WB News LIVE Blog: অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোল জেলে সিবিআই
Get the latest West Bengal News and Live Updates: দিনভর জেলার কোথায় কী ঘটছে? জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
গরুপাচার (Cow Smuggling Case) মামলায় ষষ্ঠ লটারির হদিশ। অনুব্রত (Anubrata Mondal), সুকন্যার আগেই ২০১৭ সালে এনামুল হকের (Enamul Hauqe) অ্যাকাউন্টে ঢুকেছিল লটারির ৫০ লক্ষ টাকা। সিবিআই (CBI) সূত্রে খবর।
গরুপাচারের কালো টাকাই কি লটারির মাধ্যমে সাদা ? তদন্ত হোক, দাবি বিরোধীদের। এজেন্সির তদন্তের গতিপ্রকৃতি নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল।
সায়গলের (Saigal Hossain) বস অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় ইডির। রাউস অ্যাভিনিউ কোর্টে সশরীরে পেশের আবেদন। ২২ নভেম্বর শুনানি।
অনুব্রকে কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হুমকি, পাল্টা কুণাল।
মুম্বইয়ের ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ। বাংলার সিআইডি অফিসার সহ ৪ জনের বিরুদ্ধে তদন্তে মুম্বই ইডি। প্রতিক্রিয়া মেলেনি সিআইডির।
নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি। নিয়োগ দুর্নীতির তদন্তের পরিণতি সারদার তদন্তের মতো হোক চাই না। মন্তব্য হাইকোর্টের বিচারপতির।
কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শূন্যপদে নিয়োগে ১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র প্রাপকদের নিয়োগপত্র দিতে নিষেধ।
কয়লাকাণ্ডে ২৪০০ কোটি টাকার দুর্নীতি। ১০০০ কোটি গেছে শাসকদল, পুলিশ-প্রশাসনকে নিয়ন্ত্রণ করা প্রভাবশালীর কাছে। বিস্ফোরক শুভেন্দু। দম থাকলে নাম বলুক, পাল্টা কুণাল।
অভিষেক পুত্রকে নিয়ে ট্যুইট। শুভেন্দু অধিকারীকে শোকজ। ক্ষমা চাইতে হবে, নোটিসের উত্তর না দিলে ফের নোটিস। জানাল শিশু সুরক্ষা অধিকার কমিশন। নোটিস পেলে উত্তর, জানালেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেকের বাবার। ভিত্তিহীন অভিযোগে সম্মানহানি, অভিযোগে অমিত বন্দ্যোপাধ্যায়ের। ১ ডিসেম্বর সশরীরে হাজিরার নির্দেশ।
নিশীথ প্রামাণিকের পর জন বার্লা। ২০১৯-র ভোটে অনুমতি না বাইক মিছিলের অভিযোগ। সমন পাঠালেও হাজিরা না দেওয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের।
WB News Live Updates:বিরোধী দলের নেতার বাড়িতে শাসক-নেতার যাওয়া ঘিরে তুঙ্গে তরজা
আগামী ২২ তারিখ জলপাইগুড়ির ময়নাগুড়িতে কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে পঞ্চায়েতি রাজ সম্মেলন। তার দু’দিন আগে, সিপিএমের কৃষক সভার সর্বভারতীয় কমিটির সদস্যের কাছে পরামর্শ নিতে গেলেন তৃণমূল নেতা। বিরোধী দলের নেতার বাড়িতে শাসক-নেতার যাওয়া ঘিরে তুঙ্গে তরজা।
West Bengal News Live:এই প্রথম রাজ্য থেকে ভিন রাজ্যের রোগীর জন্য পাঠানো হল অতি বিরল বম্বে ব্লাড গ্রুপের রক্ত
এই প্রথম রাজ্য থেকে ভিন রাজ্যের রোগীর জন্য পাঠানো হল অতি বিরল বম্বে ব্লাড গ্রুপের রক্ত। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তদাতাকে এনে ওই গ্রুপের রক্ত সংগ্রহ করা হয়। তারপর তা দেওয়া হয় উত্তরপ্রদেশের আগরার এক রোগিণীকে।
WB News Live Updates:বেআইনি অস্ত্র নিয়ে নৈহাটিতে বেফাঁস মদন মিত্র
‘আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধা হয়, বেআইনি অস্ত্র নিয়ে নৈহাটিতে বেফাঁস মদন মিত্র
West Bengal News Live:সব্যসাচীর ফেসবুক থেকে ঐন্দ্রিলাকে নিয়ে সাম্প্রতিক পোস্ট উধাও কেন?
সব্যসাচীর ফেসবুক থেকে ঐন্দ্রিলাকে নিয়ে সাম্প্রতিক পোস্ট উধাও কেন? জল্পনা নেটিজেনদের মধ্যে।
WB News Live Updates:শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ১৫টি ব্লকের স্কুল- সাব ইন্সপেক্টরদের তলব করল সিবিআই
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ১৫টি ব্লকের স্কুল- সাব ইন্সপেক্টরদের তলব করল সিবিআই। আগামী ২১ নভেম্বর তাঁদের নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যে সিবিআই চিঠি দিয়ে এই তলবের কথা জানিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে।