West Bengal News Live Updates: বেলুড়ে বিধ্বংসী আগুন, অ্যালুমিনিয়ামের বাসন তৈরির কারখানায় লেলিহান শিখা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
বকেয়া ১০০ দিন, আবাসের টাকা। কোটি কোটি টাকায় তৈরি সংসদভবন। প্রতিবাদ জানাতে রাজ্যের ভুক্তভোগীদের নতুন সংসদের কাছে নিয়ে যেতে নির্দেশ অভিষেকের।
দুপুরে রাজঘাটে মহাত্মাকে শ্রদ্ধা জানিয়েই মনরেগায় বঞ্চনার অভিযোগে তৃণমূলের প্রতিবাদ। বিকেলে ফের বৈঠক অভিষেকের। ঠিক হবে মঙ্গলবারের রণকৌশল।
তৃণমূলের পাল্টা কর্মসূচি বিজেপির। আজ দিল্লিতে তৃণমূলের অভিযোগের জবাব বাংলার পদ্ম সাংসদদের। নিয়োগ দুর্নীতি-নারী নির্যাতনের প্রতিবাদে মেয়ো রোডে ধর্না মহিলা মোর্চার।
বাঁকুড়ায় ফের দেওয়াল ধসে মৃত্যু। মৃত্যু পুরুলিয়া, জামবনিতেও। আবাস রাজনীতি তুঙ্গে। বিষ্ণুপুরে মৃত ৩ শিশুর বাবাকে নিয়ে দিল্লিতে অভিষেক। জোর
করে নিয়ে গিয়েছে, অভিযোগ শুভেন্দুর।
গিরিরাজ সিংহকে গ্রেফতারের দাবি অভিষেকের। বাংলাকে বিজেপি ভাতে মারতে চায় বলে হুঙ্কার অভিষেকের।
বিশেষ ট্রেন, বিমান বাতিলের পর এবার উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে বাস থামানোর অভিযোগে সরব তৃণমূল। ভিডিও পোস্ট সোশাল সাইটে। লোক হবে না বুঝে নাটক, পাল্টা বিজেপি।
তৃণমূলের দিল্লি সফরে দুর্ঘটনায় বাস, আহত কয়েকজন। নেতারা বিমানে, প্রাণ হাতে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ, পোস্ট সুকান্তর। সব কিছুর জন্য আপনারাই দায়ী, পাল্টা দেবাংশু।
ফিরহাদকে নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে চিঠি রাজ্যপালের। পুরসভা, না নবান্ন? কোথায় থাকেন উনি ? খোঁজ পাচ্ছেন না অনেকেই। মন্ত্রী-মেয়র দুই পদে থেকেই কি আর্থিকভাবে লাভবান? প্রশ্ন বোসের।
রাজ্য-রাজ্যপাল সংঘাত তীব্র। একাধিক বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ বোসের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসি কেরলের অবসরপ্রাপ্ত IPS রবীন্দ্রন।আদালতের হুঁশিয়ারি ব্রাত্যর।
ফের দক্ষিণ দমদমের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু। গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ২ হাজার ৬১৩ জন। মোট আক্রান্ত ৪৬ হাজার পার।
West Bengal News Live Updates : বেলুড়ে বিধ্বংসী আগুন
বেলুড়ে বিধ্বংসী আগুন। অ্যালুমিনিয়ামের বাসন তৈরির কারখানায় আগুন। বেলুড়ের হরেন মুখার্জি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড
WB News LIVE Updates : রাজ্য় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
রাজ্য় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে জলপাইগুড়ি জেলা পুলিশের এক হোমগার্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হল। শনিবার কোতোয়ালি থানার পুলিশ অভিযোগকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। পলাতক অভিযুক্ত হোমগার্ড।
West Bengal News Live Updates : পুজোর মুখে বঙ্গে প্লাবনের শঙ্কা
পুজোর মুখে বঙ্গে প্লাবনের শঙ্কা ! একদিকে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। গোটা রাজ্যেই যার জেরে হয়ে চলেছে ক্রমাগত বৃষ্টি (RainFall)। আর তার মাঝেই ডিভিসি, দুর্গাপুর ব্যারেজ সহ একাধিক ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। এই দুইয়ের জেরে বন্যার আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। যে পরিস্থিতিতে তড়িঘড়ি নবান্নে (Nabnna) মুখ্যসচিবের নেতৃত্বে হল উচ্চপর্যায়ের বৈঠক। গাঙ্গেয় বঙ্গের ৭ জেলা প্রশাসনের জন্য জারি করা হল সতর্কবার্তাও।
WB News LIVE Updates : কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে পাল্টা আক্রমণ অভিষেকের
'সিবিআই তদন্ত হলে আদালতের নজরদারিতে হোক। সবার আগে গিরিরাজ সিংহকে গ্রেফতার করা উচিত। কারণ যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, তার দায় গিরিরাজ সিংহর', কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের
West Bengal News Live Updates : দিল্লিতে অভিষেক, নিয়োগ দুর্নীতিতে কাল কলকাতায় ইডির সমন
দিল্লিতে অভিষেক, নিয়োগ দুর্নীতিতে কাল কলকাতায় ইডির সমন। 'ইডি যা চিঠি দিয়েছে, তার জবাব পেয়ে যাবে, আমি তো এখানেই আছি'। কাল সিজিও কমপ্লেক্সে হাজিরা নিয়ে জানিয়ে দিলেন অভিষেক।