West Bengal News Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে গ্রেফতার আরও ৩ জন, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১২
West Bengal News Live Updates : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
- ছাত্রমৃত্যুর শোকের (Jadavpur University Student Death) আবহেও ফের রণক্ষেত্র যাদবপুর! সভার পর শুভেন্দুকে (Suvendu Adhikari) কালো পতাকা, গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি-আরএসএফ (BJP-RSF) সংঘর্ষ-রক্তারক্তি।
- যাদবপুরের মৃত ছাত্রের বাবার আবেদনের পরেও অশান্তি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম ছাত্র সংগঠনের।
- যাদবপুরের হস্টেলে (JU Hostel) নেই কোনও আইনের শাসন, মানছেন ডিন অফ সটুডেন্টস! লালবাজারের প্রশ্নের মুখে ছাত্রদের প্রতিরোধের সামনে অসহায়তা কবুল!
- কোন পদ্ধতিতে যাদবপুরে হস্টেলের রুম বণ্টন? নথি চাইল পুলিশ। হস্টেল ছিল প্রাক্তনীদের ফ্রির গেস্টহাউস? বিস্ফোরক সুপার।
- ছাত্রমৃত্যুর ৭ দিন পরেও ভাঙল না ঘুম! এখনও সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্তহীনতায় যাদবপুর কর্তৃপক্ষ! রাতে শুধুমাত্র ১১ঘণ্টা প্রবেশে কড়াকড়ি! বাকি ১৩ঘণ্টা ঢিলেঢালা? উঠছে প্রশ্ন।
- কার স্বার্থ, কীসের ভয়ে ইউজিসি-র গাইডলাইন মানতে এত দ্বিধা? সিসি ক্যামেরা বসানোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তহীনতা নিয়ে প্রশ্ন প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী
- তেরো বছর আগেই যাদবপুরে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত কার্যকর। এখন কেন নেই? প্রশ্ন প্রাক্তন উপাচার্য প্রদীপ নারায়ণ ঘোষের। ক্যাম্পাসে বিধিনিষেধের ফর্মুলা নিয়েও প্রশ্ন
- পরনে ছিল গামছা। রক্তাক্ত অবস্থায় ট্যাক্সিতে তোলা হয়েছিল যাদবপুরের ছাত্রকে। দাবি চালকের।
- র্যাগিং উৎখাতে নেই রোড ম্যাপ। দায় এড়ানোর চেষ্টা। যাদবপুর কর্তৃপক্ষের জবাবে অসনতুষ্ট রাজ্য শিশু সুরক্ষা কমিশন। চাপ বাড়িয়ে রিপোর্ট তলব এনসিপিসিআরের।
- ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের রিপোর্টে অসন্তুষ্ট ইউজিসি। ১২ দফা প্রশ্ন-সহ কড়া ইমেল রেজিস্ট্রারকে। স্পষ্ট কর্তৃপক্ষের গাফিলতি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন উচ্চশিক্ষা দফতরের।
- বছরের পর বছর ধরে যাদবপুরে র্যাগিং, জানত কর্তৃপক্ষ। বিস্ফোরক দাবি হস্টেল সুপারের।
- আইআইটি খড়গপুরে ছাত্রমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! দ্বিতীয়বার ময়নাতদন্ত হতেই আত্মহত্যার তত্ত্ব বদলে গেল খুনে! সেকেন্ড পিএম রিপোর্ট ধরেই এগোবে তদন্ত, জানাল আদালত।
- মেধাবী ফয়জান আহমেদের মৃত্যুতে রক্তরহস্য। হস্টেলের ঘরে দুই গ্রুপের রক্তের দাগ! নিহতের ব্লাড গ্রুপ ও পজিটিভ। এবি পজিটিভ ব্লাড এল কীভাবে? প্রশ্ন ফরেন্সিক বিশেষজ্ঞের।
- যাদবপুরের মতো, আইআইটি খড়গপুরের মেধাবী ছাত্রের মৃত্যুতেও উঠছে র্যাগিংয়ের অভিযোগ।
- সন্তান হারানোর শোক মেলাল নদিয়া-পশ্চিম মেদিনীপুর-অসমকে। অন্ধ্র প্রদেশে রহস্যমৃত্যু মেদিনীপুরের ছাত্রের। আত্মহত্যা বলছে বিশ্ববিদ্যালয়। র্যাগিং সন্দেহ পরিবার। দাবি সিবিআই তদন্তের।
- তৃণমূলের পর আজ মৃত ছাত্রের বাড়িতে বিজেপি-সিপিএম-কংগ্রেস।
WB News Live: নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধেয় বৈঠক চলাকালীন আচমকা হামলা চালানো হয় বলে দাবি করেছে তৃণমূল। এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। তৃণমূলের ব্লক সভাপতিই দলের কর্মীদের উস্কানি দিয়ে গন্ডগোল করছেন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি ।
West Bengal News Live Updates : বালিগঞ্জ সায়েন্স কলেজে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ
বালিগঞ্জ সায়েন্স কলেজে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করলেও, তেমন কোনও সক্রিয় পদক্ষেপ করেনি পুলিশ, দাবি অভিযোগকারী ছাত্রের। ৮ জুলাই বালিগঞ্জ থানার রুজু হয় মামলা, আজ ১৮ অগাস্ট। অবশেষে আজ বিকেলে ছাত্রের মোবাইলে পুলিশের ম্যাসেজ। খবর প্রকাশ্যে আসার পর পুলিশের তৎপরতা ? 'কাল আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে হবে ছাত্রকে', আজ বিকেলে অভিযোগকারী পড়ুয়ার মোবাইলে পুলিশের বার্তা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার।
WB News Live: কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্ট খুনের ঘটনায় গ্রেফতার করা হল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য়কে
কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্ট খুনের ঘটনায় গ্রেফতার করা হল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য়কে। অন্য়দিকে, দিনহাটায় এক নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের স্থানীয় সংখ্যালঘু সেলের সভাপতিকে। দুই অভিযুক্তকেই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
West Bengal News Live Updates : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে গ্রেফতার আরও ৩ জন, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১২
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে গ্রেফতার আরও ৩ জন। গ্রেফতার আরও ২ প্রাক্তনী ও ১ বর্তমান পড়ুয়া। যাদবপুর থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। ধৃত ২ প্রাক্তনীর নাম শেখ নাসিম আখতার, হিমাংশু কর্মকার। ধৃত বর্তমান পড়ুয়ার নাম সত্যব্রত রাই। গ্রেফতার শেখ নাসিম আখতার, রসায়নে স্নাতকোত্তর পাস আউট। গ্রেফতার হিমাংশু কর্মকার, গণিতে স্নাতকোত্তর পাস আউট। গ্রেফতার সত্যব্রত রায়, কম্পিউটার সায়েন্সে চতুর্থ বর্ষের পড়ুয়া। ৯ অগাস্ট রাতে ঘটনাস্থলে ছিলেন ৩ জন, দাবি পুলিশ সূত্রে। ছাত্রমৃত্যুর পর ২জন বাড়ি চলে যান, ১জন ছিলেন হস্টেলে, পুলিশ সূত্রে দাবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ১২।
WB News Live: ২ বছরে ২ কোটি 'আত্মসাৎ'
২ বছরে সরকারি প্রকল্পের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রাজ্যের দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার গাজোলের তৃণমূলের প্রাক্তন প্রধান ও পঞ্চােতের ২ কর্মী।