West Bengal News Live Updates: দলের শিক্ষা সংগঠনের জেলা সম্মেলনে নেই তৃণমূল নেতারাই
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
বিপুল খরচ করে কলেজের ফেস্ট। টাকার যোগান নিয়ে বিস্ফোরক তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়।
টোটো চালকদের কাছে তোলাবাজি বন্ধে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) এসপির হুঁশিয়ারি। কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখতে চাই, হুঁশিয়ারি এসপির।
অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য। বিহারের তারেগানায় জিআরপিকে (GRP) লক্ষ্য করে গুলি। জেহানাবাদ, রোহতাসে হামলা।
অশান্তির আগুনে জ্বলছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh), পাঞ্জাব। জৌনপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন। কুশীনগরে রেল অবরোধ। লুধিয়ানায় স্টেশনে তাণ্ডব।
বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার (Haryana) সঙ্গে বিক্ষোভ বাংলাতেও। ব্যারাকপুরে অফিস টাইমে রেল অবরোধ। যাত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা।
অগ্নিপথ (Agnipath) নিয়ে আন্দোলন তুলতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের গাঁধীগিরি। জড়িয়ে ধরলেন আন্দোলনকারীকে। বিক্ষোভ-তাণ্ডবের মধ্যেই বিরল দৃশ্য হরিয়ানার পানিপথে।
বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র, প্রতিরক্ষায় অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের। নিয়োগের কথা জানাল জাহাজ, ক্রীড়া মন্ত্রকও।
অগ্নিপথের মাধ্যমে যোগদানকারীরা নিজেদের আজীবন বলতে পারবেন অগ্নিবীর। সরকারি চাকরিতে অগ্রাধিকার। কম সুদ ঋণ। ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের।
চাকরির নামে দেশে তামাশা চলছে, কটাক্ষ কানহাইয়ার। দল চাইলে সংসদে আন্দোলন, হুঁশিয়ারি অর্জুনের। বিভ্রান্ত করছে বিরোধীরা, পাল্টা সুকান্ত।
সেনায় নিয়োগ প্রকল্পের বিরোধিতায় তাণ্ডব। অশান্তি আরও কয়েকজন চলার আশঙ্কায় কেন্দ্র। সব রাজ্যকে স্টেশন, জাতীয় সড়কে সুরক্ষা বাড়াতে নির্দেশ।
দিদিকে বলোর ধাঁচে এবার এক ডাকে অভিষেক (Abhishek Banerjee)। রিপোর্ট কার্ড প্রকাশ। দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা বিজেপির।
দরজা বন্ধ করে রেখেছি, খুললে কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে। পৈলানের সভা থেকে ফের বিজেপিকে হঁশিয়ারি অভিষেকের।
রাজ্যে একদিনে করোনায় (Covid) ২৮৮জন আক্রান্ত। ১০৮জনই কলকাতার। ওমিক্রনের নতুন প্রজাতির হদিশ। উদ্বেগের কিছু নেই, জানাল স্বাস্থ্য দফতর।
বাংলার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী। উপহার এল প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ছাড়াও অসম-ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে।
দক্ষিণবঙ্গে ধীরগতিতে ঢুকল বর্ষা (Monsoon)। দঃ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা।
West Bengal News Live Updates: করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়
করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়! বয়স্কদের মধ্যেই বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। জানালেন ডেপুটি মেয়র। এই পরিস্থিতিতে, স্বাস্থ্য দফতরের তরফে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে।
WB News Live Updates: সায়গলের ‘১০০ কোটি’ সম্পত্তি
গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল সিবিআই। সূত্রের খবর, আদালতে সায়গলের বিপুল সম্পত্তির কথা দাবি করে সিবিআই। যার মধ্যে রয়েছে ফ্ল্যাট, বাড়ি থেকে ট্রেলার, পেট্রোল পাম্প, কয়েকশো গ্রাম গয়না।
West Bengal News Live Updates: ভোটের আগে তৃণমূল স্তরের সংগঠন জোরদার করতে উদ্যোগ বিজেপির
আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল স্তরের সংগঠন জোরদার করতে অঞ্চল কমিটি ও ব্লক কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, সংগঠনের বুনিয়াদী স্তরে বুথ, শক্তিকেন্দ্র ও মণ্ডল তো থাকছেই। জেলা কমিটি ও মণ্ডল কমিটির মাঝে যুক্ত হতে চলেছে ব্লক কমিটি ও অঞ্চল কমিটি। রাজ্য বিজেপি সূত্রে খবর, নতুন দুই কমিটিতেই স্থানীয় কর্মীদের মধ্যে থেকে কনভেনর নিয়োগ করা হবে। সেইসঙ্গে কমিটিতে রাখা হবে এলাকার বিশিষ্টজনেদেরও। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
WB News Live Updates: মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। আগামী ৭২ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal News Live Updates: দক্ষিণবঙ্গে চলে এসেছে বর্ষা
দক্ষিণবঙ্গে চলে এসেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।