West Bengal News Live Updates: নির্মীয়মাণ শোরুমে ঢুকে এলাকার ৪জনকে তৃণমূল কাউন্সিলরের হুমকি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: হাবড়ায় (Habra) চলল গুলি, গুলিবিদ্ধ ২ ইমারতি ব্যবসায়ী। রাতের অন্ধকারে শ্যুটআউট (Shootout), বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ। গুলির সঙ্গে ছোড়া হয় বোমাও (Bomb)। রক্তাক্ত অবস্থায় ২ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে (Hospital)। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। কী কারণে শ্যুটআউট, তা এখনও স্পষ্ট নয়। খুনের (Murder) চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
SSC-মামলায় গভীর রাতে নাটকীয় মোড়! চেয়ারম্যানের পদত্যাগের পর, তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানিয়ে, ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাদের বক্তব্য শুনে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাত থেকেই এসএসসি দফতরকে সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেন। দফতরের সিসিটিভি ফুটেজও আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি।
দুর্নীতি মামলায় গভীররাতে শুনানি। প্রমাণ লোপাটের অভিযোগে এসএসসি অফিসে সিআরপিএফ মোতায়েনের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হাইকোর্টের নির্দেশে মাঝরাতে এসএসসি অফিস ঘিরে ফেলল সিআরপিএফ। রাত ২.৫০ মিনিটে আচার্য সদনের সামনে পৌঁছল সিআরপিএফের ২টি ভ্যান। এসএসসি অফিসের ২টি গেটই বন্ধ থাকায় গেট টপকে ভিতরে ঢুকলেন সিআরপিএম আধিকারিক সহ জওয়ানরা। গেটের বাইরেও মোতায়েন করা হল কয়েকজন জওয়ানকে। এরপর ভিতরে মোতায়েন রাজ্য পুলিশ আধিকারীদের সঙ্গে কথা বলেন সিআরপিএফ আধিকারিকরা। প্রায় আধঘন্টা পরে খুলে দেওয়া হয় গেট। এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ।
SSC-মামলায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, উপদেষ্টা কমিটি তৈরি, শিক্ষক নিয়োগ, আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক প্রশ্ন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বক্তব্য মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে দাবি।
SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ।
WB News Live Updates: তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় এক ব্যবসায়ীকে মারধর
তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকার ব্যবসায়ী সমিতি। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত এলাকা ছাড়া।
West Bengal News Live Updates: ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে প্রথম গ্রেফতার
ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে প্রথম গ্রেফতার। শ্যুটআউটের ঘটনায় দুষ্কৃতীদের সহায়তার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতীরা এখনও গ্রেফতার না হওয়ায় আতঙ্কে রয়েছেন বিরিয়ানির দোকানের মালিক।
WB News Live Updates: স্কুলে ৬৮৬১টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি
স্কুলে ৬৮৬১টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ। এসএসসি উদ্যোগী হতে বলল স্কুল শিক্ষা দফতর। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগের পরামর্শ
West Bengal News Live Updates: রেলের জমি থেকে হকার উচ্ছেদের নোটিসের প্রতিবাদ
রেলের জমি থেকে হকার উচ্ছেদের নোটিসের প্রতিবাদ। ব্যান্ডেলে আরপিএফ অফিসের সামনে হকার ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। নোংরা রাজনীতি, কটাক্ষ বিজেপির। উচ্ছেদ অভিযান চলবে, জানিয়েছে পূর্ব রেল
WB News Live Updates: ডিএ মামলায় কাল রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
ডিএ মামলায় কাল রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। এবার কি কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা? সকাল ১০.৩০: ডিএ নিয়ে রায় দেবে কলকাতা হাইকোর্ট