West Bengal News Live: প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের
কোন জেলায় কী হচ্ছে ? রাজ্যের সব প্রান্তের সমস্ত খবর...
LIVE
![West Bengal News Live: প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের West Bengal News Live: প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/01/07c35441bc5244a2bf7270afb1c724f91685580786122482_original.jpg)
Background
কাকুই কিংপিন?: চাকরি বিক্রিতে কালীঘীটের (Kalighat) কাকুই কি পিং পিন? সুজয়ের নির্দেশেই ভাগের বখরা পার্থকে (Partha Chatterjee) দিয়েছিলেন কুন্তল (Kuntal Ghosh)। নির্দেশ যেত মানিকেরও কাছে, দাবি ইডির।
প্রমাণ লোপাটে তথ্য ডিলিট?: ২০১৪-র টেটকাণ্ডেও জড়িত কালীঘাটের কাকু? ফোনের তথ্য ডিলিট করতে বলেছিলেন, ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ারের বয়ানকে হাতিয়ার করে দাবি ইডির (ED)।
কাকুর 'কীর্তি'! ক্লাবের ভোটে জিততেও চাকরির টোপ দিয়েছিলেন কালীঘাটের কাকু! পরীক্ষা না দিয়েই নিয়োগের বিস্ফোরক স্বীকারোক্তি খোদ চাকরিপ্রার্থীর।
'কুবের' কাকু: টালির চালের দোকান থেকে রকেট গতিতে উত্থান।
মুখ খুললেন গোপাল: ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশ্যে কালীঘাটের কাকুর নাম, গ্রেফতারের পরেই মুখ খুললেন গোপাল দলপতি।
'জেলে যাবেই শুভেন্দু': দুর্নীতি নিয়ে শুভেন্দুর আক্রমণ। খেজুরিতে জবাব অভিষেকের।
সিবিআইয়ে সুদীপ্তর চিঠি: কাঁথি পুরসভায় তোলাবাজির অভিযোগে সারদাকর্তার চিঠি সিবিআইকে পাঠানোর নির্দেশ আদালতের। টাকা দেওয়ার তালিকায় নাম শুভেন্দু অধিকারীরও।
WB News Live: একাধিক ইস্যুতে অভিযোগ তুলে শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের ওয়ার্ডে পোস্টার পড়ল
রাস্তা মেরামতি, ড্রেন সাফাই থেকে শুরু করে পানীয় জল। একাধিক ইস্যুতে অভিযোগ তুলে শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের ওয়ার্ডে পোস্টার পড়ল। যা নিয়ে তৃণমূল-সিপিএমের মধ্যে শুরু হয়েছে তরজা।
West Bengal News Live Update: লুঠে বাধা পেয়ে কাশীপুরে গঙ্গার ধারে CESC-র পরিত্যক্ত পাওয়ার স্টেশনে দুষ্কৃতী তাণ্ডব
লুঠে বাধা পেয়ে কাশীপুরে গঙ্গার ধারে CESC-র পরিত্যক্ত পাওয়ার স্টেশনে দুষ্কৃতী তাণ্ডব। জেটির ওপর পুলিশ কিয়স্কে আগুন লাগিয়ে দেয় দুষকৃতীরা। পুড়ে ছাই হয়ে যায় কিয়স্ক। CESC-র তরফে কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
WB News Live: বহরমপুরে কংগ্রেসে যোগ দিতে রাজি না হওয়ায় তৃণমূূল নেতাকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ
অধীর-গড়, বহরমপুরে কংগ্রেসে যোগ দিতে রাজি না হওয়ায় তৃণমূূল নেতাকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় কংগ্রেসের জেলা সহ সভাপতি শিলাদিত্য হালদার। কংগ্রেস নেতার পাল্টা দাবি, হুমকি দিতে নয়, তৃণমূল নেতার ছেলে দ্রুতগতিতে বাইক চালানোর প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। দুপক্ষই থানায় অভিযোগ করেছে।
West Bengal News Live Update: প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ
প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। ৯ জুন পর্যন্ত ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের । ৬০০ কলেজ, ৩০ হাজার পড়ুয়া, সংক্ষিপ্ত সময়ে বিজ্ঞপ্তির অভিযোগে মামলা।
WB News Live: পড়ুয়াদের অভাব, অভিযোগ শুনতে শিক্ষা দফতরে ‘লেটার বক্স’ লাগানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর
কোনও পড়ুয়া উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হবে না অভাব। কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষামন্ত্রী শিক্ষা দফতরে ‘লেটার বক্স’ লাগানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর। দুঃস্থ পড়ুয়াদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ। কৃতীদের হাতে তুলে দেওয়া হয় উপহার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)