West Bengal News Live: পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার টাকা
West Bengal News Live : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে।
LIVE
Background
আজকের শিরোনাম ( Headlines )
১। ৭২ ঘণ্টায় আট গ্রেফতার। নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার চন্দনের ( Bagda Chandan ) পর গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। সিবিআইয়ের জালে নীলাদ্রি ঘোষও। তথ্য লুকনোর অভিযোগ।
২। নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় ভাঙড় ১ নম্বর ব্লকের সভাপতির বাড়িতে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের ( CBI ) । এসএসসির ( SSC )প্রাক্তন উপদেষ্টার সঙ্গে যোগসাজশের অভিযোগ।
৩। সাগরদিঘির ( Sagardighi ) উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর সঙ্গে বিজেপি ( BJP ) যোগ। শুভেন্দুর ( Suvendu Adhikari ) সঙ্গে ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি অভিষেকের।
৪। বিজেপির নেতা আগে তৃণমূলে ছিল, মমতার সঙ্গেও বাম-কংগ্রেস প্রার্থীর ছবি আছে। পাল্টা অধীর। ত্রিপুরায় তৃণমূল কাউন্সিলর কীভাবে বিজেপিতে ? প্রশ্ন সুজনের।
৫। ' রাবণের দশটা মাথা, বিরোধীদের তিন মাথা, সুকান্ত-দিলীপ-শুভেন্দু অন্যদিকে অধীর-সুজন-সেলিমরা।' আক্রমণ অভিষেকের ( Abhishek Banerjee ) ।
৭। বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু। অভিষেকের ডাকে দিনহাটায় নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ তৃণমূলের। পাল্টা কোচবিহারে মিছিল বিজেপির।
৮। কোচবিহারে চাকরি বিক্রির টাকা এখানেই আছে। দিনহাটায় গেলে নিশীথকে কালো পতাকা দেখান। হুঁশিয়ারি উদয়নের। অশান্তি তৈরির চেষ্টা, পাল্টা বিজেপি।
৯। রাজ্যের সার্কুলার জারির পরও বকেয়া ডিএ-র দাবিতে আজ-কাল কর্মবিরতির সিদ্ধান্তে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। সার্কুলার জারি করায় অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থকে আইনি নোটিস।
১০। আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। পার্ক সার্কাসের হাসপাতালে শিশুর মৃত্যু। বিসি রায় হাসপাতালে মৃত্যু নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর।
WB News LIVE Updates: নিয়োগ-দুর্নীতির মামলায় একের পর এক অভিযুক্তকে হেফাজতে নিচ্ছে সিবিআই
নিয়োগ-দুর্নীতির মামলায় একের পর এক অভিযুক্তকে হেফাজতে নিচ্ছে সিবিআই। সামনে আসছে কোটি কোটি টাকা লেনদেনের চাঞ্চল্য়কর সব তথ্য়। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, দুর্নীতির মাথা অবধি কবে পৌঁছবে সিবিআই? পাল্টা তৃণমূলের দাবি, কেউ দোষ করলে শাস্তি হবে।
West Bengal News LIVE Updates: বেআইনি অস্ত্রের খোঁজে এবার বিহারে হানা দিল কলকাতা পুলিশের এসটিএফ
বেআইনি অস্ত্রের খোঁজে এবার বিহারে হানা দিল কলকাতা পুলিশের এসটিএফ। পর্দাফাঁস হল ২টি বেআইনি অস্ত্র কারখানার! সূত্রের খবর, আজ বিহার পুলিশের এসটিএফকে সঙ্গে নিয়ে সমস্তিপুর এবং খাগাড়িয়া জেলায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। এই অভিযানে সমস্তিপুর জেলার হাসানপুর এবং খাগাড়িয়া জেলার শোনবর্সায় ২টি অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ। উদ্ধার হয় সেভেন এমএম এবং নাইন এমএম পিস্তল তৈরির বিপুল সরঞ্জাম। এই ঘটনায় শোনবর্সা থেকে ৩ জন এবং হাসানপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার হয়। সেই সূত্রেই বেআইনি অস্ত্র কারবারের বিহার-যোগের পর্দাফাঁস হয়।
WB News LIVE Updates: ডিএ নিয়ে এবার সরকারি অফিসে 'তালা-চাবি' দাওয়াই শুভেন্দুর
ডিএ নিয়ে এবার সরকারি অফিসে 'তালা-চাবি' দাওয়াই শুভেন্দুর। 'ডিএ সম্পূর্ণ রাজ্য সরকারের, তার রাজস্ব আদায় থেকে দিতে হয়', একমাত্র ওষুধ হচ্ছে অফিসগুলোতে তালা-চাবি লাগানো। বিধানসভা চত্বরে ডিএ ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি থেকে হুঙ্কার শুভেন্দুর। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিরোধী দলনেতার, প্রতিক্রিয়া সৌগত রায়ের
West Bengal News LIVE Updates: পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের নানুরে তৃণমূলে কোন্দল ফের প্রকাশ্যে
পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের নানুরে তৃণমূলে কোন্দল ফের প্রকাশ্যে। সেখানে অনুব্রত ঘনিষ্ঠ, প্রাক্তন বিধায়ক গদাধর হাজরাকে তৃণমূলের বুথভিত্তিক বৈঠকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে শুরু হয়েছে তরজা। সম্প্রতি, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক না ডাকা নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ। এবার কাজলের খাসতালুকে অনুব্রত-ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ককে, দলীয় বৈঠকে ব্রাত্য করে রাখার অভিযোগ উঠল! এই নিয়ে নানুরের ব্লক তৃণমূল সভাপতি, কাজল শেখ ঘনিষ্ঠ বলে পরিচিত সুব্রত ভট্টাচার্যের দিকে আঙুল তুলেছেন গদাধর।
WB News LIVE Updates: বহরমপুরে বস্ত্র প্রতিষ্ঠান, রাইস মিলে আয়কর হানা
বহরমপুরে বস্ত্র প্রতিষ্ঠান, রাইস মিলে আয়কর হানা। বহরমপুরের খাগড়ায় আয়কর তল্লাশি।বহরমপুর, লালবাগ ও নবগ্রামে আয়কর হানা। তল্লাশিতে আয়কর দফতরের ১২ জন আধিকারিক। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকায় তল্লাশি, সূত্রের খবর।