতে উদ্ধার ডায়েরিতে হিসেব পাওয়ার দাবি ইডির।
অভিযানের পরেও কালোবাজারি? : ২ বছরে নদিয়ার ৩ থানায় মামলা। রেশন দুর্নীতির অভিযোগে পুলিশি অভিযানের পরেও কীভাবে রমরমিয়ে মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুরের কারবার? দূরত্ব তৈরির চেষ্টায় তৃণমূল।
'দুর্নীতি দূর হোক' : ঝটিকা সফরে পুজো উদ্বোধনে এসে দুর্নীতি নিয়ে ফের আক্রমণে অমিত শাহ। বললেন, বাংলা থেকে দুর্নীতি দূর হোক, এই প্রার্থনা করি।
পুজোর উদ্বোধনে শাহ: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই সন্তোষ মিত্র স্কোয়ারে রামমন্দিরের আদলে মণ্ডপের উদ্বোধনে অমিত শাহ।
শাহকে খোঁচা অভিষেকের: পুজো উদ্বোধনে কলকাতায় শাহ, ডায়মন্ড হারবারের অনুষ্ঠান থেকে আক্রমণে অভিষেক। বললেন, যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই পুজো উদ্বোধনে কলকাতায়)
বামেদের 'একাল-সেকাল': প্রবীণ বামপন্থীদের প্রশংসা করেও নবান্নে সূর্যকান্তদের ফ্রিশফ্রাই খাওয়া নিয়ে নিশানা শুভেনদুর। সেটিং তত্ত্বে পাল্টা বামেরা। ভোট টানার কৌশল, কটাক্ষ তৃণমূলের।
শপথ-সংঘাত: দুর্নীতি-হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক রাজ্যপালের। বসের সুরেই বোস, কটাক্ষ তৃণমূলের।
পেশ করেও আটকে বিল: মেলেনি রাজ্যপালের সই। বিশেষ অধিবেশনেও আটকে গেল মন্ত্রী-বিধায়কদের বেতন-বিল। বৈধতার প্রশ্নে বিজেপির বিক্ষোভ। ঠিক করছেন না রাজ্যপাল, পাল্টা তৃণমূল।
হাইকোর্টের বাহিনী-নির্দেশ: বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় পরিবারের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী। তিন সপ্তাহের মধ্যে বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের।
আত্মসমর্পণের পরেই হেফাজতে: জলপাইগুড়িতে সমাজকর্মী দম্পত্তি খুনের মামলায় কোর্টে আত্মসমর্পণের পরেই যুব তৃণমূল নেতার পুলিশ হেফাজত। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, জামিনের আর্জি খারিজ।
জাল পাসপোর্ট, আরও গ্রেফতার: জাল পাসপোর্টকাণ্ডে ধৃত আরও ৪ । ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত। নেপালের বাসিন্দাদের জন্যও ভারতীয় পাসপোর্ট। জঙ্গিদের হাতেও পৌঁছে যাওয়ার আশঙ্কা।
গুজরাতে বাংলার শ্রমিক 'খুন': গুজরাতে সোনার দোকানে কাজ করতে গিয়ে কালনার ২জনের রহস্যমৃত্যু। বকেয়া বেতন চাওয়ায় চুরির অপবাদে পিটিয়ে খুনের অভিযোগ। পাশে থাকার আশ্বাস মন্ত্রীর।
West Bengal News Live : OMR শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার
OMR শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার। পার্থ সেনের পর এবার এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডিরেক্টর কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই। তাপস মণ্ডল, কুন্তল ঘোষের মতোই নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে যুক্ত কৌশিক, আদালতে দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
WB News Live : লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর এবারের থিম ডিজনি ল্যান্ড
লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর এবারের থিম ডিজনি ল্যান্ড। প্রতিবারের মতো এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের দেবী প্রতিমাকে। পেল্লাই সাইজের মুকুট থেকে, বিশাল হার, মোটা মোটা বাহুবন্ধ, সবই সোনার তৈরি। উমার সঙ্গে সোনার সাজে সেজে উঠেছে তাঁর সন্তান-সন্ততিরাও।
West Bengal News Live : টালা প্রত্যয় পুজোর থিম 'কহন'
টালা প্রত্যয় পুজোর থিম 'কহন'। পুজোর থিমে যেন তুলে ধরা হয়েছে শিল্পীর কল্পনায় একটা বাড়ি যেখানে তিনি ও দুর্গা থাকেন। ৯৮ বছরে পা দিল এই পুজো।
WB News Live : মুদিয়ালির পুজোর এবারের থিম 'সমাহারে সমারোহ'
মুদিয়ালির পুজোর এবারের থিম 'সমাহারে সমারোহ'। ৮৯ তম বছরে পা দিল এই পুজো। মায়ের মূর্তি সাবেকি, মণ্ডপের ভিতরে ও বাইরে পিতলের কাজ।
West Bengal News Live :বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায় আরতি করলেন বারাণসীর পুজারিরা
বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায় আরতি করলেন বারাণসীর পুজারিরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেলুড় মঠের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল গঙ্গা সংস্কৃতি যাত্রার।